কবে অনুষ্ঠিত হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

গত ১৫ অক্টোবর মঙ্গলবার প্রকাশিত হয়েছে এইচএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফল। এই পরীক্ষা শেষ করার পর শিক্ষার্থীদের একমাত্র প্রিপারেশন থাকে এডমিশনের। তাইতো অনেকে জানতে চাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে। যেহেতু ইতিমধ্য ফলাফল দিয়ে দেওয়া হয়েছে তাই খুব শীঘ্রই ঘোষণা আসতে পারে এ ব্যাপারে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিষয় গুলি নিয়ে আলোচনা চলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্য। এ নিয়ে গত সোমবার একটি সভা অনুষ্ঠিত হয়। যেখান থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে আগামী ডিসেম্বর মাসেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

তবে নির্দিষ্ট কোন তারিখ এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। শুধুমাত্র সম্ভাব্য দিনক্ষণ হিসেবে ডিসেম্বরের শেষ সপ্তাহকে বিবেচনায় রাখা হয়েছে। এ নিয়ে অবশ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে মধ্য সভা অনুষ্ঠিত করা হলে সেখান থেকে বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ সম্পর্কে জানা যাবে।

কবে অনুষ্ঠিত হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বরাবরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বমোট চারটি ইউনিটের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা করা হবে। যেগুলোর মধ্যে রয়েছে ব্যবসায় শিক্ষায ও চারুকলা ইউনিট, বিজ্ঞান ইউনিট, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং কলা ইউনিট। শুধুমাত্র চারকলা বিভাগের পরীক্ষা ছাড়া বাকি তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকার পাশাপাশি সারা বাংলাদেশের ৮ টি বিভাগীয় শহরের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত করা হবে।

শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই ইউনিভার্সিটিতে সবারই আকাঙ্খা থাকে ভর্তি হবার জন্য। সাধারণত চারুকলা ইউনিটে আর্ট সম্পর্কিত বিষয়াদি রয়েছে। অন্যান্য ডিপার্টমেন্টের মতো এরও বেশ জনপ্রিয়তা রয়েছে সাধারণ শিক্ষার্থীদের মাঝে।

এই বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর, রাজশাহী, চিটাগাং ইত্যাদি পাবলিক বিশ্ববিদ্যালয়েও মোটামুটি একই নিয়মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। একজন এডমিশন প্রত্যাশী তার চাহিদা অনুযায়ী যত খুশি ইউনিভার্সিটি গুলোতে পরীক্ষা দিতে পারে।

পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের একটি সাধারণ মৌখিক পরীক্ষা নেওয়া হয়। তারপর চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে ভর্তির জন্য নির্ধারিত তারিখ প্রদান করা হয়। সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচাইতে বেশি প্রতিযোগিতা হয়ে থাকে। ফলাফল প্রকাশ করা হয় ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে।

এমনকি ঘরে বসে খুব সহজেই এসকল ইউনিভার্সিটিতে বিভিন্ন শাখায় আবেদন করা যায়। আবেদনের ফি পরিশোধ করা যায় মোবাইলের মাধ্যমে।

ভর্তি পরীক্ষা পদ্ধতি

এর আগের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সর্বমোট ২০০ নম্বরে পরীক্ষা হলেও বর্তমানে সেটি ১০০ করা হয়েছে। সে সাথে এসএসসি এবং এইচএসসি ফলাফলের উপর ভিত্তি করেছে ৮০ নম্বর বরাদ্দ ছিল সেটি কমিয়ে করা হয়েছে ২০ নম্বর। বহু নির্বাচনী পরীক্ষার জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬০ নম্বর এবং এর পাশাপাশি লিখিত পরীক্ষার জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪০ নম্বর। উভয় পরীক্ষার জন্য সময় বরাদ্দ থাকবে আলাদাভাবে ৪৫ মিনিট করে। চলতি বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এবং কি পদ্ধতি অনুসরণ করা হবে সেটি বিজ্ঞপ্তি প্রকাশের পরে জানা যাবে।

Leave a Comment