আর্থিক লেনদেনের অন্যতম মাধ্যম হচ্ছে ব্যাংক। যেকোনো ব্যাংকের ভিসা ডেবিট কার্ড পাওয়ার জন্য সুনির্দিষ্ট কিছু নিয়মকানুন রয়েছে। যদি সকল শর্তাবলী সঠিকভাবে পূরণ না হয় তাহলে আপনি কাঙ্খিত কার্ডটি নাও পেতে পারেন। ডাচ বাংলা সহ অন্যান্য ব্যাংকের এই কার্ড পেতে গেলে কি কি নিয়ম মানতে হবে সেগুলো জেনে নিন।
আপনি আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে কার্ড বা অন্যান্য সার্ভিস তখনই নিতে পারবেন যখন আপনি সেই প্রতিষ্ঠানের একজন সদস্য হবেন। বর্তমানে বহুল ব্যবহৃত ক্রেডিট, ডেবিট, ভিসা, মাস্টার ইত্যাদি কার্ড যে কোন ব্যাংক হতে নেওয়া যায়। তবে ভিসা ডেভিট বা ডেবিট কার্ড নেওয়া অনেকটা সহজ হলেও ক্রেডিট কার্ড নেওয়ার জন্য রয়েছে আরও বেশ কিছু শর্ত। ক্রেডিট কার্ডের বিষয় ইতিমধ্যে বিস্তারিত বর্ণনা আমার ওয়েবসাইটে প্রকাশ করেছি। আপনি চাইলে সেটি পড়তে পারেন।
যেকোনো ব্যাংকের ভিসা ডেবিট কার্ড পাওয়ার উপায়
প্রথমে আপনাকে সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে যেতে হবে। তারপর একটি অ্যাকাউন্ট করতে হবে। চাইলে নিজের নামে সেভিংস একাউন্ট করতে পারেন। সেভিংস অ্যাকাউন্টের সুবিধা হচ্ছে যখন খুশি টাকা রাখতে পারবেন এবং যখন খুশি উত্তোলন করতে পারবেন। একই সাথে বার্ষিক লেনদেনের উপর ভিত্তি করে একটি ইন্টারেস্ট প্রদান করা হয়।
এছাড়াও ব্যবসায়ের প্রতিষ্ঠানের নামে কারেন্ট একাউন্ট কিংবা বিজনেস অ্যাকাউন্টও করা যায়। এক্ষেত্রে অবশ্যই বৈধ বিজনেস এবং সংশ্লিষ্ট লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র দাখিল করতে হয়।
তাছাড়া হিসাব খোলার সময় ভোটার আইডি কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, নমিনীর কাগজপত্র, চাকরিজীবী হলে অফিসের আইডি কার্ড ট্যাক্সের কাগজ ইত্যাদি সাবমিট করতে হতে পারে।
সকল প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে সফলভাবে একটি ব্যাংক একাউন্ট খোলা হয়ে যাবে। আর সেই অ্যাকাউন্ট হতে অর্থ উত্তোলনের জন্য আপনি একটি ব্যাংকের ভিসা ডেবিট কার্ডের জন্য আবেদন করতে পারেন। সাধারণত প্রতিটি অ্যাকাউন্টের বিপরীতে যে কার্ডটি ইস্যু করা হয় সেটি হচ্ছে ডেবিট কার্ড। যে কর্মকর্তা আপনার এ সকল কাজ করে দেবে তাকে বলতে হবে যে আপনি একটি ভিসা ডেবিট কার্ড নিতে চান।
ভিসা ডেবিট কার্ডের সুবিধা কি কি
এ অন্যতম শুভেচ্ছা হচ্ছে এটির মাধ্যমে অন্য যেকোনো ব্যাংকের এটিএম বুথ থেকে অর্থ উত্তোলন করা যায়। আপনি যখন একটি এটিএম বুথে যান তখন এর গায়ে অবশ্যই ভিসার লোগোটি দেখতে পারবেন। এই ধরনের ভিসার লোগো যত সকল এটিএমএ রয়েছে সে সকল এটিএম বুথ থেকে আপনি কার্ডটি ব্যবহার করে টাকা ক্যাশ করতে পারবেন।
এমনকি POS এবং ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে আপনি কোন ধরনের ক্যাশ ছাড়াই কেনাকাটা করতে পারবেন। বিশেষ করে বিভিন্ন ধরনের সুপার শপ, রেস্টুরেন্ট এবং শপিংমল গুলোতে এই কার্ডের মাধ্যমে কেনাকাটা করা যায়।
তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ধরুন আপনি ডাচ বাংলা ব্যাংকের ভিসা ডেবিট কার্ড নিয়েছেন। এখন আপনি যদি dbbl ব্যাংকের এটিএম বুথ হতে অর্থ উত্তোলন করেন তাহলে নির্দিষ্ট সীমার মধ্যে কোন চার্জ প্রযোজ্য হবে না। কিন্তু যদি অন্য কোন ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করেন তাহলে উত্তোলনকৃত টাকার উপর একটি নির্দিষ্ট চার্জ প্রযোজ্য হবে।