২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা কবে হবে

আসছে বছর অর্থাৎ ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে জুন মাসের শেষ সপ্তাহে। গত ২৭ অক্টোবর রবিবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এই তথ্যগুলি জানিয়েছেন। যদি অন্য কোন পরিস্থিতি না দেখা যায় তাহলে এই শিডিউলের মধ্যেই পরীক্ষা গ্রহণ করতে চায় তারা।

এব্যাপারে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সাংবাদিকদেরকে জানান, মার্চ মাসে এবার থাকবে পবিত্র মাহে রমজান। ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে ৩১ শে মার্চ অথবা ১ এপ্রিল। তারপরে পরিপ্রেক্ষিতে রোজার ঈদকে সামনে রেখে এপ্রিলে এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে।

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা ঈদুল আযহার পর অর্থাৎ জুন মাসের শেষের দিকে নেওয়ার প্রস্তুতি চলছে। এবারের পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হতে পারে ৭ জুন ২০২৫ তারিখে। ঈদের বন্ধের বন্ধের পর জুন মাসের শেষ সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষা গুলো শুরু করা হতে পারে।

বিগত ১৬ বছর ধরে SSC সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসে এবং HS পরীক্ষা অনুষ্ঠিত হয় এপ্রিল মাসে। কিন্তু করোনা পরবর্তী সময়ে এই পরীক্ষার শিডিউল গুলি কিছুটা এলোমেলো হয়ে যায়। সেই সময় এই প্রথমবার HSC Exam যথাসময়ে নেওয়া সম্ভব হয়নি। সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল প্রকাশ করা হয়েছিল এবং শিক্ষার্থীদেরকে সনদ প্রদান করা হয়েছে।

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা কবে হবে

শিক্ষার্থীদের জন্য SSC এবং HSC পরীক্ষা বেশ গুরুত্বপূর্ণ। কাঙ্খিত বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য এই ২টি পরীক্ষার জিপিএ ব্যাপক ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতেও জুড়ে দেওয়া হয় ন্যূনতম জিপিএ এর শর্ত। তাইতো অভিভাবক এবং শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ থাকে পরীক্ষা সংক্রান্ত সকল বিষয় সম্পর্কে।

চলতি বছরের এইচএসসি পরীক্ষায়ও বেশ কয়েক দফায় স্থগিত ঘোষনা করা হয় এবং পরবর্তীতে শিক্ষার্থীদের দাবির মুখে সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট প্রদান করা হয়। কারণ জুলাই এবং আগস্ট মাসের কিছু সময় ধরে দেশে চলমান ছিল ছাত্র জনতার আন্দোলন। পরবর্তীতে ৫ আগস্ট দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। তারপর থেকে এদেশের বিভিন্ন বিভাগের সংস্কার মূলক কার্যক্রম হচ্ছে।

ইতিমধ্যে মাধ্যমিক এবং প্রাথমিক পর্যায়ে বেশ কিছু পাঠ সংশোধনের ঘোষণা দেওয়া হয়েছে। এসএসসি পর্যায়ে বিভাগ বিভাজন বাতিল করা হয়েছিল সেটিও আসছে বছর থেকে পুনর্বহাল করা হবে। সেই সাথে ঘোষণা হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বই বাতিলের। প্রাথমিক বিদ্যালয়ে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর বইতেও আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন

সেই ধারাবাহিকতা পরিলক্ষিত হচ্ছে শিক্ষা ব্যবস্থায়ও। কারিকুলামেও আনা হচ্ছে পরিবর্তন। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা (HSC Exam 2025) অনুষ্ঠিত হতে পারে জুন মাসের শেষ সপ্তাহে।

Leave a Comment