গ্রামীনফোনের তিন ধরনের সিম রয়েছে। যার মধ্যে একটি হচ্ছে পোস্টপেইড, প্রিপেইড এবং অপরটি হচ্ছে স্কিটো। কিটো মূলত গ্রামীণফোনের একটি ডিজিটাল সিম, যার মাধ্যমে নানা ধরনের ইন্টারনেট এবং কলরেটের অফার পাওয়া যায়। এমনকি তুলনামূলকভাবে সাশ্রয়ী মূল্যে। আবার অনেকেই জিপি পোস্টপেইড থেকে প্রিপেইডে মাইগ্রেশন করার চিন্তাভাবনা করে থাকেন। এই দুইটি ক্যাটাগরির সিমের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে।
জিপির পোস্টপেইড ও প্রিপেইড সিমের মধ্যে পার্থক্য কি
পোস্টপেইড সিমে মূলত টাকা আগে সার্ভিস ব্যবহার এবং পরে টাকা পরিশোধ করতে হয়। আর প্রিপেইড সিম গুলোতে আগে টাকা রিচার্জ করতে হয় পরবর্তীতে বিভিন্ন ধরনের সেবা ভোগ করা যায়। তাছাড়া গ্রাহকরা মিসকল এলার্ট ফ্রি পেতে পারে। আর এই সিমটিতে যেহেতু আগে রিচার্জ করার কোন ঝামেলা নেই তাই যখন তখন বিড়ম্বনায়ও পড়তে হয় না। তবে প্রতি মাসে আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ ক্রেডিট বা ব্যালেন্স দেওয়া হবে। সেখান থেকে আপনি যত টাকা খরচ করবেন সেই পরিমাণ বিল আপনাকে নির্দিষ্ট তারিখের পরিশোধ করতে হবে।
তুলনামূলকভাবে পোস্টপেইড সিমে কল রেট কিছুটা কম। আবার প্রিপেইড সিমের কলরেট কম রয়েছে কিন্তু সাধারণ রেড বেশি। কোন প্যাকেজ কিংবা রেট কাটার কিনলে কলরেট অনেকটাই কম পাওয়া যায়। রিচার্জ সুবিধা বেশি এবং বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার পাওয়া যায়।
জিপি পোস্টপেইড থেকে প্রিপেইডে মাইগ্রেশন করার নিয়ম কি
বর্তমানে আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে এবং ইন্টারনেট সংযোগ থাকে তাহলে মাই জিপি অ্যাপের মাধ্যমে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। এক্ষেত্রে মাই জিপি অ্যাপের উক্ত নম্বর দিয়ে লগইন করে গ্রামীণফোনের লাইভ চ্যাটে যেতে হবে। তারপর লাইভ চ্যাট অপশনে গিয়ে আপনি আপনার কাঙ্খিত সার্ভিসের ব্যাপারে বিস্তারিত বলুন। তারপর একজন কাস্টমার প্রতিনিধি আপনাকে সকল ধরনের দিয়ে দিবে।
তবে মনে রাখবেন জিপি পোস্টপেইড থেকে প্রিপেইডে মাইগ্রেশন করার আগে আপনার বকেয়া সমস্ত বিল পরিশোধ করতে হবে। সেই সাথে আপনার বিলের যে তারিখ থাকবে সেই তারিখে কিন্তু এটি পরিবর্তন করা যাবে না। উক্ত তারিখ বাদে আপনি যে কোনদিন এই সিমের ক্যাটাগরি পরিবর্তন করতে পারবেন।
যেকোনো ধরনের তথ্য জানার জন্য গ্রামীণফোনের কাস্টমার কেয়ার সার্ভিস এর কল করতে পারেন। তাও আপনাকে সমস্ত নিয়মাবলী বলে দেবে। বর্তমানে মাই জিপি অ্যাপের লাইভ চ্যাটই হচ্ছে জিপি পোস্টপেইড থেকে প্রিপেইডে মাইগ্রেশন করার সবচাইতে ভালো উপায়।