পৃথিবীর অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। এমন একটি সময় ছিল যখন এখানে শুধুমাত্র লিখা আর ছবি পোস্ট করা যেত। সেই সাথে মেসেজে শুধু চ্যাট করা যেত। কিন্তু সময়ের সাথে সাথে এটি অনেক আপডেট হয়েছে যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ভিডিও নাটক, ভিডিও ইত্যাদি দেখতে পারি। আবার মোবাইলে অনেকেই ফেসবুক ভিডিও ডাউনলোড করার উপায় জানতে চান। কারণ পছন্দের ভিডিও যদি একবার চোখের সামনে আসে তাহলে সেটি গ্যালারিতে সেভ করার প্রয়োজন পড়ে অনেকেরই।
ফেসবুক ভিডিও ডাউনলোড করার উপায় কি
আপনি বিভিন্ন উপায়ে এখান থেকে ভিডিও গ্যালারিতে সেভ করতে পারেন। কিন্তু ফেসবুকের অফিশিয়াল পদ্ধতিতে আপনি এটি কখনোই সেভ করতে পারবেন না। কারণ facebook কর্তৃপক্ষ এ ধরনের কোন অপশন দেয়নি। ভাই আপনাকে অন্য কোন ওয়েবসাইট কিংবা অ্যাপের সাহায্য নিতে হবে ফেসবুক ভিডিও ডাউনলোড করার জন্য।
ব্রাউজারের মাধ্যমে ফেসবুক ভিডিও ডাউনলোড করার উপায়
এজন্য আপনি প্রথমে google এ প্রবেশ করবেন। প্রবেশ করে ফেসবুক ভিডিও ডাউনলোড লিখে সার্চ করবেন। এটি আপনি ইংরেজি অথবা বাংলায় উভয় ভাষাতেই সার্চ করতে পারেন। এরপর আপনার সামনে ফেসবুক ভিডিও ডাউনলোড করার বিভিন্ন ধরনের ওয়েবসাইট আসবে।
আপনি গুগল সার্চের তালিকার প্রথম ১, ২ অথবা ৩ নম্বরে যেকোনো একটিতে প্রবেশ করবেন। আপনি যেকোনো ধরনের ওয়েবসাইটে প্রবেশ করেন না কেন ফেসবুক ভিডিও ডাউনলোড করার নিয়ম একই রকমের।
ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনার কাঙ্ক্ষিত ভিডিওটির এড্রেস চাইবে। আপনি যখন একটি ফেসবুক ভিডিও ডাউনলোড করতে চাইবেন তখন সেই ভিডিওটি ডান পাশের ওপরের থ্রি ডট একটি অপশন দেখতে পারবেন। আপনি ভিডিওটির এড্রেস কপি করার অপশনটি পেয়ে যাবেন।
বর্তমানে ফেসবুকে নতুন আপডেটে ভিডিওর নিচে এড্রেস কপি করার একটি আলাদা বাটনও দেওয়া থাকে। আপনি চাইলে সেখান থেকেও এটি কপি করতে পারেন।
যাইহোক ভিডিও অ্যাড্রেস কপি করা শেষ হলে কাঙ্খিত ওয়েবসাইটের নির্ধারিত জায়গায় এড্রেসটি টেস্ট করুন। তারপর পাশের ডাউনলোড বাটনে চাপ দিন। এর সাথে সাথেই আপনি ভিডিওটি ডাউনলোড করার অপশনও পেয়ে যাবেন। তারপর আপনার সুবিধামতো রেজুলেশনে ভিডিওটির গ্যালারিতে সেভ করুন।
ফেসবুক ভিডিও ডাউনলোড করার অন্যান্য মাধ্যম
বর্তমানে অনেক অ্যাপ রয়েছে যেগুলোর মাধ্যমেও ফেসবুক ভিডিও ডাউনলোড করা যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সকল সফটওয়্যার গুলি আপনার ব্যক্তিগত তথ্যের জন্য নিরাপদ নয়। তাই যত্রতত্র অ্যাপ ব্যবহার না করে আমি উপরে যে পদ্ধতি বর্ণনা করার চেয়ে সেটি অনুসরণ করুন। এর জন্য আপনি গুগল ক্রোম, অপেরা যে কোন ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করতে পারেন।