গ্রামীণফোনের সাথে আইটেলের ১০ হাজার টাকায় মোবাইল

কম বাজেটে সেরা একটি স্মার্টফোন কেনার ইচ্ছে সবারই থাকে। তাইতো ১০ হাজার টাকায় সেরা মোবাইল আনলো দেশের অন্যতম সিম অপারেটর জিপি এবং মোবাইল নির্মাণকারী প্রতিষ্ঠান আইটেল। ইতিমধ্য আইটেলের নতুন মডেল এ৮০ উন্মোচন করা হয়েছে। সেই সাথে ফোনটির দাম রাখা হচ্ছে মাত্র ৯৯৯০ টাকা। সাথে থাকছে গ্রামীণফোনের বিভিন্ন আকর্ষণীয় ইন্টারনেট প্যাকেজ। অর্থাৎ ১০ হাজার টাকা দিয়ে আপনি যদি এই স্মার্টফোনটি ক্রয় করে থাকেন তাহলে সাশ্রয় মূল্যে আপনি বেশ ইন্টারনেট সুবিধা উপভোগ করতে পারবেন।

একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আরো জানানো হয়েছে আইটেলের এ৮০ মোবাইলটির ডিসপ্লে হচ্ছে ৬.৭ ইঞ্চি। এমনকি অল্প বাজেটের রয়েছে ১২৮ গিগাবাইট ক্ষমতা সম্পন্ন স্টোরেজ। সেই সাথে আছে ৪ গিগা বাইটের র‍্যাম এবং ডিসপ্লের রিফ্রেশ রোট ১২০ হার্টজ। অর্থাৎ অল্প দামের এই ফোনটি দিয়ে আপনি খুবই সুন্দর ভাবে ভিডিও উপভোগ করতে পারবেন পাশাপাশি গেমও খেলতে পারবেন।

গ্রামীণফোনের সাথে আইটেলের ১০ হাজার টাকায় মোবাইল

আমরা জানি মোটামুটি এই ধরনের একটি কনফিগারেশনের মোবাইল কিনতে খরচ পড়ে যায় ১৫ থেকে ২০ হাজার টাকা। কিন্তু ১০ হাজার টাকার মোবাইলটিতেই রয়েছে ডাস্ট রেজিস্ট্যান্স প্রযুক্তি। অর্থাৎ ধুলাবালিতে ব্যবহার করলে মোবাইলে খুব একটা ডাস্ট জমবে না। আর ব্যাটারির কথা শুনলে আপনি আরো অবাক হয়ে যাবেন। ৫০০০ মিলি আম্পিয়ারের এই ব্যাটারি একবার চার্জ করে আপনি দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন।

গ্রাহকদের কথা চিন্তা করে এই উদ্যোগটি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা। মূলত একটি আধুনিক স্মার্টফোন যেটাতে কিনা আপনি খুব সুন্দর ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি এবং অন্যান্য মিডিয়া ফাংশন গুলো ব্যবহার করতে পারবেন সেটা কিন্তু বেশ খরচ হয়ে যায়। বর্তমান বাজারে 4gb ram এবং ১২৮ জিবি স্টোরেজের একটু ফোন কিনতে গেলে কমপক্ষে খরচ করতে হবে ১৫ হাজার টাকা। সেই দিক বিবেচনায় এটি খুবই সাশ্রয়ী একটি ফোন হতে যাচ্ছে।

আর আমরা বিভিন্ন মডেলের আইটেলের ফিচার ফোন অর্থাৎ বাটন ফোন ব্যবহার করেছি। যেগুলোর মূল্য সাধারণত ১ হাজার টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। ফিচার ফোন গুলো অনেকের ব্যবহার করে শুধুমাত্র কথা বলার জন্য। আর এ সকল ফোনে চার্জ ব্যাকআপও দিয়ে গোপন থাকে। কিন্তু ১০ হাজার টাকার মোবাইল itel ৫,০০০ এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করাই এটিও এক চার্জের মোটামুটি সারাদিন ব্যবহার করা যাবে।

আর মোবাইলের সাথে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের অন্যতম সিম অপারেটর জিপির ইন্টারনেট সুবিধা। স্মার্টফোন ইন্টারনেট ছাড়া যেন একদমই ব্যবহার করা যায় না। তাই এই দুইয়ের কম্বো প্যাকেজটি ইউজারদের ব্যবহারের কথা চিন্তা করেই আনা হয়েছে। আইটেলের ১০ হাজার টাকার মোবাইলের মধ্যে আরো রয়েছে যেন টেন। বাংলাদেশের বাজারে এই মোবাইলটি লঞ্চ হয়েছে ১০ জনুয়ারি। অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে এন্ড্রয়েড ১৪ এবং এতে রয়েছে ৬.৬ ইঞ্চি একটি ফুল এইচডি ডিসপ্লে। সাথে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা যেটা দিয়ে আপনি এইচডি কোয়ালিটিতে ভিডিও করতে পারবেন।

Leave a Comment