এবারের বিপিএল ধারাভাষ্যকারের তালিকায় থাকছেন যারা

আগামী ৩০ ডিসেম্বর সোমবার ২০২৪ থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ কিংবা বিপিএলের একাদশ আসর শুরু হতে যাচ্ছে। এবারের বিপিএল চলবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এরই মধ্যম জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হয়ে গিয়েছে আলোচিত এই আসরের। বাংলাদেশের সর্বোচ্চ এই ফ্রাঞ্চাইজি এই ক্রিকেট টুর্নামেন্টের প্রতি ভক্তদের রয়েছে নানা ধরনের আশা এবং জল্পনা কল্পনা। এমনকি প্রতি বছরই এই আয়োজনের জন্য অপেক্ষা করে থাকেন ক্রিকেটাররা। শুধুমাত্র বাংলাদেশে নয় বরং বিদেশি অনেক ক্রিকেট তারকাদেরও আগ্রহের শীর্ষে থাকে বিপিএল।

এবারের বিপিএল শুরু হওয়ার বেশ কিছুদিন আগেই পরিবর্তিত হয়েছে দেশের রাজনৈতিক পটভূমি। যার কিছু প্রভাব পড়েছে বিপিএল টুর্নামেন্টেটিতেও। বিগত বছর গুলোর মত বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি অংশগ্রহণ করছে না। সেই দল গুলোর পরিবর্তে জায়গা করে নিয়েছে নতুন দল। এমনকি বিভিন্ন ধরনের নতুন উদ্যোগও গ্রহণ করা হয়েছে। তবে উদ্যোগ কিংবা পরিবর্তন যাই হোক না কেন কর্তৃপক্ষের প্রধান লক্ষণ হচ্ছে অনেক বেশি জমজমাট করে তোলা এই আসরকে।

এবারের বিপিএল ধারাভাষ্যকারের তালিকায় থাকছেন যারা

যারা ধারাবাহিকতায় অনবরত প্রচেষ্টা এবং নতুন নতুন উদ্যোগের কথাও আমরা শুনতে পাচ্ছি। এমনকি এবারের বিপিএল বা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট বদলে দেবে বিগত দিনের সকল অভিজ্ঞতা। উদ্বোধনী অনুষ্ঠানের পর এবং আগের থেকেই নানা ধরনের চমক শোনা যাচ্ছে। যার মধ্যে অন্যতম রয়েছে এবারের বিপিএলের ধারাভাষ্য কারাদের তালিকা।

দেশের রাজনৈতিক পরিবর্তনের পর গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আর এ সরকারের লক্ষ্য দেশের সকল জায়গায় সংস্কার করে জনগণের জন্য উপযোগী একটি ব্যবস্থা তৈরি করা। এবারের বিপিএলে অফিশিয়াল মাসকট হচ্ছে ডানা ৩৬। এমনকি বিপিএলকে কেন্দ্র করে ঢাকা সিলেট এবং চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে মিউজিক্যাল ফেস্ট এবং থাকছে ট্রফি ট্যুর।

অন্যান্য বারের মত এবারের বিশেষ ব্যক্তিত্ব এবং অতিথি থাকবেন। সেই সাথে সরাসরি বিপিএলের সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনুস।

অনেকেই আবার বিপিএলের ধারাভাষ্য প্যানেলের তালিকা নিয়ে আগ্রহে থাকেন। তাদেরকে অবগত করার জন্য নিম্নে তালিকাটি প্রদান করা হলো।

১। আজহার আলী খান
২। শামীম আশরাফ চৌধুরী
৩। সমন্বয় ঘোষ
৪। মাজহার উদ্দিন আমি
৫। টিনো মায়োয়া
৬। আমির সোহেল
৭। স্যার কার্টলি আমব্রোস
৮। এইচডি আকারম্যান

আপনারা এবার বিপিএলের যারা ধারাভাষ্য প্রদান করবেন যাতে তালিকা দেখে নিশ্চয়ই প্রধান বুঝতে আমাদের ধারাভাষ্যকারের পাশাপাশি এখানে বিদেশি অতিথিও রয়েছে। সব মিলিয়ে এবার বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বেশ আকর্ষণীয় হতে যাচ্ছে।

Leave a Comment