আমাদের ব্যবসায়িক, চাকুরী, এমনকি প্রাত্যহিক জীবনে ইংরেজি জানা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তাইতো অনেক শিক্ষার্থী, কর্মজীবীরা ইংরেজি শেখার সহজ উপায় গুলি খুঁজে বেড়ান। যদি আপনি সঠিক উপায়ে পরিশ্রম করতে পারেন এবং নিয়মিত পড়াশোনা করতে পারেন তাহলে খুব সহজেই এই ভাষাটি আয়ত্ত করতে পারবেন। আজকে আমি সেই উপায় গুলো নিয়েই লিখবো।
অনেকেই ইংরেজি শেখার আগ্রহ প্রকাশ করলেও শুধুমাত্র ভয়ের কারণেই শুরু করতে পারেন না। যার কারণে দিন দিন পিছিয়ে পড়েন অন্য সবার থেকে। কিন্তু কোনরকম ভয় না করে যদি একবার শুরু করতে পারেন তাহলে অল্প কিছুদিনের মধ্যেই ইংরেজিতে কথা বলার অভ্যাস করে তুলতে পারবেন।
আমাদের কেন ইংরেজিতে দক্ষ হওয়া খুব জরুরী
এটি একটি আন্তর্জাতিক ভাষা। আপনি যদি দেশের বাইরে কোন মানুষের সাথে যোগাযোগ করতে চান তাহলে একমাত্র বাহক হচ্ছে ইংরেজি। ধরুন আপনি জাপানের একজন লোকের সাথে কথা বলতে চান। আপনি কিন্তু জাপানি ভাষা জানেন না। এমনকি সেই লোকটি ও বাংলায় কথা বলতে পারে না কিংবা বুঝেন না। যেহেতু ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা তাই সকল দেশের মানুষের কম বেশি এটা জানা থাকে। তাই আপনি বেসিক লেভেলের ইংরেজি জানলেও কমিউনিকেশন কিংবা যোগাযোগ করতে পারবেন জাপানি সে লোকটার সাথে। কারণ সে দেশেও কমবেশি ইংরেজি ব্যবহার করা হয় যেমনটা আমরা হাইস্কুলে কিংবা স্কুলে শিখে থাকি।
এরপর সেই আন্তর্জাতিক যে কোন চাকরি, বিদেশ ভ্রমণ, ইংরেজি কোন খবর পড়া ইত্যাদি কাজে অবশ্যই আপনাকে ইংরেজি জানা থাকতে হবে। তা নাহলে বাংলাদেশ এবং বাংলা ভাষার বাইরে কোন কিছুই আপনি ভালোভাবে বুঝতে পারবেন না।
বর্তমানে আমাদের দেশেও কর্মক্ষেত্রে এই ভাষার ব্যাপক ব্যবহার হয়ে থাকে। বেশিরভাগ বেসরকারি চাকরির ক্ষেত্রেই বিদেশী বায়ার কিংবা ক্লায়েন্টদের সাথে কাজ করতে হয়। সেক্ষেত্রে ইংরেজি জানাটা খুবই গুরুত্বপূর্ণ। এমনকি প্রায় জব সার্কুলারেই উল্লেখ করা থাকে ইংরেজি ভাষার দক্ষতার বিষয়।
ইংরেজি শেখার সহজ উপায় কি
আপনি ইচ্ছে করলেই দৈনন্দিন জীবনে অন্যান্য কাজের পাশাপাশি সহজ কিছু টেকনিক অবলম্বন করে এটি শিখতে পারেন। সেই উপায় গুলো আমি নিচে বিস্তারিত সহকারে আলোচনা করলাম।
ইংরেজি গ্রামার দিয়ে শুরু করুন
আমরা যখন স্কুলে ইংরেজি ক্লাস করতাম তখন সবচাইতে বেশি ভয় পেতাম গ্রামারকে। এর একমাত্র কারণ হচ্ছে বুঝে এবং মনোযোগ সহকারে না পড়া।
আপনি যদি এই গ্রামারের অংশ গুলি প্রতিদিনই রিভিশন দেন এবং বুঝে পড়তে থাকেন তাহলে অল্প কিছুদিনের মধ্যে সকল নিয়মাবলী গুলো জেনে যাবেন। তবে এর জন্য ধৈর্য সহকারে প্রতিদিনই আপনাকে পড়তে হবে।
বেশি বেশি শব্দের অর্থ শেখা
নতুন নতুন শব্দ শেখার বিকল্প কোনো কিছু নাই। এজন্য আপনি নিয়মিত পত্রিকা কিংবা বইও পড়তে পারেন।
চেষ্টা করুন দৈনিক অন্তত ৫ থেকে ৬টি নতুন শব্দ শেখার। শব্দ গুলি মুখস্থ করার পাশাপাশি বানানটাও ভালোভাবে আয়ত্ত করে নিবেন। ইংরেজিতে কথা বলার উপায় শিখতে হলে অবশ্যই এটি গুরুত্বপূর্ণ।
আবার নতুন নতুন শব্দ শেখার পাশাপাশি পূর্বের শেখা ওয়ার্ড গুলিও মাঝে মাঝে রিভিশন দিন। তা না হলে ভুলে যেতে পারেন।
বেশি বেশি বই পড়ুন ও মুভি দেখুন
শোনার পাশাপাশি ইংরেজি শেখার আরেকটি উপায় হচ্ছে বেশি বেশি বই পড়া। বাক্য গঠন, শব্দার্থ, গ্রামার ইত্যাদি জানা যায় এই বই গুলি পড়ার মাধ্যমে।
আপনি চাইলে ইংরেজি ভাষায় সিনেমাও দেখতে পারেন। এতে করে লিসেনিং প্র্যাকটিস এবং উচ্চারণ দুটোই উন্নতি হবে। যদি শুনে বুঝতে না পারেন তাহলে সাবটাইটেল ব্যবহার করে বোঝার চেষ্টা করুন। তবে যে উপায়ই অবলম্বন করুন না কেন অবশ্যই মনোযোগ সহকারে সেটা করতে হবে।
দৈনন্দিন জীবনে ইংরেজির ব্যবহার বৃদ্ধি করুন
বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন অনেককেই মেসেজ ইংরেজি তে পাঠাতে পারেন। এমনকি মাঝে মাঝে লেখালেখি করেও সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা যায়। অথবা কথা বলার মাঝে মাঝে ইংরেজি ওয়ার্ড গুলোর পরিমাণ বৃদ্ধি করুন।
এক্ষেত্রে অনেকে লজ্জা পেয়ে থাকেন। যার কারণে প্রচন্ড শেখার আগ্রহ থাকলেও আর শেখা হয়ে ওঠে না। প্রথমদিকে খানিকটা ভুল হতেই পারে। যা মুখে আসে বলা শুরু করুন। এভাবে কিছুদিন পরে দেখবেন আপনি বেশি এক্সপার্ট হয়ে গিয়েছেন।
ইংরেজিতে কথা বলার অন্যান্য কিছু উপায়
আমরা বাংলা ভাষায় কথা বলি। এমনকি যার কিনা কখনো লেখাপড়া করেনি কিংবা স্কুলে যায়নি তারাও এই ভাষায় খুব সাবলীলভাবে কথা বলতে পারে। এর জন্য তাদেরকে কোন বই পড়তে হয়নি।
ঠিক তেমনিভাবে ইংরেজি কেউ শুধুমাত্র একটি ভাষা ভাবুন। যেমন হিন্দি সিনেমা কিংবা সিরিয়াল দেখার কারণে অনেক মানুষই খুবই স্পষ্ট ভাবে এই ভাষাটি বলতে পারে এবং বুঝতে পারে। কারণ দেখতে দেখতে অভ্যাস হয়ে গিয়েছে। ঠিক তেমনিভাবে ইংরেজি থেকেও শুধুমাত্র একটি ভাষা ভেবে আজকে থেকে প্র্যাকটিস শুরু করে দিন।
আবার অনেক সময় ইউটিউব কিভাবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৫ দিনে কিংবা ৩০ দিনে ইংরেজি শেখার কোর্সও পাওয়া যায়। তবে এগুলো দেখে শুধুমাত্র সময়ের অপচয় ছাড়া আর বেশি কিছু হয় বলে মনে হয়। কারণ এর জন্য আপনার আপ্রাণ চেষ্টা প্রয়োজন।
আজকের এই লেখাটির মাধ্যমে আমি আপনাদের সহজে ইংরেজি শেখার উপায় গুলি নিয়ে জানানোর চেষ্টা করেছি। আশা করি এ টেকনিক গুলোর মাধ্যমে আপনারা অনেক উপকৃত হবেন। পুরো লেখাটি ধৈর্য সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।