বিশ্বজুড়ে ইতিমধ্যে এবারের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ নিয়ে বেশ গোল শুরু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে ভারত বনাম বাংলাদেশ খেলা। এবারের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাইয়ের স্টেডিয়ামে। ক্রিকেটপ্রেমীদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেখানকার পিচের অবস্থা নিয়ে।
তবে দুবাই শহরের স্টেডিয়ামের প্রধান ম্যাথিউ স্যান্ডেরি সাংবাদিকদের কে জানিয়েছেন যে পিচে সাধারণ বাউন্স থাকবে। যার কারণে ভারত বনাম বাংলাদেশ ম্যাচের ক্রিকেটাররা খুব সহজেই বিভিন্ন ধরনের শট দিতে পারবেন। তবে বলার জন্য চিন্তার কিছু নেই। তবে তিনি যাই বলেন না কেন ২০ শে ফেব্রুয়ারির এই খেলায় ভারতের বিপক্ষে বাংলাদেশের লড়াইয়ে পিচের ভূমিকা কতটুকু থাকবে তা নিয়ে নানা ধরনের কল্পনা কল্পনা চলছে।
ভারতের বিখ্যাত সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এর কাছে দেওয়া একটি সাক্ষাৎকার আরো বলেন কোন দলই বিশেষ ধরনের পিচ চায়নি। অর্থাৎ যেহেতু তাদের রিকোয়ারমেন্ট নেই তাই স্বাভাবিক উইকেটে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। তবে তাদের লক্ষ্য যে সেরা মানের উইকেট তৈরি করা সেটিও বলেছেন। সেই সাথে ব্যাটসম্যানরা যাতে খুব সহজে তাদের শটগুলো খেলতে পারে তার জন্য যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে যারা বল করবেন তাদের ওলান থেকে খেয়াল রাখতে হবে বলে বলেছেন স্যান্ডেরি।
কেমন হবে ভারত বনাম বাংলাদেশ খেলা
বাংলাদেশের সাথে ভারত ও পাকিস্তান নিউজিল্যান্ডের তে এই চারটি দেশকে নিয়ে গঠিত এ গ্রুপটি খুবই প্রতিযোগিতা পূর্ণ। তার মধ্য ভারত বনাম বাংলাদেশ খেলাটি দর্শকদের কাছে আকর্ষণের মূল কেন্দ্র। দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে বিগত ম্যাচগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে এখানে উচ্চ স্তরের ম্যাচ হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। তবে রাতের বেলায় ব্যাটসম্যানদের কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে পারে। এর কারণ হচ্ছে চারিদিকের শিশিরের প্রভাব। তাই অধিনায়কদের খুবই দক্ষতার সাথে সে কঠিন সিদ্ধান্ত নিতে হবে।
কারণ স্টেডিয়ামের পিছে যদি শিশির পড়তে থাকে তাহলে সেটি ম্যাচের উইকেটের আচরণ পরিবর্তন করে দিতে পারে। এর আগে ইন্ডিয়া পাকিস্তানের বিপক্ষে একবার এশিয়া কাপ জিতেছিল ২০২০ সালে এবং সেটির দুবাইতে। এবার যেহেতু ম্যাচ যেহেতু দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে তাই কৌশলগত কারণে এটি দীর্ঘ ও কিছুটা আলাদা হবে। তবে যে সকল ওভার স্পিন নির্মাণ হবে সেগুলো উইকেটের ক্ষেত্রে কতটা কার্যকর হবে এবং বেটাররা কিভাবে সামাল দেবে সেটাই দেখার বিষয়। সবশেষে ভারত বনাম বাংলাদেশ খেলায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে নিজেদের সামর্থকতা প্রমাণ করতে পারবে তার অপেক্ষায় রয়েছে অসংখ্য ক্রিকেট প্রেমী।