পরিবার কিংবা ব্যক্তিগত কেনাকাটার জন্য আমরা সাধারণত ছুটির দিন গুলোকে বেছে নেই। কারণ চাকরী, ব্যবসা বা অন্যান্য কারণে হয়তোবা আমরা তেমন সময় বের করতে পারি না। কিন্তু আপনি যেদিন বের হবেন সেদিন কি কাঙ্ক্ষিত দোকান কিংবা মার্কেট গুলো খোলা পাবেন কিনা সেটিও জানা জরুরী। তা না হলে এত কষ্ট করে গিয়ে কোন লাভ হবে না। আজকে আমরা জানবো ঢাকা নিউ মার্কেট কবে বন্ধ থাকে এবং কিভাবে সেখানে যেতে পারেন।
রাজধানী ঢাকা ও বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় এবং বড় মার্কেট হচ্ছে নিউমার্কেট। এটি রাজধানীর আজিমপুর এলাকায় অবস্থিত। সাধারণ মানুষদের মধ্যেও এটির জনপ্রিয়তা ব্যাপক। কারণ এখানে অল্প দামে এবং যেকোনো ধরনের পণ্য খুবই সহজে পাওয়া যায়। তাইতো ঢাকা এবং এর আশেপাশের সকল এলাকা থেকেই হাজার হাজার মানুষ এখানে কেনাকাটা করতে আসেন। তবে এটি সপ্তাহের প্রতিদিনে খোলা থাকে না। তাই মার্কেট করতে আসার আগে ভালোভাবে এর সময়সূচী সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন।
ঢাকার নিউ মার্কেট কবে বন্ধ থাকে এবং কবে খোলা থাকে
সপ্তাহের একদিন রবিবার ঢাকার নিউমার্কেট সারাদিন বন্ধ থাকে। পরের দিন অর্থাৎ সোমবার বিকাল ২ টার পর খোলা হয়। অর্থাৎ রবিবার ১৫ দিন এবং সোমবার সকাল থেকে বিকেল ২ টা পর্যন্ত নিউমার্কেট বন্ধ থাকে। তাছাড়া সপ্তাহের প্রতিটি দিন এটি খোলা থাকে।
তাই আপনি যদি এখানে আসেন তাহলে রবিবার দিন পরিহার করতে হবে। সেই সাথে সোমবারে যদি আসেন তাহলে অবশ্যই দুপুর ২ টার দিকে আসতে হবে কারণ সকাল বেলা এটি বন্ধ থাকে। এই সময় ছাড়া আপনি যে কোনদিন ঢাকার নিউমার্কেটে আসতে পারেন কেনাকাটার জন্য। আবার বিভিন্ন ছুটির দিন উপলক্ষে এর সময়সূচি কিছুটা পরিবর্তন হয়। সে সম্পর্কে সকল আপডেট আপনারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমেই জানতে পারবেন। আবার সপ্তাহের শুক্র-শনিবার অর্থাৎ যেদিন অন্যান্য অফিস আদালত বন্ধ থাকে সেদিনগুলোতে এখানে বেশ ভিড় হয়।
চট্টগ্রাম নিউ মার্কেট কবে খোলা থাকে
রাজধানী ঢাকার মতো দেশের অন্যতম একটি শহর চট্টগ্রামেও একটি নিউ মার্কেট রয়েছে। চট্টগ্রামের স্থানীয় লোকেদের কাছে এটি খুবই পছন্দের জায়গায় এবং এখনকার বিভিন্ন পণ্যের দামও বেশ কম। তবে এটি থাকার মত অতটা জনপ্রিয় নয়। চট্টগ্রাম নিউমার্কেট কবে খোলা থাকে সেটি আপনারা খুব সহজে বুঝতে পারবেন কারন এটিও ঢাকার মতই। অর্থাৎ রবিবার পুরো দিন এবং সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এটি বন্ধ থাকে।
ঢাকার অন্যান্য মার্কেটের বন্ধরের সময়সূচি
• উত্তরা, বনানী, গুলশান এলাকার মার্কেট গুলি সাধারণত সোমবারে বন্ধ থাকে।
• পুরান ঢাকার চকবাজার এবং বংশাল মার্কেট মঙ্গলবাড় বন্ধ থাকে।
• মিরপুর এবং মোহাম্মদপুর শ্যামলী মার্কেট গুলো বুধবারে বন্ধ থাকে।
• পান্থপথ, বসুন্ধরা, ধানমন্ডি ইত্যাদি মার্কেট গুলো সাধারণত শুক্রবারে বন্ধ থাকে।
কেনাকাটার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য
আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন নিউ মার্কেট কবে বন্ধ থাকে। সেই সাথে আপনাদের এ সকল মার্কেটে কেনাকাটার সম্পর্কে কিছু তথ্য জানা অবশ্যই প্রয়োজন। আপনারা জানেন রাজধানীর এ সকল এলাকা গুলোতে ছুটির দিন অথবা বিকেল বেলা যানজটের পরিমাণ অনেক বেশি থাকে। তাই বের হওয়ার আগে অবশ্যই যথাযথ প্রিপারেশন এবং সময় নিয়ে বের হবেন।
সেই সাথে এই সকল শপিংমল গুলোতে যেহেতু ফিক্সড প্রাইজের দোকানের বাইরে অনেক দোকান থাকে তাই যে কোন পণ্য দাম দূর করে কেনা উচিত।। তা না হলে কিনে ঠকে যেতে পারেন।