ঢাকার রাস্তায় আসছে গোলাপি রঙের বাস

আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি তখন নানা ধরনের যানবাহন দেখতে পাই। আবার এই নানা ক্যাটাগরির বাহনের মধ্য নানা ধরনের কালারও রয়েছে। কিন্তু এবার রাজধানীর সড়কে ২৬১০ টি গোলাপি রঙের বাস নামছে। এইসব কয়েকটি গাড়ির কালার একই রকম। এমনকি যে সকল মানুষ এটির মাধ্যমে ভ্রমণ করবেন তারা চাইলেও যেখানে সেখানে নামতেও পারবেন না।

সুশৃংখলভাবে নিয়ন্ত্রণের জন্য নির্ধারিত কাউন্টারে ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ এই সকল কাউন্টার গুলোতে যাত্রীরা বাসে উঠবেন আবার কাউন্টারগুলোতে নামবেন। রাজধানীর আব্দুল্লাহপুর থেকে ঢাকা বিভিন্ন জায়গার উদ্দেশ্যে এ গোলাপি রঙের বাস গুলি ছেড়ে যাবে। কর্তৃপক্ষের মাধ্যমে জানা গিয়েছে আগামী বৃহস্পতিবার থেকে এ সকল গাড়ি চলাচল শুরু করবে।

এ ব্যাপারে রাজধানীর সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিকদের কে জানান, কোন ধরনের নিয়ম নীতি না মেনে বিগত অনেক বছর ধরেই অসংখ্য বাস মিনি বাস চুক্তিতে যাত্রী গ্রহণের কাজ করছে। এর কারণে রাস্তা ঘাটে বাসের অসম প্রতিযোগিতার তৈরি হয় এবং বিপদ পায়। এছাড়াও নিয়মিত যানজট এবং বিশৃঙ্খলার তো আছেই। তাই রাজধানীতে অনুষ্ঠিত এক সভার মাধ্যমে এধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে গাড়ির মালকরা কর্তৃপক্ষের সাথে চুক্তি করে আগুনে বৃহস্পতিবার থেকে গাজীপুর থেকে ঢাকার বিভিন্ন জায়গায় গাড়ি চালাতে পারবেন। আর এই সার্ভিসটি উদ্বোধন করা হবে আব্দুল্লাহপুর আগামী বৃহস্পতিবার সকাল ১০ টায়।

ঢাকার রাস্তায় আসছে গোলাপি রঙের বাস

এমনকি এই মাসের মধ্যে রাজধানীর মিরপুর, গাবতলী, মোহাম্মদপুর চলাচলা করা বাসগুলো কাউন্টারের মাধ্যমে পরিচালনা করা হবে। এত গোলাপী রঙের বাস গুলোতে ওঠার জন্য একজন যাত্রীকে অবশ্যই নির্দিষ্ট কাউন্টার থেকে টিকেট ক্রয় করতে হবে। এমনকি নির্দিষ্ট স্টপেজ ছাড়া গাড়ি যেখানে সেখানে থামতে পারবে না এবং যাত্রী উঠতে পারবেনা। এ ব্যাপারে গাড়ি চালক এবং সহকারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

বিভিন্ন কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান হাসপাতাল অফিস আদালত এবং উপার্জনের অনেক সুযোগ-সুবিধা থাকায় অসংখ্য মানুষ ঢাকায় বসবাস করেন। রাজধানীর অভিযোগ এলাকা গুলোতে বাসা ভাড়া বেশি বিধায় আশেপাশের বিভিন্ন এলাকা যেমন গাজীপুর টঙ্গী থেকে অনেক মানুষ যাতায়াত করে থাকেন। এর কারণ হচ্ছে এ সকল এলাকায় বাসা ভাড়া তুলনামূলকভাবে কম। কিন্তু বিপত্তি বাদে সকালবেলা অফিসে যাওয়া এবং রাতের বেলা বাসায় ফেরত আসার ক্ষেত্রে। প্রায়ই জ্যামের কারণে অনেক সময় নষ্ট হয় এবং অল্প দূরত্ব পাড়ি দিতে দীর্ঘ সময় লাগে।

এ যানজটের সমস্যা থেকে মুক্তি পাওয়া এখন সাধারণ মানুষের দাবি হয়ে দাঁড়িয়েছে। আর সেই সমস্যা নিরসনের লক্ষ্যেই ঢাকায় গোলাপি বাসে চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Leave a Comment