শাকিব খানের বরবাদ মুভি দেখার উপায়

অন্যান্য বারের না এবারের ঈদুল ফিতরের উপলক্ষে মুক্তি পেয়েছে বরবাদ মুভি। সিনেমাটির পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। দেশের শীর্ষ নায়ক শাকিব খানের ছবিটি দর্শক মহলে প্রচুর সমাদৃত হয়েছে। সারাদেশে একযোগে ১২০ টি হলে চলছে। প্রতিটি হলে উপচে পড়া ভিড়ও দেখা যাচ্ছে। এমনকি বিভিন্ন মাল্টিপ্লেক্স গুলোতে অগ্রিম টিকেট পাওয়া যাচ্ছে না।

দর্শকদের এই চাপের কারণে প্রতিনিয়ত শো বেড়েই চলেছে। অনেকে জানতে চেয়েছেন বরবাদ মুভি শাকিব খান কিভাবে দেখবেন। আবার অনেকেই এর মোট কালেকশন জানার আগ্রহ প্রকাশ করেছেন। আপনাদের সুবিধার জন্য বলে রাখি বাংলাদেশে বক্স অফিস কালেকশনের অফিসিয়াল কোন রেকর্ড নেই। তাই কোন স্ক্রিন হতে কত টাকা আয় হচ্ছে সেটির সহজে জানার সুবিধাও নাই। তবে হলমালিকরা বেশ অর্থ ব্যয় করে বুকিং দিয়ে এই সিনেমা চালাচ্ছেন বলে জানা গিয়েছে। সারাদেশে প্রায় একশটির বেশি প্রেক্ষাগৃহে এটি চলছে।

বরবাদ মুভি শাকিব খান কালেকশন কত স্পষ্ট ভাবে না জানা গেল মাল্টিপ্লেক্সে ছবিটির কেমন অর্থ উপার্জন করছে সেটা জানা যায়। বরবাদ সিনেমার একটি ফটোকার্ডে দেখা গিয়েছে যে ২ দিনে মাল্টিপ্লেক্স থেকে আয় করেছে মোট ৭২ লাখ ৬১ হাজার। শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে প্রথম দিনে আয় চল ২৮ লক্ষ ৩০ হাজার। বিগত বছরের ঈদুল ফিতরে শাকিব খানের যে সিনেমা মুক্তি পেয়েছিল তার তুলনায় এটি বেশ ভালো ওপেনিং দিয়েছে।

গত রোজার ঈদে মুক্তি পাওয়া সিনেমা রাজকুমার প্রথম দিনে আয় করেছিল ১২ লক্ষ টাকা। সে হিসেবে এবার দ্বিগুনেরও বেশি আয় করেছে। বরবাদ মুভি শাকিব খান এর সাথে আরো অভিনয় করেছেন ইধিকা পাল। এর আগেও প্রিয়তমা মুভিতে তিনি শাকিবের সাথে জুটি বেধে ছিলেন।

বরবাদ সিনেমা (borbad movie) দেখে বের হওয়া দর্শকরা বলেন এটি দেখে পয়সা উসুল হয়েছে। অনেকেই তো তুফানের চাইতেও বেশি ভালো বলেছেন। তাদের ভাষ্যমতে এই ধরনের সিনেমা আগে তৈরি হয়নি।

বরবাদ মুভি শাকিব খান দেখার উপায় কি

ফলে গিয়ে দেখার উপায় নেই এরকম অনেক ব্যক্তিই আছেন যারা কিনা বাসায় বসে এটি দেখার উপায় খুঁজছেন। বর্তমানে কমবেশি আমরা সবাই ইন্টারনেটের সাথে যুক্ত রয়েছে। তাইতো মোবাইল, ল্যাপটপ কিংবা বাসার স্মার্ট টিভিতে বসে সিনেমা দেখতে পারলে বিষয়টা মন্দ হয় না। আর বরবাদ সিনেমা যেহেতু অল্প কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাই এটি কোন ওয়েবসাইট থেকে নামানোর উপায়ও নেই।

তবে আপনি চাইলে গুগল এবং ইউটিউবে লিখে সার্চ করতে পারেন। সেখানে আপনার বরবাদ মুভি শাকিব খান অথবা বরবাদ সিনেমা লিখে সার্চ বাটনে চাপ দেবেন। অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট পাওয়া যায় যেখান থেকে আপনি সরাসরি এটি নামাতে পারবেন। আবার ইউটিউবে মাঝে মাঝে পাওয়া যায়। যদিও কপিরাইটের কারণে এটি যেকোনো সময় সরিয়ে দিতে পারে। সবচাইতে ভালো হয় কোথাও পেলে সাথে সাথে এটি নামিয়ে রাখবেন।

অফিসিয়াল বা ভালো প্রিন্টের বরবাদ মুভি নামানোর এখন পর্যন্ত কোন উপায় পাওয়া যায়নি। যদি এই ধরনের কোন উৎস পাওয়া যায় তাহলে সেটি আমরা আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেব। এই খবর রাখার জন্য আপনারা নিচে উল্লেখ করা আমাদের ফেসবুক পেইজে যোগাযোগ করতে পারেন।

যোগাযোগের ফেসবুক পেজ: www.facebook.com/kholokbd

আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা শহরে কিংবা গ্রামে ওয়াইফাই বা ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ব্যবহার করেন তারা সরাসরি সার্ভিস প্রোভাইডাররর সাথে যোগাযোগ করুন। তারা আপনাকে বিভিন্ন ধরনের মুভি, সফটওয়্যার ইত্যাদি দেখার জন্য একটি এফটিপি সার্ভারের অ্যাড্রেস প্রদান করবেন। সেখান থেকেও আপনারা লেটেস্ট সব মুভি নামাতে পারবেন।

Leave a Comment