নাকের আশেপাশ থেকে ব্ল্যাকহেডস দূর করা বেশ কঠিন একটি কাজ। নানাভাবে চেষ্টা করার পরেও যখন ব্যর্থ হন তখন অনেকেই বিশেষজ্ঞের শরণাপন্ন হন। তবে নিচের পদ্ধতি গুলো অবলম্বন করলে আপনি এই বিড়ম্বনা থেকে মুক্তি পেতে পারেন।
ত্বকের মধ্য এক ধরনের লোমকূপ বা রন্ধ্রপথ থাকে যেগুলো থেকে বিভিন্ন ধরনের পদার্থ নিঃসৃত হয়। যদি কোন কারণে এই লোমকূপ বা পথ গুলোতে তেল জমে অথবা মুখের কোষের দ্বারা এগুলো বন্ধ হয়ে যায় তাহলে তৈরি হয় ব্ল্যাকহেডস। থুতনি এবং আমাদের নাকের দুই পাশে এইটি সবচাইতে বেশি দেখা যায়। কোথাও ঘুরতে গেলে বাইরে গেলে দেখতে বেশ দৃষ্টিকটু লাগে।
মুখের ব্ল্যাকহেডস দূর করার পদ্ধতি
আমি বেশ কয়েকটি পদ্ধতি আলোচনা করছি। সঠিক উপায়ে এগুলো অবলম্বন করলে অল্প দিনেই সমাধান পেয়ে যাবেন।
পদ্ধতি-১
এর জন্য আপনার প্রয়োজন হবে ২ চামচ লবণ এবং ১ চামচ টুথপেস্ট। এ দুটি উপাদান একসঙ্গে মিশিয়ে নিন। তারপর মিশ্রণটি পুরো করে নাকের দুই পাশে লাগিয়ে দেন। কয়েক মিনিট ম্যাসাজ করুন এবং রেখে দিন। ৫ মিনিট পরে পরিষ্কার এবং হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। অবশ্য আপনি ফেসওয়াশ ব্যবহার করতে পারেন। ত্বকের লোমকূপের গভীর থেকে ময়লা পরিষ্কার করে ব্ল্যাকহেডস দূর করার উপায় হিসেবে এটি খুবই কার্যকরী।
পদ্ধতি-২
এটি জন্য আপনার প্রয়োজন হবে কিছু পরিমাণে বেকিং সোডা এবং লেবু। প্রথমে একটি পাত্র সামান্য পরিমাণে বেকিং সোডা নিন তারপরে সেখানে লেবুর রস মিশিয়ে দিন। সবচাইতে ভালো হয় যদি কিছু পরিমাণে কাঁচা দুধ মিশিয়ে সেটিকে ঘন করতে পারেন। পদ্ধতি একের মতোই নাকের দুই পাশে এবং মুখে যে যে জায়গায় ব্ল্যাকহেডস হয়েছে সেখানে লাগিয়ে ৫ মিনিট রেখে দিন। তারপর হাত দিয়ে ঘষে ঘষে মেসেজ করুন এবং তুলে ফেলুন।
সপ্তাহে ১ থেকে ২ দিন অবলম্বন করতে পারলেই দূর হয়ে যাবে সমস্ত ব্ল্যাকহেডস।
পদ্ধতি-৩
একটি ডিমের সাদা অংশ বের করে নিন। সে সাদা অংশের সাথে কিছু পরিমাণে মধু মিশ্রিত করুন। তারপর একটি পেস্টের মতো তৈরি করে ত্বকে লাগিয়ে রেখে যখন শুকিয়ে যাবে তখন টেনে উঠে ফেলুন। তারপর কুসুম কুসুম গরম পানি দিয়ে মুখ ভালো করে খেয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকের জন্য এই মাস্কটি খুবই কার্যকরী অন্তত সপ্তাহে ১ থেকে ২ দিন ব্যবহার করুন।
বাজারে নানা ধরনের কসমেটিকস বা প্রসাধনের সামগ্রী পাওয়া যায় এই সমস্যার জন্য। সকল ধরনের ত্বকের জন্য সেটা সমান ভাবে কার্যকরী নাও হতে পারে। আর যদি মাত্রাতিরিক্ত সমস্যা দেখা দেয় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্ল্যাকহেডস দূর করার জন্য। সেই সাথে চেষ্টা করুন পর্যাপ্ত পরিমাণে পানি পান করার এবং ত্বককে সবসময় পরিষ্কার রাখা।