জানা গেল ঈদুল আযহা ২০২৫ কত তারিখ অনুষ্ঠিত হবে

মুসলমানদের বড় ধর্মীয় উৎসবের মধ্যে একটি ঈদুল ফিতর ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গিয়েছে। তারপর থেকেই অনেক মানুষ সার্চ করছে ঈদুল আযহা ২০২৫ কত তারিখ হতে পারে। ছোট ঈদে যেমন রোজার প্রস্তুতি থাকে ঠিক তেমনিভাবে বড় ঈদের থাকে কোরবানির প্রস্তুতি। এ নিয়ে ইতিমধ্যে সম্ভাব্য তারিখ জানিয়েছে আরব আমিরাত।

জানা গিয়েছে আগামী ৬ জুন মধ্যপ্রাচ্যে ২০২৫ সালের ঈদুল আযহা উদযাপিত হতে পারে। আজকে গলফ নিউজের একটি প্রতিবেদনের মাধ্যমে এই তথ্যটি প্রকাশ করা হয়েছে। আমিরাতের জ্যোতির্বিদ্যা সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী ২৭ মে জিলহজের চাঁদ দেখা যাবে। সেই হিসাব অনুযায়ী ২৮ মে হবে জিলহজ মাসের প্রথম দিন। যার কারণে মধ্যেপ্রাচ্যে ৬ জুন শুক্রবার ঈদুল আযহা ২০২৫ উদযাপিত হতে পারে।

যদি জ্যোতির্বিদ্যার পূর্ভাবাস অনুযায়ী এই তথ্য সঠিক হয় তাহলে জুন মাসের ৫ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার হবে আরাফাতের দিন। আপনারা নিশ্চয়ই জানেন পবিত্র হজের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। আর আরাফাতের পরের দিনই অনুষ্ঠিত হয়ে থাকে বড় ঈদ।

২০২৫ সালের ঈদুল আযহা কত তারিখে

আর যদি ২৭শে মে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দৃশ্যমান না হয় অর্থাৎ ২৮ শে মে চাঁদ দেখা যায় তাহলে জিলহজ মাস শুরু হবে ২৯ মে। যার কারণে ঈদ উল আযহা ও একদিন পিছিয়ে শনিবার অর্থাৎ ৬ জুনের পরিবর্তে ৭ জুন অনুষ্ঠিত হতে পারে।

আর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যে তারিখে ঈদুল আযহা অনুষ্ঠিত হয় তারপরের দিন বাংলাদেশে পালিত হয়। সেই হিসাব অনুযায়ী বলা যায় আগামী ৭ অথবা ৮ জুন বাংলাদেশের মানুষ বড় ঈদ পালন করতে পারবেন।

আশা করি আপনারা এখন ঈদুল আযহা ২০২৫ কত তারিখে সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পেরেছেন। ঈদ উপলক্ষে বাংলাদেশের প্রায় সকল প্রতিষ্ঠানে ছুটি প্রদান করা হয়। যদিও বিশেষ বিশেষ ক্ষেত্রে দায়িত্বরতা অনেক মানুষ কাজের মধ্যে থাকেন। যার মধ্যে অন্যতম হচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আবার পবিত্র কোরবানির ঈদকে ঘিরে পশু কেনাকাটারও উৎসব ছড়িয়ে পড়ে। মানুষ তাদের পছন্দের পশু কেনার জন্য বিভিন্ন হাটে যায়। কে কেন্দ্র করে যেমন পোশাক কেনাকাটার বেশি হয় ঠিক তেমনিভাবে বড় এতে কেন্দ্র করে গরু, ছাগল, মহিষ ইত্যাদি কোরবানির পশুও ব্যাপক হারে কেনাবেচা হয়।

আর তাই ২০২৫ সালের ঈদুল আযহা কত তারিখে সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ। এতে করে সকল প্রস্তুতি নেওয়া সহজ হবে। আবার ছোট ঈদে অনেকেই বাড়িতে না গেলেও কোরবানির ঈদের প্রায় সকলেই গ্রামের বাড়িতে মা বাবার ও পরিবার পরিজনের সাথে ঈদ করতে চায়।

Leave a Comment