পুষ্পা সিনেমা খ্যাত নায়ক আল্লু অর্জুন আবারো পুলিশি হেফাজতে। এমনকি তার নিরাপত্তা রক্ষীকেও জেরার জন্য নেয়া হয়েছে। বিগত ৪ ডিসেম্বর পুষ্পা-২ দ্যা রুল সিনেমার প্রিমিয়ারে সন্ধ্যাবেলা বেশ ভিড় জমে ছিল। আর সে ভিড়ে পদ পৃষ্ঠ হয়ে একজন ৩৫ বছর বয়সেই নারী মারা যান। এমনকি তার নাবালক পুত্র চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
সে ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছিল আল্লু অর্জুন এবং তার নিরাপত্তারক্ষীকে। এমনকি এর মাঝে জামিন পেলেও পুনরায় তাদেরকে জেরার জন্য ডাকা হয়েছে। অভিযোগ উঠেছে আল্লু অর্জুনের দেহরক্ষী অ্যান্থনি নাকি অন্যান্য গার্ডদের জড় করেছিলেন ওই সময়। এমনকি পুষ্পা -২ দ্যা রুল সিনেমার প্রেক্ষাগৃহে বাইরে আল্লু অর্জুনের গার্ডরা বেশকিছু ভক্তকে ধাক্কা দেন বলে অভিযোগ করা হয়েছে।
জেরার দিন থানায় আল্লু অর্জুনের সাথে ছিলেন তার বাবা এবং তার শশুর।
এদিকে বিপদ যেন পিছু ছাড়ছে না পুষ্পা সিনেমার নায়ক আল্লু অর্জুনের। কাহিনীর প্রেক্ষাপটে পুষ্প মুভির প্রথম এবং দ্বিতীয় পার্টে একটি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাজিল। অভিযোগ উঠেছে পুষ্পা-২ সিনেমায় পুলিশ বাহিনীকে অপমান করা হয়েছে।
পুষ্পা-২ দ্যা রুল সিনেমায় একটি দৃশ্যে দেখা যায় আল্লু আর্জুন একটি সুইমিংপুলে প্রস্রাব করছেন। এমনকি সেই সুইমিং পুলে দেখা যায় পুলিশ কর্মকর্তাকে। ভারতের কংগ্রেস নেতার দাবি এই দৃশ্যের মাধ্যমে সমগ্র পুলিশ বাহিনীকে তিনি অপমান করেছেন। এমনকি কংগ্রেস নেতা থেনমার মাল্লানা তেলেঙ্গানার থানায় আল্লু অর্জুন এবং পুষ্পা ২ সিনেমার পরিচালকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।
আল্লু অর্জুন ও তার নিরাপত্তারক্ষী আবারও পুলিশের জেরায়
দীর্ঘদিন ধরে পুস্পা সিনেমার দ্বিতীয় কিস্তিন জন্য অপেক্ষা করছিলেন ভক্তরা। অবশেষে সেটি মুক্তিও পেয়েছে। তারপর থেকেই নানা ধরনের ঘটনা ঘটেই চলছে। তবে পুষ্পা ২ দা রুল সিনেমার বক্স অফিস এখনো বেড়েই চলছে। সেই সাথে বেড়ে চলছে নায়েককে ঘিরে বিভিন্ন ধরনের বিতর্ক এবং বিক্ষোভ। এমনকি এর সাথে জড়িয়ে গেছে রাজনৈতিক কর্মকান্ড।
বিগত ২২শে ডিসেম্বর রবিবার নায়কের হায়দ্রাবাদের যুবলী হাউসের বাড়িতে একদল মানুষ বিক্ষোভ করেছেন এবং তার বাড়ির দিকে পাথর নিক্ষেপ করেছেন। যারা এসেছিলেন মূলত ৪ ডিসেম্বর পুষ্পা ২ সিনেমার প্রিমিয়ারে মারা যাওয়া নারীর চিকিৎসা দিন ছেলে শ্রী তেজের বিচারের জন্য। তারা বিক্ষোভ করেন এবং ক্ষতিপূরণ হিসেবে ১ কোটি টাকা দাবি করেন।
এর পরিপ্রেক্ষিতে আল্লু অর্জুন তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম instagram এ তার ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন এবং সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করেছেন। এমনকি তিনি আরো জানিয়েছেন কোনো ভুয়া আইডি থেকে ভক্ত সেজে যদি কেউ অশালীন মন্তব্য কিংবা আচরণ করেন তাহলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিবেন তিনি।
হায়দ্রাবাদের প্রেক্ষাগৃহে পুষ্পা সিনেমার প্রিমিয়ারে যে নারীর মৃত্যুর হয় তার নাবালক পুত্র এতদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। চিকিৎসকরা আশঙ্কা করেছেন তার মস্তিষ্কের যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভবিষ্যতে অনিশ্চিত। যদিও আল্লু অর্জুন সামাজিক যোগাযোগ মাধমের বার্তায় জানিয়েছিলেন তিনি ওই পরিবারের পাশে রয়েছেন প্রয়োজনে আহত কিশোরের চিকিৎসার সমস্ত দায়ভার তিনি নিবেন।