দূরবর্তী কোনো গন্তব্যস্থলে যাত্রা শুরু করার আগে সেই স্থানের ট্রেন, বাস ইত্যাদির সময় এবং ভাড়া সম্পর্কে জেনে নেওয়ার প্রয়োজন হয়। এতে করে রাস্তায় অসুবিধার সম্মুখীন হওয়া থেকে বাঁচা যায়। তাই তো আজকে ঢাকা টু রংপুর ট্রেনের সময়সূচী এবং টিকেটের দাম নিয়ে আলোচনা করব।
উত্তরবঙ্গ অর্থাৎ রংপুর, দিনাজপুর ইত্যাদি এলাকা হতে ঢাকায় অনেক মানুষ বসবাস করেন। এদের মধ্যে কেউ কেউ আবার নিয়মিত ঢাকা টু রংপুর ট্রেনের মাধ্যমে যাতায়াত করে থাকেন। আবার অনেক যাত্রী আছে ট্রেন থেকে বাস যাত্রায়ই বেশি স্বাচ্ছন্দ বোধ করেন। দুইটি যানবাহনেরই আলাদা আলাদা সুবিধা এবং অসুবিধা রয়েছে। যেহেতু ঢাকা থেকে রংপুর এর দূরত্ব অনেক তাই আগে থেকেই প্রিপারেশন নেওয়ার প্রয়োজন হয়। সেই সাথে টিকেট অগ্রিম কেটে রাখতে হয় এমন এছাড়াও রয়েছে নানা ধরনের প্রস্তুতি।
ঢাকা টু রংপুর ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
আপনারা যারা ইন্টারনেটে ঢাকা টু রংপুর ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা খুঁজছেন তারা নিচের পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
বর্তমানে ঢাকা থেকে উত্তরবঙ্গ অর্থাৎ রংপুর রোডে ২টি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে। যার মধ্যে একটি নাম হচ্ছে রংপুর এক্সপ্রেস এবং অপরটির নাম হচ্ছে কুড়িগ্রাম এক্সপ্রেস। দুটি জেলার নাম অনুসারে এই ট্রেনের নাম রাখা হয়েছে।
ঢাকা টু রংপুর ট্রেনের সময়সূচী
মূলত উপরের তো দুটি ট্রেনই ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যায়।
এই ট্রেনের নামটি রাখা হয়েছে রংপুর জেলার নামে। বাংলাদেশ রেল মন্ত্রণালয়ের তালিকা সুচি অনুযায়ী রংপুর এক্সপ্রেস ট্রেনটির ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে সকাল ৯ঃ১০ মিনিটে যাত্রা শুরু করে। আর রংপুর স্টেশনে গিয়ে পৌঁছায় সন্ধ্যা ৭ঃ৫ মিনিটে।
অর্থাৎ দীর্ঘ ১০ ঘণ্টা সময় লাগে রংপুরে পৌঁছাতে।
সেই সাথে রংপুর এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন হচ্ছে সোমবার। প্রতিটি আন্তঃনগর ট্রেনে সপ্তাহে ১দিন বন্ধ থাকে কারণ এটির মেরামত, পরিস্কার পরিছন্নতা এবং অন্যান্য কাজ করতে হয়।
রংপুর এক্সপ্রেস টিকিটের দাম
১। শোভন চেয়ার ৬৩৫ টাকা
২। স্নিগ্ধ সিট ১২১৪ টাকা
৩। এসি সিট ভাড়া ১৪৫৫ টাকা
এই ভাড়া গুলিও বাংলাদেশ রেল মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত।
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
এটির নামও রাখা হয়েছে কুড়িগ্রাম জেলার নাম অনুসারে। অত্যন্ত আরামদায়ক এবং বিলাসবহুল এই ট্রেনটি কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যায় রাত ৮ঃ৪৫ মিনিটে। এই সময়সূচি বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের তালিকা অনুযায়ী আমি আপনাদের সাথে আলোচনা করছি।
আর রংপুরে গিয়ে পৌঁছায় ভোর ৪ঃ৫৫ মিনিটে। রংপুর পৌছাতে এই ট্রেনটির সময় লাগে প্রায় ১০ ঘণ্টার মতো।
আশা করি ঢাকা টু রংপুর ট্রেনের সময়সূচী সম্পর্কে আপনারা ধারনা লাভ করতে পেরেছেন। কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ও সাপ্তাহে ১ দিন বন্ধ থাকে আর যেটি হচ্ছে বুধবার।
কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
১। একটি শোভন চেয়ারের ভাড়া রেল মন্ত্রণালয় হতে নির্ধারণ করা হয়ে ৫৮৫ টাকা।
২। স্নিগ্ধ সিটের ভাড়া ১১২২ টাকা
৩। এসি কেবিনের ভাড়া ২০১৩ টাকা
ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে রংপুর স্টেশনের দূরত্ব ৩০৭ কিলোমিটার। এটি একটি দীর্ঘ যাত্রার পথ। তাই ঢাকা টু রংপুর ট্রেনের সময়সূচি ছাড়াও আপনাদের অন্যান্য কিছু বিষয়ে জানা থাকা উচিত।
যেহেতু ১০ ঘন্টার একটি দীর্ঘ পথ কোনোভাবেই দাঁড়িয়ে কিংবা ছাদে চড়ে ভ্রমণের সিদ্ধান্ত নিবেন না। যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এমনকি টিকেট ছাড়াও ভ্রমণ করা একদমই উচিত নয়। এ বিষয়ে বাংলাদেশের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে বারবার সতর্ক করা হয়ে থাকে।
আর আপনি চাইলে ঢাকা টু রংপুর ট্রেনের টিকেট অনলাইন থেকে ক্রয় করতে পারেন।