ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া কত টাকা

পৃথিবীর জুড়েই কক্সবাজার সমুদ্র সৈকতের জনপ্রিয়তা ব্যাপক। অফিস থেকে ছুটি কিংবা একটু অবসর পেলেই সবাই ছুটে সমুদ্রের অসাধারণ সৌন্দর্য উপভোগ করার জন্য। বাস, ট্রেন, প্রাইভেটকার ইত্যাদি পথে তো যাওয়া যায়। অনেকে ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া করেও দিয়ে থাকেন। তবে ১টি প্লেনের টিকেটের দাম কত সেটি আবার অনেকেই জানেন না। যার কারণে বাজেট এবং প্ল্যান করতে বেশ অসুবিধা হয়।

যদিও আকাশ পথে যাতায়াত করা বেশ ব্যয়বহুল বিষয় তবুও সময় বাঁচে অনেক। এমনকি বিজনেসের কাজে অনেকেই এই রুটে যাতায়াত করে থাকেন। কেউবা বাজেট বাড়িয়ে সখের বসে উড়োজাহাজে চলে দেখেন।

ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া ২০২৫

বাস ট্রেন কিংবা প্রাইভেট কারে যেতে চাইলে কমপক্ষে ৭ থেকে ৮ ঘন্টা সময় প্রয়োজন হবে। ট্রেনের সময় আরো বেশি লাগতে পারে। যারা স্বল্প সময়ে যেতে চান তার জন্য উড়োজাহাজের বিকল্প নেই। এতে করে আপনার সর্বোচ্চ সময় লাগবে ১ ঘন্টা থেকে ১ ঘন্টা ৩০ মিনিট।

ট্রেন এবং বাসের খবর আমরা স্টেশনে গেলে এই কিংবা কল করলে জানতে পারি। কিন্তু বিমান ভাড়া এবং এর সিডিউল কোথায় জানবেন? সে সম্পর্কে আমি জানাতে এসেছি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া জনপ্রতি হচ্ছে ৩৫০০ টাকা থেকে ১১ হাজার টাকা পর্যন্ত। এই মূল্য নির্ধারিত হয়ে থাকে সেটের ক্যাটাগরি এবং সময়ের উপর। সেই সাথে এয়ারলাইন্সের গুলোর মধ্যেও মূল্য তালিকার কিছুটা পার্থক্য থাকে।

২০২৫ সালে আপনি ইউএস-বাংলা এয়ারলাইন্সের মাধ্যমে আকাশ পথে যদি কক্সবাজারে ভ্রমণ করতে চান তাহলে আপনাকে গুনতে হবে ৪,২০০ টাকা থেকে ১০,৫০০ টাকা পর্যন্ত।

তুলনামূলকভাবে বিমান ভাড়া কম। জনপ্রতি ৩ হাজার ৯০০ টাকা থেকে ৯,০০০ টাকা হলেই আপনি ভ্রমণ করতে পারবেন

অর্থাৎ মোটামুটি ৩৫০০ টাকা থেকে শুরু করে ১২,০০০ টাকার মধ্যে আপনি যেকোন এয়ারলাইন্স এবং বিভিন্ন ক্যাটাগরিতে ভ্রমণ করতে পারবেন।

বিমানে কক্সবাজার যাওয়ার সময়সূচী

ট্রেন এবং বাসের মতো আপনাকে এই রুটেও যথাযথ সময়সূচি মেনে চলতে হবে। ব্যক্তিগত গাড়ি অর্থাৎ প্রাইভেটকার ছাড়া যে কোন পাবলিক যানবাহনে নির্ধারিত সময় মেনে চলে।

জনপ্রিয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই রুটে একটি ফ্লাইট রয়েছে এবং সপ্তাহে ৬টি ফ্লাইট রয়েছে।

যার মধ্য BG-433 ঢাকা থেকে আকাশ পথে রওনা দেয় সকাল ১১ টায়। আবার BG-434 ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয় দুপুর ১২ঃ৩৫ মিনিটে।

প্রতিটি এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি তাদের সিডিউল সম্পর্কে জানতে পারবেন। এর জন্য প্রয়োজন internet সংযোগ এবং মোবাইল অথবা ল্যাপটপ। যেকোনো প্রয়োজনে ওয়েবসাইট হতে কাস্টমার প্রতিনিধির নম্বর নিয়ে সরাসরি কথা বলে সমাধান করতে পারবেন।

ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া জানার পর আপনাদের ট্যুর বাজেট করতে এখন অনেক সুবিধা হবে। সেই সাথে সময় সম্পর্কেও সচেতন থাকতে হবে। কারণ একবার ফ্লাইট মিস করলে অযথা সময় অপচয় হবে।

Leave a Comment