এবার অ্যাপল স্মার্টওয়াচে যুক্ত হচ্ছে স্যাটেলাইট প্রযুক্তি

মার্কিন প্রযুক্তি জায়ান্ট কোম্পানি অ্যাপল ২০২৫ সালে স্মার্টওয়াচের সাথে যুক্ত করছে স্যাটেলাইট প্রযুক্তি। এটি ছাড়াও রয়েছে আরো অন্যান্য সুবিধা যেমন রক্তচাপ পরিমাপের ফিচার ইত্যাদি। বিশ্ব সংবাদ মাধ্যম রয়টার্সের একটি প্রতিবেদনে এই তথ্য গুলি জানা গিয়েছে।

উক্ত প্রতিবেদনে আরা বলা হয়েছে, অ্যাপলের স্মার্টওয়াচের পরবর্তী সংস্করণে যুক্ত হতে পারে স্যাটেলাইট প্রযুক্তি। যদি স্মার্টওয়াচের সাথে সরাসরি স্যাটালাইটের সংযোগ করা হয় তাহলে সেলুলার ডাটা কিংবা ইন্টারনেট সংযোগ ছাড়াই ব্যবহারকারীরা তথ্য আদান-প্রদান করতে পারবে।

মূলত ২০২২ সালেই আইফোনের মধ্য দিয়ে স্যাটালাইট এবং যোগাযোগ প্রযুক্তির ব্যবহার শুরু করে জায়ান্ট কোম্পানি অ্যাপল। এমনকি স্যাটেলাইট পরিষেবা উন্নতিকরনের লক্ষ্যে নভেম্বরে স্যাটেলাইট সরবরাহকারী প্রতিষ্ঠান গ্লোবালস্টারে প্রায় ১৫০ কোটি ডলার বিনিয়োগ করে এখন। স্মার্ট ওয়াচের মাধ্যমে রক্তচাপও পরিমাপ করতে পারবে ২০২৫ সালের সংস্করণ টিতে।

এবার অ্যাপল স্মার্টওয়াচে যুক্ত হচ্ছে স্যাটেলাইট প্রযুক্তি

মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে কোম্পানিটি তাদের পণ্যে আরও বেশ কিছু স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন ফিচার যুক্ত করছে। যার মধ্যে সেপ্টেম্বরে উন্মুক্ত হয় স্লিপ অ্যকপনিয়ার মতো দীর্ঘ মেয়াদী স্বাস্থ্য সংস্থার সনদের ফিচার। সেই সাথে আক্রান্ত রোগী জরুরি পরিস্থিতিতে চিকিৎসা সহায়তা পেতে পারে সে ব্যাপারেও উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোন তথ্য প্রকাশ করেনি এখন।

যেহেতু অ্যাপলের আইফোনের সাথে স্যাটেলাইটের সরাসরি সংযুক্ত রয়েছে তাই ইমারজেন্সি সুবিধা কাজে লাগিয়ে মোবাইলের ডাটা কিংবা নেটওয়ার্ক না থাকলেও জরুরী বিপদ সংকেত পাঠানো যাবে। যার কারণে একজন অ্যাপল ব্যবহারকারী আইফোনে এসওএস সুবিধা চালু করার মাধ্যমে সংকেত পাঠালে সেটি সরাসরি কাঙ্খিত গন্তব্যস্থলে পৌঁছে যাবে।

সারা বিশ্বজুড়েই মোবাইলের জগতে অন্যতম একটি ব্র্যান্ড হচ্ছে iphone। আইফোনের পাশাপাশি অ্যাপলের স্মার্টওয়াচ গ্রাহকদের কাছে বেশ পছন্দনীয়। আকর্ষণীয় ফিচার, টেকসইতা, স্মার্ট লুকিং ইত্যাদির কারণেই আইফোনের পাশাপাশি মানুষ সকলের ব্যাপকভাবে ক্রয় করে থাকে। মাত্র দুই মাস আগেই বাজারে এসেছে অ্যাপোল মোবাইলে নতুন সংস্করণ আইফোন ১৬।

বর্তমানে বাজারে অ্যাপল ওয়াচের বেশ কয়েকটি সংস্করণ পাওয়া যাচ্ছে। যার মধ্যে অ্যাপল ওয়াচ সিরিজ ৯ এর দাম হচ্ছে প্রায় ৪৬ হাজার ৫০০ টাকা এবং অ্যাপল ওয়াচ সিরিজ ১০ এর দাম হচ্ছে ৫২ হাজার ৯০০ টাকা। রেটিনা ও ওলেড ডিসপ্লের সাথে রয়েছে ওয়াটার রেজিস্ট্যান্ট এবং ধুলা নিরোধী প্রযুক্তি। এমনকি গ্রাহকরা অসাধারণ ডিসপ্লের পাশাপাশি পেয়ে যাবেন সাউন্ড সিস্টেম সহ নানা ধরনের সুবিধা। এমনকি ২ জিবি মেমোরি কার্ডের সুবিধা দেওয়া রয়েছে। অ্যাপল ওয়াচ নাইনে ৯ এ রয়েছে ৩০৮ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। মূলত তারবিহীন অর্থাৎ ওয়ারলেস সিস্টেমে চার্জিং করা যাবে এই অ্যাপেলের স্মার্ট ওয়াচ গুলি। আর নতুন বছরের সংস্করণ গুলিতে গ্রাহকদের জন্য চমক তো থাকছেই।

Leave a Comment