২০২৪ সালের এইচএসসি বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কবে প্রকাশিত হবে

কিছুদিন আগে প্রকাশিত হওয়া এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ফলাফল ২০২৪ কবে প্রকাশিত হবে সেটা জানার জন্য অনেক শিক্ষার্থী অধির আগ্রহে অপেক্ষা করছেন। এবারের ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন শুরু হয়েছিল গত ১৬ অক্টোবর ২০২৪ তারিখে এবং মেয়াদ শেষ হয়েছে ২২ অক্টোবর মঙ্গলবার।

প্রতিটি বিষয়ের এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার জন্য খরচ হয়েছে ১৫০ টাকা করে। ঘরে বসে মোবাইলে এসএমএসের মাধ্যমেই এই প্রক্রিয়া সম্পন্ন করা যায়। এবং ফলাফলও মোবাইলের মাধ্যমে জানা যাবে।

একজন শিক্ষার্থী চাইলে একাধিক বিষয়ের রেজাল্ট যাচাইয়ের জন্য আবেদন করতে পারে। এক্ষেত্রে প্রতিটি বিষয়ের সাবজেক্ট কোডের পর কমা বসাতে হয়।

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৪ ফলাফল কবে প্রকাশিত হবে

পাবলিক পরীক্ষার ফলাফল এবং বোর্ড চ্যালেঞ্জের ফলাফল সাধারণত 30 থেকে ৪৫ দিনের মধ্যে প্রকাশিত হয়। তবে এ ব্যাপারে জাতীয় শিক্ষা বোর্ড এখনো কোনো ঘোষণা প্রদান করেনি। তবে আগামী ১ মাস থেকে ৪০ দিনের মধ্যে এই ফলাফল প্রকাশ্য করা হবে বলে আশা করা যায়। অনেক সময় এর চাইতে কম সময়েও রেজাল্ট প্রদান করা হয়।

প্রতিটি শিক্ষার্থী মোবাইলে এসএমএসের মাধ্যমে অথবা অনলাইনে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে হতে রেজাল্ট দেখতে পারবেন। যেহেতু ২২ তারিখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তাই আশা করা যায় আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহেই আপনি পেয়ে যাবেন কাঙ্খিত ফলাফল।

২০২৪ সালের এইচএসসি এবং সমমানের পরীক্ষায় মোট অংশগ্রহণ করেছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী। কিন্তু বেশ কয়েকটি বিষয়ে পরীক্ষা গ্রহণ করার পর চলমান আন্দোলনের কারণে স্থগিত হয়ে যায় পরীক্ষা।

পরবর্তীতে আবার তারিখ ঘোষণা করা হলেও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। সর্বশেষ ১৮ জুলাইয়ের সকল পরীক্ষা স্থগিত করা হলে পরবর্তীতে আর নেওয়া হয়নি। পরীক্ষার নতুন তারিখ ঘোষণার পর শিক্ষার্থীরা আন্দোলন করে পরীক্ষা বাতিল করার জন্য। পরবর্তীতে সাবজেক্ট ম্যাপিং করে পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়।

এবারে রেজাল্ট অনুযায়ী এ প্লাসের সংখ্যা বৃদ্ধি পেলেও কমেছে পাশের হার। যেটি গতবারের তুলনায় অনেকটাই কম। তাইতো পুনঃনিরীক্ষণের জন্য আবেদনের করেছেন অসংখ্য শিক্ষার্থী। সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা এবং অন্যান্য বোর্ডের স্টুডেন্টরাও আবেদন করতে পারবেন ফলাফল পুনরায় যাচাই করার জন্য।

রেজাল্ট পাবলিশ করার পর এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৪ ফলাফল কবে প্রকাশিত হবে সেই অপেক্ষায় রয়েছে অসংখ্য স্টুডেন্ট এবং অভিভাবক। কারণ অনেকেরই হয়তো ভালো প্রস্তুতি এবং পরীক্ষা দেওয়ার পরেও আশানুরূপ ফল করতে পারেননি। যার কারণে সুযোগ থাকে বোর্ড চ্যালেঞ্জ করার।

Hsc Board Challenge Result 2024

এসএসসি এবং এইচএসসি সহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় এ ধরনের সুবিধা রয়েছে। কোন কারণে একটি পাবলিক পরীক্ষায় অকৃতকার্য হলে একটি বছর অপেক্ষা করতে হয়। আর লেখাপড়ার ক্ষেত্রে ১ বছর সময় অনেক গুরুত্বপূর্ণ। আর যদি একজন স্টুডেন্ট পরীক্ষার খাতায় ভালো না করে তাহলে ফলাফল কখনোই ভালো আশা করা উচিত নয়। কারণ বোর্ড করতে পক্ষ খুবই মনোযোগ সহকারে এবং অত্যন্ত দক্ষতার সাথে এই কাজ গুলি সম্পন্ন করে তারপর ফলাফল প্রকাশ করে।

প্রতিটি পরীক্ষায় সিজিপিএ বা রেজাল্ট খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এইচএসসি পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেওয়ার সময় যোগ্যতার অন্যতম শর্ত হচ্ছে নির্ধারিত জিপিএ। সামান্য কয়েকটি পয়েন্টের জন্যই অনেক সুযোগ হাতছাড়া হয়ে যায়। অনেকে আবার প্রশ্ন করে থাকেন পুনরায় ফলাফল যাচার জন্য আবেদন করলে কি ভালো রেজাল্ট পাওয়া যায়?

এর উত্তর হচ্ছে হ্যাঁ। অনেক সময় অসাবধানতা কিংবা ত্রুটির কারণে কারো ফলাফল ভুল আসতে পারে। তাইতো জাতীয় শিক্ষা কর্তৃপক্ষ স্টুডেন্টদের রেজাল্ট পুনরায় যাচাই করে দেখার সুযোগ প্রদান করেছে। নির্ধারিত ফি প্রদান করে যে কেউ ইচ্ছামত সাবজেক্টের রেজাল্ট গুলো পুনরায় যাচাই করার জন্য অনুরোধ করতে পারবেন। যেহেতু গত ২২ অক্টোবর আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে তাই এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৪ ফলাফল কবে প্রকাশিত হবে সেটির জন্য অপেক্ষা করছে শিক্ষার্থী এবং অভিভাবকরা।

Leave a Comment