রাস্তায় যানবাহন চালানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাগজ হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। পেশাদার কিংবা অপেশাদার উভয় ধরনের ব্যক্তিদেরই গাড়ি চালানোর জন্য এই বৈধতা অবশ্যই প্রয়োজন। তবে নতুন করে একটি ঘোষণা এসেছে যে নির্ধারিত সময়ের মধ্যে এই লাইসেন্স ও সার্টিফিকেট যদি না করা হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এই তথ্যটি জানিয়েছেন।
গত ১১ জানুয়ারির শনিবার দুপুরে বাংলাদেশ বিআরটিএর ভবনের পরিদর্শনের ও কনফারেন্সের সময় এই কথাটি বলেন উপদেষ্টা মোঃ ফাওজুল কবির খান। তিনি আরো জানান যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে এবং ফিটনেস সার্টিফিকেট রয়েছে তাদের সেটি রিনিউ করার আগে বিআরটিএর পক্ষ থেকে একটি টেক্সট মেসেজ করা হবে। সেখানে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার তারিখ জানিয়ে দেওয়া হবে অথবা শেষ সময় সম্পর্কে জানানো হবে।
ড্রাইভিং লাইসেন্স নবায়ন নিয়ে নতুন খবর
এসএমএসে সেই নির্ধারিত সময়ের মধ্যে যদি ড্রাইভিং লাইসেন্স নবায়ন না করা হয় তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে। এ ব্যাপারে বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে নির্দেশনা দেয়া হয়েছে। এমনকি এটিও বলা হয়েছে যে রাস্তায় যদি কোন দুর্ঘটনা ঘটে এবং সেটির কারণ যদি গাড়ির ফিটনেস এবং চালকের লাইসেন্সের দায়ী থাকে তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে সরাসরি দায়ী করা হবে। এমনকি দুর্ঘটনায় নিহত ব্যক্তির দায়িত্ব তার উপরে আসবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ সময় সড়ক ও পরিবহন উপদেষ্টা আরো জানান যে বাংলাদেশের সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার জন্য ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহনের ফিটনেসের বিষয় কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সেগুলো কিভাবে করতে হবে এবং কতদিনের মধ্যে সম্পন্ন করতে হবে তার জন্য একটি ম্যাট্রিক্স দাঁড় করানো হয়েছে। এমনকি সকল বিষয় গুলো নিয়মিত ও পর্যবেক্ষণ করা হবে।
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার ব্যাপারে আরও একটি সুখবর দেওয়া হয়। চার লাখ ড্রাইভিং লাইসেন্স যেগুলো আটকে আছে সেগুলো আগামী মার্চ মাসের মধ্যে দেয়া হবে বলে তিনি সাংবাদিকদের কে জানিয়েছেন। এমনকি ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহনের ফিটনেস ইস্যু করার যে সিস্টেম সেটি বেশ কঠিন এবং জটিল। তাই এই কাজটি কিভাবে সহজে এবং কম সময়ের মধ্যে করা যায় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
যার জন্য চালকদের প্রশিক্ষণের বিষয়টিও উপর জোর দেয়া হয়েছে। অর্থাৎ কোন ব্যক্তি পেশাদার কিংবা অপেশাদার লাইসেন্সের জন্য যখন আবেদন করে তখন তার আগে একটি প্রশিক্ষণ দরকার হয় যার মাধ্যমে সে সকল নিয়মকানুন এবং গাড়ি চালানো শিখতে পারে।