বিগত বছর গুলোতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা গুচ্ছের অধীনে অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু শিক্ষার্থীদের দাবি মুখে এই পদ্ধতি থেকে বেড়িয়ে আসার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ইউনিভার্সিটির কর্তৃপক্ষ। আগামী এপ্রিল মাসের ১৯ তারিখে এবং মে মাসের ৩ তারিখে এই অ্যাডমিশন এক্সাম হবে বলেও জানা গিয়েছে।
১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় উক্ত ইউনিভার্সিটি উপাচার্যের কার্যালয়ে একটি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা একটি সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে তথ্য গুলো নিশ্চিত করেন। ২০২০-২১ শিক্ষাবর্ষ অর্থাৎ করোনাকালীন সময় থেকে গুচ্ছের অধীনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। এর মাধ্যমে প্রথম বর্ষের স্নাতক পর্যায়ে স্টুডেন্টদেরকে ভর্তি করানো হয়ে থাকে। তারপর থেকে বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা হতে থাকে এবং আপত্তি আসতে শুরু করে।
গত মাস অর্থাৎ ডিসেম্বর ১১ তারিখ হতেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন ও ইত্যাদি কমিটির পক্ষ থেকে গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে আসার জন্য আহ্বান জানানো হয় এবং স্মারক লিপি প্রদান করা হয়। তবে ৩ জানুয়ারি উপাচার্যের পক্ষ থেকে একটি ইঙ্গিত দেয়া হয় যে এবার এর ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতিতে নেয়া হবে। তারপর থেকেই ইউনিভার্সিটির স্টুডেন্টদের মধ্যে বেশ অসন্তোষ প্রকাশ পায়। দফায় দফায় স্মারকলিপি প্রদান করা হয় এবং শিক্ষকরা সভা করেও তাদের নিজস্ব পদ্ধতিতে এডমিশন এক্সাম নেওয়ার বিষয়টি জানায়। যার পরিপ্রেক্ষিতে ১৬ জানুয়ারি এই সিদ্ধান্তটি নেওয়া হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫ কবে অনুষ্ঠিত হবে
ইনস্টিটিউটের জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত সেই বিজ্ঞপ্তি মাধ্যমে জানা গিয়েছে এবারের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে:
• ১৯ এপ্রিল ২০২৫ সকাল ১০টায় সি ইউনিটের পরীক্ষা
• ৩ মে ২০২৫ সকাল ১০টায় এ ইউনিটের পরীক্ষা হবে। আবার একই দিন বেলা ৩ টায় অনুষ্ঠিত হবে বি ইউনিটের পরীক্ষা।
অনলাইনে আবেদনের সময়
ইন্টারনেটের মাধ্যমে অ্যাপ্লিকেশন করা যাবে ২ ফেব্রুয়ারি হতে ২২ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত। এমনকি সরকারি বা যেকোনো বন্ধের দিনও স্টুডেন্টরা এই অ্যাপ্লিকেশন করতে পারবে। এ নিয়ে উক্ত বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটের মাধ্যমে আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে জানা গিয়েছে।
ইনস্টিটিউটের রেজিস্টার সাংবাদিকদের কে জানান যে শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী, শিক্ষকসহ সবার দাবি এবং সবকিছু বিবেচনার পরিস্থিতিতে এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিজস্ব ব্যবস্থাপনাতে অনুষ্ঠিত হবে।