ইন্টারনেট এবং ওয়েবসাইটের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। নানা কাজেই আমরা খবর, ই-কমার্স সাইট, facebook, সরকারি কাজ ইত্যাদির জন্য বিভিন্ন ধরনের ইন্টারনেট ভিত্তিক সাইটে ভিজিট করি। আপনি যদি এতোটুকু ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই ডোমেইন ও হোস্টিং সম্পর্কে কিছুটা ধারণা রয়েছে। বাকি বিষয় গুলো জানার জন্য নিচের লেখাটি পড়ুন।
ডোমেইন কাকে বলে
ধরুন আপনি আজকে ইউটিউবে ওয়েব সাইটে ভ্রমন করেছেন। যদি আপনি মোবাইল অথবা কম্পিউটারের ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করে থাকেন তাহলে নিশ্চয়ই উপরে youtube.com লেখাটি দেখেছেন। আর যদি অ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে এই ডোমেইনটি না দেখারই কথা।
অথবা আপনি যেকোনো একটি সংবাদ পত্রিকা যেমন বিডিনিউজ টোয়েন্টিফোর ভিজিট করেছেন। যখন আপনি এড্রেস বা লক্ষ্য করবেন তখন সেখানে www.bdnews24. com লিখা রয়েছে। এরকম ভাবে প্রতিটি সাইটারই আলাদা একটি নাম থাকে। আর এই নাম ব্যতীত যদি অন্য কোন নাম কিংবা নামের বানান যদি ভুল হয়ে থাকে তাহলে সেই ওয়েবসাইটে প্রবেশ করা যায় না। আর এই নামটিকেই মূলত ডোমেইন বলা হয়ে থাকে। ডোমেইন ও হোস্টিং প্রতিটি ওয়েবসাইটের জন্য উভয়ই খুবই গুরুত্বপূর্ণ।
তবে ডট কম ছাড়াও আরো বিভিন্ন ধরনের এক্সটেনশন থাকতে পারে। যেমন: net, info, xyz, org, co, in, gov ইত্যাদি।
অর্থাৎ সে প্রতিষ্ঠান অথবা সাইটের নামের শেষে এই ধরনের এক্সটেনশন গুলি ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত ডোমেইনের সাফিক্স বলা হয়।
কি জন্য ডোমেইন কেনার দরকার হয়
আমরা জানি পৃথিবীতে লক্ষ লক্ষ ওয়েবসাইট রয়েছে। প্রতিটি ওয়েবসাইটের জন্যই আলাদা একটি আইপি কিংবা ঠিকানা বরাদ্দ থাকে। এই আইপি অনেকটা আমাদের ভোটার আইডি কার্ডের নম্বরের মত কাজ করেন। যেটার মাধ্যমে একটি ডিভাইস কিংবা ওয়েবসাইটকে অন্যান্য গুলি হতে সহজে আলাদা করা যায়।
আর এই আইপি গুলো সাধারণত মনে রাখা বেশ কঠিন বিষয়। আর এটি দ্বারা সহজে একটি ওয়েবসাইট সম্পর্কে ধারনা পাওয়া যায় না। তাই প্রতিটি ওয়েবসাইটের জন্য অর্থাৎ আইপির বিপরীতে আলাদা একটি নাম নির্বাচন করা হয়। এই নামটি সাধারণত সরাসরি সেই আইপিটাকে নির্দেশ করে। একটি আইপি কিংবা মোবাইল নম্বরে যেমন কোন একটি সংখ্যা ভুল হলে অন্য নাম্বারে চলে যায় ঠিক তেমনি ভাবে ডোমেইনের ক্ষেত্রেও একটি অক্ষর ভুল হলে কাঙ্খিত ওয়েবসাইটে প্রবেশ করা যাবে না।
বর্তমানে একটি স্ট্যান্ডার্ড মানের ডট কম ডোমেইন কিনতে ১২০০ থেকে ১৪০০ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে।
হোস্টিং কাকে বলে ও এর ব্যবহার কি
আপনার মোবাইলে যত ছবি ভিডিও ও অন্যান্য ডকুমেন্টস রয়েছে সেগুলো নিশ্চয়ই একটি মেমোরি কার্ড অথবা মোবাইলের স্টোরেজে থাকে। ঠিক তেমনিভাবে একটি ওয়েবসাইটের সকল কনন্টেন যেমন ভিডিও, ছবি ইত্যাদি রাখার জন্য একটি জায়গা প্রয়োজন হয়। আর সে জায়গা তো আপনার কম্পিউটার কিংবা মোবাইল থেকে নিলে হবে না। কারণ আপনার ওয়েবসাইটের সকল কন্টেন্ট গুলি পৃথিবীর যে কোন জায়গা থেকে একজন ব্যক্তি দেখতে পারবে। তাই এর জন্য একটি ভার্চুয়াল কিংবা ইউনিভার্সাল জায়গার প্রয়োজন হয়।
ওয়েবসাইটের জন্য এই জায়গা থেকেই বলা হয় হোস্টিং। আশা করি এবার আপনারা ডোমেইন ও হোস্টিং কাকে বলে সেটা সম্পর্কে সুস্পষ্টভাবে জানা লাভ করতে পেরেছেন। বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যারা হোস্টিং বিক্রি করে থাকে। সাধারণত মাসে অথবা বার্ষিক ভিত্তিতে এই হোস্টিংয়ের বিল প্রদান করতে হয়।