সাত কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

রাজধানী ঢাকার ৭ জাতীয় বিশ্ববিদ্যালয়কে নিয়ে গঠিত হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ডিসিই। নতুনভাবে গঠিত এই প্রতিষ্ঠানটি চলবে হাইব্রিড মডেলে। ঘোষণা অনুযায়ী সর্বমোট ৪০ শতাংশ ও ক্লাস হবে অনলাইনে এবং বাকির ৬০% ক্লাস উপস্থিত হওয়ার মাধ্যমে। সেই সাথে একটি কলেজের সব ডিপার্টমেন্টের ক্লাস হবে না। আলাদা আলাদা কলেজে থাকতে পারে আলাদা আলাদা বিভাগ।

যেমন সরকারি তিতুমীর কলেজে হয়তোবা শুধুমাত্র ব্যবসায় ইউনিটের ক্লাস নেওয়া হবে। এভাবে অন্যান্য কলেজে অন্যান্য ডিপার্টমেন্টের চলমান অবস্থায় থাকবে। আর বাকি কার্যক্রম গুলো কিভাবে পরিচালিত হবে সে ব্যাপারে ইতিমধ্য একটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কমিটির কাজ করছে। গত রবিবার শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে এই নামটিও চূড়ান্ত করা হয়েছে। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের মডেল নিয়ে এখনো আলাপ আলোচনা চলমান অবস্থায় রয়েছে।

উক্ত আলোচনায় উপস্থিত এক শিক্ষার্থীদের প্রতিনিধি সাংবাদিকদের কে জানান যে সবকিছু বিবেচনা রেখে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামটি নির্ধারণ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে এই সাতটি কলেজের সর্বমোট শিক্ষার্থী রয়েছে প্রায় ২ লক্ষ। সেই সাথে শিক্ষক রয়েছে প্রায় ১ হাজারেরও অধিক।

ন্যাশনাল ইউনিভার্সিটির অধীন থেকে সরিয়ে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত করা হয়েছিল এই কলেজগুলো। তারপর থেকেই নানা ধরনের দাবি করে আসছিলেন কলেজের শিক্ষার্থীরা। সর্বশেষ এই সমস্যাগুলো পুঞ্জিভূত হয়ে বেশ বড় আকার ধারণ করে। জানুয়ারি মাসে ঢাকা ইউনিভার্সিটি আবারো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার জন্য আলোচনা শুরু হয়। এমনকি চলতি বছরের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তিতেও এমনটাই তথ্য জানানো হয়েছিল। কিন্তু গতকালের একটি সভায় এই প্রতিষ্ঠানগুলোকে একত্রিত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি করার মতামত আসে। এমনকি এরপরে প্রদর্শনের শিক্ষার্থীরাও বেশ উল্লাস প্রকাশ করেছেন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিভাবে পরিচালিত হবে

ইডেন মহিলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ বাদে বাকি প্রতিষ্ঠানগুলোতে অনার্স কিংবা মাস্টার্সের পাশাপাশি উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরাও ভর্তি হয়ে থাকে। এমনকি ঢাকা কলেজ সহ অন্যান্য প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিকের পড়ালেখার মানুষের জন্য বেশ সুপরিচিত। এ সকল প্রতিষ্ঠানে শিক্ষকরা বিসিএসের শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। এক্ষেত্রে মডেলটি কেমন হবে সে ব্যাপারে এখনো পরিকল্পনা হচ্ছে।

উল্লেখ্য এখন প্রতিটি কলেজের এই বিভিন্ন ডিপার্টমেন্টে আলাদা আলাদা ক্লাস নেয়া হচ্ছে। কিন্তু পরিকল্পনা অনুযায়ী একটি কলেজে সকল ডিপার্টমেন্ট করানো হবে না। কলেজগুলোতে আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকবে। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কোন কলেজে কি কি বিভাগ থাকবে সে ব্যাপারে এখন পর্যন্ত আলোচনা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে সরকারি বাংলা কলেজে মানবিক বা আর্টস ডিপার্টমেন্টের ক্লাসগুলো থাকতে পারে। সে ক্ষেত্রে সরকারি কলেজে বিজনেস ডিপার্টমেন্ট থাকতে পারে। তবে যখন ঘোষণা প্রদান করা হবে তখনই নিশ্চিত ভাবে জানা।

মঞ্জুরি কমিশনের এ কর্মকর্তা সাংবাদিকদের কে জানান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নাম ঠিক হওয়ার পর এখনো অনেক কাজ বাকি রয়েছে। তার মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করা। তারপর সেটি মন্ত্রণালয়ের সহায়তায় খসড়া করা হবে এবং পরবর্তীতে সরকারের অধ্যাদেশ জারি করতে হবে।

তবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বা আগের কলেজে বিভিন্ন শিক্ষাবর্ষের সকল কার্যক্রম চলমান থাকবে। সেই সাথে পুরোপুরি ভাবে বিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত কলেজের অধ্যক্ষ কে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করে অন্তর্ভুক্ত ব্যবস্থা চালু করার হতে পারে বলে জানা গিয়েছে।

Leave a Comment