ছেলেদের গিফট আইডিয়া | জন্মদিনে কি কি উপহার দেওয়া যায়

আমাদের প্রিয় মানুষের বিশেষ মুহূর্ত গুলোকে স্মরণীয় করে রাখার জন্য উপহার প্রদানের জুড়ি নেই। সেটি হতে পারে আপনার স্বামী, ভাই, কাজিন, বাবা, চাচা, মামা, কলিগ কিংবা বন্ধু। তবে মানুষ যেমনই হোক না কেন ছেলেদের গিফট আইডিয়া সম্পর্কে আপনার অবশ্যই ধারণা থাকতে হবে।

অনেকেই পছন্দের মানুষটির জন্য গিফট কিনতে গিয়ে নানা ধরনের কনফিউশনে ভূগেন। কোন ধরনের গিফট কিনলে সেটা সুন্দর হবে কোন ধরনের গিফট পছন্দ হবে কিংবা কোনটি মানুষের হবে অনেকেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন না। তবে আপনি এবার সঠিক জায়গায় চলে এসেছেন। আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আমি ছেলেদেরকে উপহার প্রদান করা যায় এমন কিছু বস্তু নিয়ে আলোচনা করব। তাই পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন এবং ভবিষ্যতে যে কোন ধরনের উপহার সামগ্রী কেনার ক্ষেত্রে সেরাটা পছন্দ করুন।

ছেলেদের গিফট কেনার আগে গুরুত্বপূর্ণ কিছু বিষয়

প্রিয়জনকে আপনি যাই উপহার দেন না কেন সে ক্ষেত্রে তার রুচি এবং পছন্দের গুরুত্ব সবচাইতে বেশি। উপহার দামী কিংবা কম দামী সেটা কোন বিষয় নয়।

এমনকি আপনার প্রিয় মানুষটির যদি কোন পছন্দ সম্পর্কে আপনার জানা থাকে তাহলে সেটা নিয়ে সবার আগে ভাবা উচিত। তার পছন্দের রং, পছন্দের ব্যবহার করা জিনিস ইত্যাদি সম্পর্কে কিছুটা জেনে নেওয়ার চেষ্টা করুন।

স্বল্প বাজেটের মধ্যে ছেলেদের জন্মদিনের গিফট আইডিয়া

আমি আজকে স্বল্প বাজেট থেকেই গিফট আইডিয়ার বিষয় গুলি উপস্থাপন শুরু করব। অনেক সময় অল্প পরিচিত কিংবা চেনাজানা লোকেরকেউ গিফট দেওয়ার প্রয়োজন পড়ে। অথবা বাজেট সল্পতার কারণে কম দামের মধ্যে একটি ভালো গিফট আইডিয়া সম্পর্কে জানতে চান। চলুন নিচের আইডিয়া গুলি জেনে নেই।

চশমার ফ্রেম: তরণ তরুণী, ছেলে-মেয়ে, বৃদ্ধ সবারই মোটামুটি একটি সময় চশমা ব্যবহারের প্রয়োজন পড়ে। আপনি যেকোন দোকান থেকে ১০০ থেকে ৩০০ টাকা বাজেটের মধ্যে বেশ ভালো মানের চশমা কিনতে পারবেন।

বিভিন্ন ধরনের বই: বই সবারই প্রিয়। আপনার প্রিয় মানুষটিও যদি বই কিংবা পড়ালেখার সম্পর্কে বেশ আগ্রহ থাকে তাহলে ভালো কোন উপন্যাস কিংবা তথ্য বহুল কোন বই গিফট করতে পারেন।

মোবাইলের কভার: আমি মনে করি এটি ইউনিট একটি আইডিয়া। যাকে আপনি উপহার দিতে চাচ্ছেন তার স্মার্টফোনটির মডেলটি জেনে সুন্দর দেখে একটি কভার কিনুন। ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর স্মার্টফোনের কভার পাওয়া যায়।

সুগন্ধি সামগ্রী: পারফিউম কিংবা বিভিন্ন ধরনের সুগন্ধি ব্যবহার করতে সবাই পছন্দ করে। মিনি কিংবা পকেট পারফিউম গুলো আপনি ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে পেয়ে যাবেন।

অল্প বাজেটের অন্যান্য গিফট আইডিয়া

এছাড়াও আপনি দাবার বোর্ড, জায়নামাজ, বেল্ট, ফুলের তোড়া, ডায়েরি ইত্যাদিও গিফট হিসেবে একজন ছেলেকে দিতে পারে। এতে করে বাজেটা বেশ কম প্রয়োজন হবে। তবে গিফট কেনার আগে আপনাকে অবশ্যই ভাবতে হবে এটি তার কতটুকু প্রয়োজন অথবা পছন্দ হবে।

ছেলেদের জন্মদিনে উপহার কিংবা গিফট আইডিয়া

জন্মদিনে প্রদান করার জন্য উপহার হিসেবে সবচাইতে উপযোগী হচ্ছে টি-শার্ট কিংবা শার্ট। এছাড়াও পছন্দ অনুযায়ী পাঞ্জাবী, ফতোয়া কিংবা অন্যান্য পোশাক আইটেমও দিতে পারেন।

আর যদি আপনার বাজেট বেশ ভালো থাকে তাহলে ভালো মানের একটি হাত ঘড়ি কিনতে পারেন। এজন্য ১৫০০ থেকে ২০০০ টাকা প্রয়োজন হতে পারে। এর চাইতেও অনেক দামী দামি ঘড়ি রয়েছে তবে সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার বাজেটের উপর।

যে সকল ছেলেরা হাত ঘড়ি সাধারণত ব্যবহার করে না তারা উপহার হিসেবে ঘড়ি পেলে ব্যবহার করে থাকে।

ছেলেদেরকে উপহার হিসেবে দেওয়ার জন্য ইউনিক কিছু আইডিয়া

আমরা অনেক সময় জুতা কে উপহার হিসেবে দিতে অনেকটাই ইতস্ত বোধ করি। শীত, গ্রীষ্ম, বর্ষা সকল সিজনে এখন ছেলেরা কেডস এবং স্নিকার জাতীয় জুতা গোলাপ গুলি পছন্দ করে। এটি অনেক ক্লাসিক একটি আইডিয়া হবে।

আরো একটি ইউনিক আইডিয়া হচ্ছে শেভিং কিটস। যে সকল ছেলেরা নিয়মিত দাড়ি সেভ করে তাদের জন্য এটি বেশ কাজের হবে। এমনকি অনেক ফ্যাশনেবল একটি বিষয় হবে।

কাউকে গিফট হিসেবে প্রদান করার জন্য বর্তমান যুগের অন্যতম সেরা আইডিয়া হচ্ছে স্মার্টফোন। তবে এর জন্য মোটামুটি ১০ হাজার এর উপরে বাজেট প্রয়োজন। তবে স্মার্ট ফোন সম্ভব না হলেও আপনি হেডফোন গিফট করতে পারেন।

জন্মদিনের গিফট হিসেবে দেওয়ার জন্য আকর্ষণীয় কিছু আইটেম আইডিয়া

১। যে সকল ছেলেরা বাইক চালায় পকেটে সব সময় চাবি রাখতে হয় তাদের জন্য কাস্টমাইজিং চাবির রিং প্রদান করতে পারেন।

২। নিয়মিত পড়াশোনা করেন কিংবা এখনও স্টুডেন্ট অবস্থায় আছে এমন ছেলেদের জন্য টেবিল ল্যাম্প হতে পারে আকর্ষণীয় এবং বাজেট ফ্রেন্ডলি জন্মদিনের গিফট।

৩। আবার যারা নিয়মিত ট্রাভেল কিংবা এখানে সেখানে ঘোরাফেরা করতে পছন্দ করতে পারে তাদের জন্য গিফট হিসেবে কিনতে পারেন ট্রাভেল ব্যাগ এবং বাইনোকুলার।

আরো কিছু গিফট আইডিয়া

উপরোক্ত আইডিয়া গুলো আশা করি মনোযোগ সহকারে পড়েছেন। এতে করে আপনি এখন গিফট পছন্দ করতে পারবেন এ বিষয়ে কোন সন্দেহ নেই। তবে নিচে আরো কিছু আইটেমের নাম দেয়া হলো যেগুলো আপনি গিফট হিসেবে যে কারো জন্মদিনে দিতে পারেন।

• ছবি রাখার ফ্রেম
• বাসায় সাজানোর জন্য শোপিস
• ছেলেদের জন্য পাঞ্জাবি
• ফুলের তোড়া
• এমনকি নগদ টাকাও আপনি উপহার হিসেবে দিতে পারেন
• চকলেট
• মেয়েদের জন্য গহনা

যেকোনো ধরনের উপহার সামগ্রী আমাদের মাথার মধ্যে একটি স্মৃতির তৈরি করে। এমনকি সেই গিফট আইটেমটি দেখলেও উপহার দাতার কথায় সবার আগে মনে পড়ে। আপনি নিশ্চয় ছেলেদের গিফট আইডিয়া সম্পর্কে এখন ভালোভাবে ধারণা লাভ করতে পেরেছেন। এ ধরনের আরও সুন্দর সুন্দর আইডিয়া পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন।

Leave a Comment