প্রায় প্রতিটি ব্যাংকেই প্রবেশনারি অফিসার পদে লোকবল নিয়োগ প্রদান করা হয়ে থাকে। এটি একটি আর্থিক প্রতিষ্ঠানের প্রথম স্তরের একটি পদ বা এন্ট্রি পজিশন (Entry Position)। অনেক ব্যাংক কিংবা প্রতিষ্ঠানে এই পদে সাধারণত ১ থেকে ৩ বছর পর্যন্ত কাজ করতে হয়। সফলভাবে প্রবেশনারি পিরিয়ড শেষ করার পর অফিসার পদে প্রমোশন দেওয়া হয়, সেই সাথে বৃদ্ধি করা হয় বেতন।
ব্যাংকের প্রবেশনারি অফিসারের কাজ বা দায়িত্ব গুলি কি কি
• এই পদে একজন কর্মরত ব্যক্তির অন্যতম দায়িত্ব হচ্ছে ব্যাংকের শাখা ব্যবস্থাপককে সকল কাজের সহায়তা করা।
• যে সকল গ্রাহক ব্যাংকে সেবা গ্রহণ করতে আসেন তাদেরকে বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া এবং তাদের সমস্যা গুলো সমাধানের সহযোগিতা করা।
• ব্যাংকের প্রবেশনারি অফিসারের কাজের মধ্যে অন্যতম হচ্ছে ব্যাংকিং বা আর্থিক প্রতিষ্ঠানের নীতিমালার বিপনণের বিষয়টিও দেখাশোনা করা।
• কোনো আর্থিক প্রতিষ্ঠানে কি পরিমাণ কর্মক্ষমতা রয়েছে সেগুলোর একটি প্রতিবেদন বা রিপোর্ট তৈরি করে ম্যানেজারকে প্রদান করতে হয়।
• প্রতিষ্ঠানের যদি কোন ঊর্ধ্বতন কর্মকর্তা অনুপস্থিত থাকে তাহলে তার পরিবর্তে সকল ধরনের দায়িত্ব গুলি পালন করা।
• ব্যাংকের কর্মীদের সাথে সম্পর্কিত যে ধরনের মিটিং এবং সভায় অংশগ্রহণ করা।
প্রবেশনারি অফিসারের অর্থ কি (Probationary Officer)
আশা করি আপনারা প্রবেশনারি অফিসারের কাজ সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছেন। এই পদটি মূলত ট্রেইনিং বা শিক্ষানবিশ কাল হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ যখন কোন অভিজ্ঞতাহীন ব্যক্তি একটি পদ যোগদান করে তখন ৬ মাস, ১ বছর কিংবা প্রতিষ্ঠানের চুক্তি অনুযায়ী তাকে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে কাজ করতে হয়।
এ সময় তাকে নির্দিষ্ট পরিমাণ বেতন, ভাতা ও সুবিধা প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ সে ব্যক্তিটি উক্ত পদের জন্য যোগ্য কিনা সেটা যাচাই করা হচ্ছে এই প্রবেশনারি পিরিয়ডের মাধ্যমে। যদি কোন কর্মচারী সফলভাবে প্রবেশনারি পিরিয়ড শেষ করতে পারে তাহলে তাকে কাঙ্খিত পদে চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হয় এবং ওই পদের সম্পূর্ণ সুযোগ সুবিধা প্রদান করা হয়ে থাকে।
বাংলাদেশের বেসরকারি ব্যাংক গুলোতে প্রফেশনারী পদে বেতন হয়ে থাকে সাধারণত ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত। তবে প্রতিষ্ঠান ভেদর এদের পরিমাণও ভিন্ন হয়ে থাকে।
প্রবেশনারি অফিসার পদে যোগদানের যোগ্যতা কি
বিভিন্ন বিষয়ে অনার্স বা মাস্টার্স অথবা সমমান যোগ্যতা থাকলেই এ সকল পদে যোগদান করা যায়। তবে এর সাথে থাকতে হয় বয়সের যোগ্যতা এবং শিক্ষা ক্ষেত্রে জিপিএ এর যোগ্যতা। সাধারণত শিক্ষাজীবনে তৃতীয় শ্রেণি বা তার কম জিপিএ/সিজিপিএ থাকলে ব্যাংকিং প্রতিষ্ঠান গুলোতে প্রবেশনারি অফিসার পদে যোগদানের শর্ত পূরণ হয় না। এসএসসি ও এইচএসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৪ চাওয়া হয় ৫ এর মধ্যে। আর অনার্স, মাস্টার্স বা সমমান পরীক্ষা নূন্যতম দ্বিতীয় শ্রেণী বা দ্বিতীয় শ্রেনীর সমান জিপিও যোগ্যতা চাওয়া হয়ে থাকে।
বয়স সীমা সাধারণত সর্বোচ্চ ৩০ বছর থেকে নারী এবং পুরুষ উভয় ধরনের প্রার্থীর ক্ষেত্রে। তবে বর্তমানে যেহেতু সরকারি চাকরির সর্বোচ্চ ৩২ করা হয়েছে তাই সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ সকল পদের বয়স বাড়ানো হয়েছে কিনা তা দেখা যাবে।
একজন প্রবেশনারি অফিসার সাধারণত ৬ মাস কিংবা ১ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়ে থাকে ব্যাংকিং প্রতিষ্ঠান গুলোতে। সকল পথ থেকে ভবিষ্যতে অফিসার সিনিয়র অফিসার ম্যানেজার এবং শাখা ব্যবস্থাপক পর্যন্ত প্রমোশন পাওয়া যায়। প্রতিমাসে নির্ধারিত বেতন ছাড়াও গ্র্যাচুইটি সুবিধা, প্রভিডেন্ট ফান্ডের টাকা, বিভিন্ন ধরনের ভাতা, বৎসরে উৎসব বোনাস এবং বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে।
তবে ব্যাংকের প্রবেশনারি অফিসারের কাজ বেশ গুরুত্বপূর্ণ। তাই বেশ কয়েকভাবে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে দক্ষ চাকুরী প্রত্যাশীদের বাছাই করে নিয়োগ প্রদান করা হয়।