মিজানুর রহমান আজহারীর এক নজরে কুরআন বই

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনপ্রিয় বক্তা এবং আলেম মিজানুর রহমান আজহারীর এক নজরে কুরআন নামে একটি বই প্রকাশিত হয়েছে। সত্যায়ন প্রকাশন নামের একটি প্রকাশনী প্রতিষ্ঠান গত বুধবার রাজধানীর শেরাটন হোটেলে বইটির মোড়ক উন্মোচিত করেন। উক্ত অনুষ্ঠানে অনুষ্ঠিত উপস্থিত ছিলেন বাংলাদেশের বিভিন্ন শিক্ষাবিদ আইনজীবী ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণীর বিশিষ্ট ব্যক্তিবর্গ। গ্রাহকরা বইমেলা হতে এই বইটি কিনতে পারবেন।

মিজানুর রহমান আজহারীর এক নজরে কুরআন বইয়ের মোড়ক উন্মচনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিভিন্ন ব্যক্তিরা। সেখানে তারা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআনের প্রাসঙ্গিকতা বিষয়ে বিভিন্ন ধরনের কথা বলেন। তারা বলেন একটি সুন্দর এবং সুগঠিত সমাজ গড়ে তোলার ক্ষেত্রে কুরআনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সমাজের সকল শ্রেণীর মানুষ যদি এটি নিয়মিত পাঠ করে এবং এর নির্দেশনা মেনে চলে তবেই একটি আদর্শ সমাজ কিংবা রাষ্ট্র গড়ে উঠবে। আর সেই সকল মানুষদের কাছে ইসলামের বিষয়বস্তু সহজ করে তোলার ক্ষেত্রে এক নজরে কুরআন বইটি খুবই উপযোগী।

জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমও তার নিজের একাউন্টে বইটি নিয়ে মন্তব্য প্রকাশ করেছেন। তিনি লিখেছেন মিজানুর রহমান আজহারী নতুন একটি বই হচ্ছে এক নজরে কুরআন। তিনি আরো মন্তব্য প্রকাশ করেন যে এক ঘন্টা বইটি পড়ার পর মনে হয়েছিল এটা যেন তরুন প্রজন্মকে ঘিরে লিখা হয়েছে। খুব সহজেই বোঝা যায় এবং গল্পের ছলে সকল কিছু মনের ভেতর গেঁথে যায়।

মিজানুর রহমান আজহারীর এক নজরে কুরআন বইটি কোথা থেকে কিনতে পারবেন

একুশে বইমেলার থেকে আপনি এটি নগদ টাকায় ক্রয় করতে পারবেন। আবার যারা মেলার থেকে অনেক দূরে রয়েছেন তাদের ক্ষেত্রেও রয়েছে বিশেষ সুবিধা। বাংলাদেশের বিভিন্ন ধরনের বই বিক্রির ই-কমার্স প্ল্যাটফর্ম গুলো হতেও এটি অর্ডার করা যায়। এডভান্স পেমেন্ট কিংবা ক্যাশ অন ডেলিভারিতেও আপনি এই বইটি কিনতে পারবেন।

ব্যক্তিগত জাতীয় সকল ক্ষেত্রে জীবন পরিচালনার জন্য সুনির্দেশনা দেওয়া রয়েছে আমাদের পবিত্র ধর্মগ্রন্থে। এছাড়াও মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ রহমত লাভের সহ ইসলামিক জীবনের প্রতিটি বিষয় সম্পর্কেই এখানে নির্দেশনা দেওয়া রয়েছে। আমাদের শুধু প্রয়োজন সেগুলো বুঝে বুঝে বাস্তব জীবনে অনুসরণ করা। কিন্তু দেখা যায় অনেক মানুষই আছেন যারা আরবি পড়তে পারেন অর্থাৎ নিয়মিত কুরআন পড়েন কিন্তু তার ভাষাগুলো বোধ করতে বা বুঝতে পারেন না। এতে করে কুরআন পাঠের আসল উদ্দেশ্য এই ব্যাহত হয়। বিভিন্ন হাদিস দ্বারা আমরা জানতে পারি যে কুরআন অবশ্যই বুঝে পড়া প্রয়োজন।

আবার যারা আরবি এবং বাংলা কোনটি জানেন না তাদের ক্ষেত্রে আরও বেশি বিপত্তি। আবার আরবি জানলেও সেগুলোর বাংলা অর্থ কিংবা ব্যাকরণের বিষয়গুলি না জানার কারণে সরাসরি পড়ে বোঝা বেশ কঠিন শব্দ হয়ে যায়। এ সকল মানুষদের ক্ষেত্রে মিজানুর রহমান আজহারীর এক নজরে কুরআন বইটি সর্বোচ্চ সহযোগিতা করবে।

অর্থাৎ আমাদের সাথে কুরআনের যে বন্ধন রয়েছে তার আরও বেশি দূরে হবে এই বইটির মাধ্যমে এমনটাই আশা করছেন সবাই।

Leave a Comment