হঠাৎ হাসনাত আব্দুল্লাহর বিয়ের খবর পাওয়া গেল

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় হাসনাত আব্দুল্লাহ বিয়ে করেছেন। ১২ ই অক্টোবর শনিবার দুপুরের দিকে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এ ব্যাপারে পোস্ট করেছেন সমন্বয়ক সারজিস আলম। উক্ত ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি তাদের বৈবাহিক জীবনের শুভকামনা জানিয়েছেন।

তিনি সেই স্ট্যাটাসের মাধ্যমে বলেছেন পৃথিবীতে মহান আল্লাহতালা আমাদেরকে যা কিছু প্রদান করেছেন তার সবকিছুই নেয়ামত। সে সকল নেয়ামত গুলোর মধ্যে সবচাইতে উত্তম হচ্ছে একজন নেককার স্ত্রী। হাসনাত আবদুল্লাহ আজ থেকে তেমনি একজন স্ত্রীকে সঙ্গী হিসেবে গ্রহণ করেছেন।

এছাড়াও কমেন্ট বক্সে সারজিস আলম মজা করে উল্লেখ করেন, গুজবের মাঝে এভাবেই চিকনে হাসানাত আব্দুল্লাহ কাজটা শেষে ফেললে। এই জাতি তোমার এ বিষয়টি কখনোই মেনে নেবে না। এমনকি মজা করে তিনি বলেন, একজন জাতীয় পর্যায়ের সমন্বয় হয়ে সবাইকে না জানিয়ে কিভাবে এমন কাজ করতে পারলে। তার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি।

তবে সত্যিই হাসনাত আব্দুল্লাহ বিয়ে করেছেন কিনা এ ব্যাপারে জানার জন্য বাংলাদেশের অন্যতম গণমাধ্যম কালবেলা তার সাথে যোগাযোগ করে। পরবর্তীতে সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহর ভাই এ ব্যাপারটি নিশ্চিত করা জানান, গতকাল এশার নামাজের পরেই স্থানীয় মসজিদে তিনি বিয়ের কার্য সম্পন্ন করেছেন।

হঠাৎ হাসনাত আব্দুল্লাহর বিয়ের খবর পাওয়া গেল

সমন্বয়কদের মধ্যে অন্যতম হাসনাত আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একজন শিক্ষার্থী। তিনি ২০১৪ সালে কুমিল্লার দেবিদ্বার সরকারি রিয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ হতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হন।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনে তিনি অন্যতম একজন সমন্বয় হিসেবে ভূমিকা পালন করেছেন। এমনকি জুলাই মাসের মাঝে মাঝে সময়ে তিনি সহ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সারজিস আলম ও আরো কয়েকজন পুলিশ দ্বারা আটক হন। যার পরিবর্তী সময়ে সারা দেশ জুড়ে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। পরিশেষে ১ দফা দফা দাবির মুখে ৫ই আগস্ট দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন।

পরবর্তীতে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলীতে যোগদান করেন।আজকে হঠাৎই হাসানাত আব্দুল্লাহর বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। তবে বিয়ের ব্যাপারটি নিশ্চিত।

Leave a Comment