আজ থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন

২০২৪-২৫ শিক্ষাবর্ষে অনার্স বা সমমান কোর্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। নির্দিষ্ট ফি পরিশোধ সাপেক্ষে শিক্ষার্থীরা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে আবেদন করার জন্য সে সময় হচ্ছে আগামী ২৫ শে নভেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন করার জন্য প্রয়োজন হবে ১ হাজার ৫০ টাকা। তবে আইবিএ ডিপার্টমেন্টে যারা আবেদন করবেন তাদের জন্য ১ হাজার ৫০০ টাকা।

সকল প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে আগামী ৩ জানুয়ারি থেকে বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে। শুধুমাত্র ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত যারা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ২০২৪ সালে এইচএসসি পাশ করেছেন তারাই শর্তসাপেক্ষে এই আবেদন করতে পারবেন। এই হিসেবে দ্বিতীয় বার ভর্তিতে আবেদনের সুযোগ থাকছেন না। অর্থাৎ যারা এই বছর নয় বরং ২০২৩ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা অংশগ্রহণ করতে পারবেন না।

ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা আজকে সোমবার দুপুর ১২ টা থেকে অনলাইনে আবেদনপত্র সাবমিট করতে পারবেন। আবেদনের টাকা রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও পরিশোধ করা যাবে।

ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি

১। সর্বপ্রথ আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষায় অনুষ্ঠিত হবে ৩ জানুয়ারি শুক্রবার ২০২৫ তারিখে।

২। তারপর ৪ জানুয়ারির শনিবার চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

৩। ১ ফেব্রুয়ারি শনিবার ২০২৫ তারিখে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হবে।

৪। ব্যবসা ইউনিট পরীক্ষা ৮ ফেব্রুয়ারি ২০২৫

৫। ২৫ জানুয়ারি শনিবার কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের এডমিশন এক্সাম।

শিক্ষার্থীরা ভর্তি যোগ্যতা এবং শর্তসাপেক্ষে উক্ত ইউনিট গুলোতে আবেদন করতে পারবেন। আবেদনের সময় অবশ্যই যাবতীয় তথ্যাবলী শুদ্ধ বানানে পূরণ করতে হবে। সেই সাথে প্রয়োজন হবে পাসপোর্ট সাইজের রঙিন ছবি। এপ্লিকেশন সাবমিট করার পর সেটার একটি কপি প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে অনলাইন হতেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।

এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের বেশিরভাগের এই প্রথম পছন্দ থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকার গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত, উন্নত শিক্ষার পরিবেশ ইত্যাদি কারণে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হতে ছাত্রছাত্রীরা এসে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং চান্স পেয়ে ভর্তি হয়। তাই তুমিও যদি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও তাহলে ঢাবির ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী ২৫ নভেম্বরের আগেই আবেদনপত্র সম্পন্ন করে ফেলা।

Leave a Comment