শরীরের অবাঞ্ছিত লোম উঠানোর সহজ এবং দীর্ঘমেয়াদি উপায় কি

বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি দিন দিন উন্নত হচ্ছে। আর লেজার হেয়ার রিমুভলের মাধ্যমে শরীরের অবাঞ্ছিত লোম দীর্ঘ মেয়াদের জন্য উঠানো যায়। এর মাধ্যমে একটি লেজার রশ্মি ব্যবহার করা হয় যেটি আমাদের ত্বকের ভিকরে পৌঁছে গিয়ে লোমের ফলিকল বিনষ্ট করে দেয়। যার কারণে দেহের সেই অংশে নতুন লোম গজাতে অনেক লম্বা সময় লাগে।

লেজার হেয়ার রিমুভালের মাধ্যমে অবাঞ্ছিত লোম উঠানো কি নিরাপদ

বর্তমানে সারা পৃথিবী জুড়েই এটি নিরাপদ এবং দীর্ঘস্থায়ী সমাধান হিসেবে বেশ পরিচিত লাভ করেছে। তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। সেগুলো সম্পর্কে নিম্নে ধারণা দেওয়া হলো।

• ত্বকের অংশগুলি সামান্য লাল হতে পারে এবং ফুলে যেতে পারে

• অনেকের এলার্জি সমস্যা দেখা দিতে পারে কিংবা পিগমেন্টেশনে পরিবর্তন আসতে পারে।

• কোন কোন ক্ষেত্রে দাগ ও সংক্রমণ হতে পারে।

তবে সঠিকভাবে প্রশিক্ষিত এবং দক্ষ বিশেষজ্ঞের মাধ্যমে লেজার হেয়ার রিমুভাল দ্বারা অবাঞ্ছিত লোম উঠালে ঝুঁকি একদমই থাকে না।

কাদের ক্ষেত্রে এই লেজার হেয়ার রিমুভাল পদ্ধতি ব্যবহার করা যাবে না

আধুনিক এই পদ্ধতিটি শরীরের গাঢ় লোমে খুবই ভালোভাবে কাজ করে। কারণ এই ধরনের ত্বকে মেলানিনের পরিমাণ অনেক বেশি থাকে। যার মাধ্যমে লেজার ভালোভাবে শোষণ করতে সক্ষম হয়। তবে যাদের লোম কিছু পরিমাণে হালকা কিংবা সাদা তাদের ক্ষেত্রে এই পদ্ধতি কাজ নাও করতে পারে।

লাল এবং ধূসর অবাঞ্ছিত লোম দূর করার ক্ষেত্রেও হেয়ার লেজার রিমুভাল পদ্ধতি অনেকটা কম কাজ করে।

আবার অনেকের দেহে হরমোনের ভারসাম্যহীনতার সমস্যা রয়েছে। এদের ক্ষেত্রে শরীরে অনেক দ্রুত লম্বা যায়। যার কারণে দীর্ঘ মেয়াদে অবাঞ্ছিত লোম দূর করতে কিছুটা সমস্যা দেখা যায়।

অবাঞ্ছিত লোম দূর করার আধুনিক পদ্ধতি

বাজারে বিভিন্ন ধরনের যন্ত্র পাওয়া যায়, যেগুলির মাধ্যমে আপনি দেহের অবাঞ্ছিত লোম গুলি দূর করতে পারেন। তবে ব্যবহারের আগে অবশ্যই আপনার ত্বকে লোমের ঘনত্ব এবং গঠন অনুযায়ী সঠিক লেজার নির্বাচন করতে হবে। এক্ষেত্রে নিচে বিভিন্ন ধরনের মেশিন সম্পর্কে ধারণা দেওয়া হল।

• যাদের ত্বকের রং সাদা এবং শ্যামলা তাদের ক্ষেত্রে আলেক্সান্দ্রাইট লেজার সবচাইতে বেশি কার্যকর।

• কালো ত্বকের অবাঞ্ছিত লোম দূর করার জন্য ওয়াইএনজি ১০৪৬ লেজার ব্যবহার করতে পারেন।

• সাদা ত্বকের জন্য ডায়েট লেজার বাজারের সবচাইতে বেশি প্রচলিত। এটি ত্বকের অত্যন্ত গভীরে প্রবেশ করতে পারে যার কারণে ফলও অনেক কার্যকরী হয়।

আপনি যেই পদ্ধতিতেই অবাঞ্ছিত লোম দূর করেন না কেন, আগে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেওয়া উচিত। এতে করে আপনি সবচাইতে ভালো ফলাফল পেতে পারেন।

Leave a Comment