বছরের অন্যান্য সময়ের চাইতে শীতকাল খানিকটা আলাদা। তাইতো দরকার হয় নানা রকম প্রস্তুতি। এই মৌসুমে তীব্র শীতে কাবু হয়ে অনেকেই উপায় খোঁজেন ঘরকে গরম রাখার। বিশেষ কোনো কাজ ছাড়া যেহেতু বাইরে বের হওয়া হয় না শীতকালে তাই ঘরের তাপমাত্রা বেশি থাকলে বেশ সুবিধাই হয়।
এছাড়াও তীব্র শীতে সর্দি জ্বর ঠান্ডা ধরনের অসুখ বিসুখ তো লেগেই থাকে। তাই ঘরকে উষ্ণ রাখার জন্য নানা পদক্ষেপ আপনি নিতে পারেন।
শীতের মৌসুমে আপনি কখন ঘরের পর্দা কিংবা জনালোক খোলা রাখবেন আর কখন বন্ধ রাখবেন সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই মৌসুমে মশার প্রকোপ বেড়ে যায়। চলুন তীব্র শীতের ঘরকে গরম রাখার কিছু উপায় জানা নেই।
ফয়েল পেপারের ব্যবহার
তীব্র শীত থেকে বাঁচার জন্য ফয়েলপেপার খুবই অন্যতম একটি পদ্ধতি। এই কাগজ গুলো মূলত অ্যালুমিনিয়ামের তৈরি হয়। আপনারা নিশ্চয়ই জানেন অ্যালুমিনিয়াম ধাতুটি অনেক বেশি তাপ পরিবহন করতে পারে। এমনকি এটি তাপ প্রতিফলনে বেশ কার্যকরী। রান্নাঘরের দেয়ালে কিছু পরিমাণে ফয়েল পেপার লাগিয়ে দিন। চুলার আশেপাশে হলে বেশ ভালো হয়। এতে করে রান্নাঘরের তাপ প্রতিফলন হয়ে পুরো ঘরে ছড়িয়ে পড়বে।
শীতে ঘরকে গরম রাখতে ব্যবহার করতে পারেন পোড়ামাটির হিটার
অত্যন্ত সাশ্রয়ী এই উপায়টি অনেক বছর ধরেই ব্যবহারিত হয়ে আসছে। এটি করতে প্রথমে একটি মাটির তৈরি ফুলদানি কিংবা এই ধরনের একটি পাত্র নিন। তারপর সেই পাত্রটিকে জ্বলন্ত মোমবাতির উপর উল্টো করে বসিয়ে দিন। তবে লক্ষ্য রাখতে হবে পাত্রের নিচের কিছু অংশ যেনো ফাঁকা থাকে। তা না হলে পর্যাপ্ত অক্সিজেনের অভাবে মোমবাতি নিভে যেতে পারে। এটিকে ঘরোয়া পদ্ধতিতে তৈরি একটি রুম হিটার বলতে পারেন। যেহেতু মোমবাতির মাধ্যমে এটি চালানো হয় তাই ব্যবহারে অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন।
গরম পানির বোতল
তীব্র শিতে রাতের বেলা ঘুমানোই অনেক সময় কঠিন হয়ে পড়ে। বিশেষ করে গ্রাম এলাকায় শীতের প্রকট তো আরো বেশি থাকে। তাই ঘুমানোর সময় বিছানা ব্যবহার করতে পারেন গরম পানির বোতল অথবা হট ওয়াটার ব্যাগ। এ ধরনের জিনিস যেহেতু দীর্ঘ সময় তাপ গরম থাকে তাই আপনার বিছানায়ও বেশ কিছুক্ষণ প্রশ্ন থাকবে।
ঘরের ভেতর পর্দার ব্যবহার
শীতকালে ঘরের ভেতর পর্দা ব্যবহার করলে বাইরের ঠান্ডা ভেতরে প্রবেশ করতে পারে না। তবে দিনের বেলা যখন বাইরে রোদ উঠে তখন পর্দা গুলি খুলে দিন। যাতে করে রুমের ভেতর পর্যাপ্ত পরিমাণে আলো ও তাপ প্রবেশ করতে পারে। তারপর রোদ কমতে থাকলে অর্থাৎ বিকালের দিকে এই পর্দা গুলি পুনরায় বন্ধ করে দিন। এটি শীতকাল এক গরম রাখার উপায় গুলোর মধ্যে অন্যতম।