ফুলকুমারী পিনাকী ভট্টাচার্যের নতুন বই

ইউটিউব এবং অনলাইন জগতে আলোচিত অনলাইন এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের নতুন একটি বই প্রকাশিত হয়েছে যার নাম হচ্ছে ফুলকুমারী। ইতিমধ্যে বইটি অ্যামাজনের নির্দিষ্ট একটি ডিপার্টমেন্টের (ইন্ডিয়া এন্ড সাউথ এশিয়া বায়োগ্রাফি) বেস্ট সেলার হিসেবে জায়গা করে নিয়েছে। এমনকি ইন্টারনেটেও বেশ আলোচনা তৈরি হয়েছে এটি নিয়ে।

নতুন এই বইটি নিয়ে লেখকও বেশ উচ্ছাসিত। ফুলকুমারী পিনাকী ভট্টাচার্যের বেস্ট সেলার রেংকিং বর্তমানে ১ থেকে দুই তিনে নেমেছে। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে জানিয়েছেন গ্লোবাল রেংকিং এর কথা। বর্তমানে সেটি বৃদ্ধি পেয়েছে ২০৭১৪ তে।

ফুলকুমারী পিনাকী ভট্টাচার্যের একটি নতুন বই। ভারতীয়দের ইংরেজির সাহিত্যের লেখকরা অনেক বেশি এগিয়ে যায়। এর পেছনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন বহি প্রকাশিত হবার পর ওদের বিশাল ডায়াস পোরা বই কিনে নেয়। যার কারণে amazon র‍্যাংকিংয়ে উপরের দিকে উঠে যায়। এরপর আস্তে আস্তে প্লাটফর্মটি অ্যালগরিদম এটিকে পশ্চিমা পাঠকদের কাছে সাজেশন দিয়ে থাকে। সেউ সাথে বাড়তে থাকে জনপ্রিয়তা এবং বিক্রি।

পিনাকী ভট্টাচার্যের ফুলকুমারী বইটিতে একজন বাংলাদেশের শরণার্থীর গল্প তুলে ধরা হয়েছে। বইটিতে মূলত একটি ছোট অ্যাপার্টমেন্টের ইঁদুরের গল্পকে কেন্দ্র করে লেখা। প্যারিসের শান্ত এবং নির্জন পরিবেশের মধ্যে একজন বাঙালি শরণার্থী। নিজের এপার্টমেন্টে বসবাস করার সময় একটি ইঁদুর দেখতে পান যে ইদুর টির নাম রাখেন তিনি ফুল কুমারী। এটি এরাবিয়ান নাইটসের মত একটি কাল্পনিক চরিত্র বা চুক্তির মতন।

ফুলকুমারী পিনাকী ভট্টাচার্যের নতুন বই

বাংলাদেশের বাতিঘর প্রকাশনীত হতেও এই ফুলকুমারী বইটি পাওয়া যাচ্ছে। এমনকি ১০% ডিসকাউন্টে এটি যে কোন গ্রাহকরা অর্ডার করতে পারবেন।

নিউইয়র্ক ভিত্তিক আরেকজন ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সার প্রিসিলা ফেসবুকে এ ব্যাপারে উল্লেখ করেন। অ্যামাজন থেকে তিনি ফুলকুমারী পিনাকী ভট্টাচার্যের বইটি অর্ডার করেছেন বলেও জানিয়েছেন। মূলত বিভিন্ন জিনিসপত্রের পাশাপাশি বই বিক্রির ক্ষেত্রেও বেশ বড় একটি প্ল্যাটফর্ম। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই সাইটের মাধ্যমে যেকোনো ধরনের পণ্য অর্ডার করা যায়। ফুলকুমারী (Fulkumari The Tale of a Refugee a Rat in Pandemic Paris) বইটি আপনারা এখান থেকে অথবা দেশের বাতি ঘর প্রকাশনী থেকে ক্রয় করতে পারবেন।

তথ্য প্রযুক্তির ইউটিউব ফেসবুকের যুগে বই পড়া মানুষের সংখ্যা যেন দিন দিন কমে চলছে। আগের দিনে যেখানে প্রতি বছর এবং মেলায় কোন কোন লেখকের কি কি ধরনের বই প্রকাশিত হচ্ছে সে ব্যাপারে মানুষের আগ্রহ থাকতো এমনটা দেখা যায় না। তবে অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে পিনাকে ভট্টাচার্যের ফুলকুমারী বইটি বেশ আলোচিত হচ্ছে। এমনকি তার ইউটিউব এবং অন্যান্য প্ল্যাটফর্ম গুলোতেও অনুসারীর সংখ্যা অনেক।

Leave a Comment