সাম্প্রতিক সময়ে দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারপোর্টের একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় কবলিত হয়েছে। উক্ত দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৭৯ জন। সকল যাত্রীদের মধ্যেও মাত্র ২ জনকে উদ্ধার করা হয়েছে। সারা বিশ্বজুড়েই আলোড়ন সৃষ্টি করেছে এই মর্মান্তিক বিমান দুর্ঘটনাটি।
দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারপোর্টের সেই বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে অনুদান দিয়েছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড দল বিটিএস এর সদস্য জে হোপ। তাদেরকে তিনি ১০০ মিলিয়ন ওন বা ডলারের হিসাবে ৬৮ ডলার অনুদান করেছেন। বিটিএস তারকা যে হোপ তার হোপ ন্যাশনাল ডিজাস্টার রিলিফ অ্যাসোসিয়েশনের মাধ্যমে দুর্ঘটনার কবলিত পরিবার গুলোকে অনুদান দিয়েছেন বলে কোরিয়ান সংবাদ মাধ্যম গুলোতে প্রকাশিত হয়েছে।
উক্ত দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে একটি বিবৃতিতে যে হোপ জানায় দুর্ঘটনার খবর শুনে আমি যে তার সম্ভব শোকাহত পরিবার গুলোকে সাহায্য করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি। এমনকি তিনি পরিবার গুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
বিটিএস সদস্য জে হোপ বিমান দুর্ঘটনায় ৬৮ হাজার ডলার অনুদান প্রদান করলেন
হোপ ব্রিজ এসোসিয়েশনের মহাসচিব শিন হুন সাংবাদিকদের কে জানিয়েছেন জে হোপের এই সহায়তার প্রতি আমরা কৃতজ্ঞ। এই অর্থ সহায়তা যেন প্রতিটি পরিবারের কাছে যথাযথভাবে পৌঁছে যায় সেটি নিশ্চিত করার জন্য আমার যথেষ্ট চেষ্টা করছে।
বিটিএসের আরেক জনপ্রিয় সদস্য কিম তাই হিউং যাকে সবাই ভি বলে ডাকে তার জন্মদিনের অনুষ্ঠানের বড় একটি আয়োজনও এর জন্য করা হচ্ছে না। তারা জানিয়েছেন সাম্প্রতিক সময় বিমান দুর্ঘটনা যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা। তাই বিয়ের জন্মদিনের অনুষ্ঠান ৩০ ডিসেম্বর যেটি ছিল সেটিয়ার করা হয়নি।
উল্লেখ্য জেজু এয়ারের একটি উড়োজাহাজ যাত্রী এবং ক্রুসহকারে মন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর সেখানেই দুর্ঘটনার অবলিত হয়। এমনকি বিমানটিতে আগুনও ধরে যায়। বিভিন্ন সংবাদ মাধ্যমের জানা গিয়েছে ল্যান্ডিং গিয়ার ঠিকমতো কাজ না করায় অবতরণের সময় সেটি রান হয়ে থেকে কিছু পরিমাণে সরে যায় এবং মাটিতে স্কিপিং করে একটি দেয়ালে ধাক্কা খায়। যার কারণে সাথে সাথেই পুরো বিমানে আগুন ধরে যায়।
দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ এ ব্যাপারে সংবাদ প্রকাশে বলেছেন যে উক্ত দুর্ঘটনায় ১৭৯ জন নিহত হয়েছেন এবং মোট সদস্য ছিলেন ১৮১ জন যার মধ্যে উদ্ধার করা হয়েছে ২ জন। আর ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে সাহায্য করার জন্যই ৬৮ হাজার ডলারের অনুদান দিয়েছেন বিটিএস সদস্য জে হোপ।