Jail Prison Guard Job Circular বা বাংলাদেশ জেল পুলিশ কারারক্ষী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। কারা অধিদপ্তরের অধীনে এর মাধ্যমে সর্বমোট ২টি পদে ৫৫০ জন জনবল রিক্রুট করা হবে। আবেদনের প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা, ফি, পরীক্ষা ইত্যাদি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
বিগত ১৪ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রকাশিত হওয়া এই জেল প্রবজন গার্ড জব সার্কুলার টি তে আগামী ১৬ই মার্চ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন সাবমিট করা যাবে।
সব মিলিয়ে ২টি পদে সর্বমোট ৫০৫ জনবল নিয়োগ প্রদান করা হবে।
Jail Prison Guard Job Circular 2025
১। কারারক্ষী
এই পদে ৩৭৮ টি লোকবল নিয়োগ দেয়া হবে। আবেদন করার জন্য প্রার্থীদেরকে অবশ্যই এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও রয়েছে শারীরিক যোগ্যতা। যেমন পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে সর্বনিম্ন ১.৬৭ মিটার। সর্বনিম্ন ওজন হতে হবে ৫২ কেজি এবং প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
প্রতি মাসে বেতন প্রদান করা হবে ৯,০০০ থেকে ২১৮০০ টাকা পর্যন্ত। ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।
২। মহিলা কারারক্ষী
বাংলাদেশ জেল পুলিশ কারারক্ষী নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে সর্বমোট ১১৭ জন মহিলা কর্মী নিয়োগ প্রদান করা হবে। সকল শর্ত ১ নং পদের মতই। শুধুমাত্র উচ্চতার ক্ষেত্রে সর্বনিম্ন ১.৫৭ মিটার হতে হবে। মহিলা কারারক্ষীদের অবশ্যই অবিবাহিত হতে হবে সেই সাথে ওজন থাকতে হবে ৪৫ কেজি।
জেল পুলিশ কারারক্ষী নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী
• Jail Prison Guard Job Circular এপ্লাই করার জন্য প্রার্থীকে জাতীয় পরিচয় পত্র অথবা তার আবেদনের স্লিপ থাকতে হবে। বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।
• বয়স প্রমাণের ক্ষেত্রে কোন ধরনের এফিডেফিট গ্রহণযোগ্য নয়।
• শিক্ষাগত যোগ্যতা প্রমানের জন্য সনদপত্রের মূল কবি প্রয়োজন হবে। তাছাড়া অন্যান্য জাতীয়পত্র, সিটি কর্পোরেশন কিংবা পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট লাগবে।
• যারা কোটার মাধ্যমে আবেদন করবেন তাদেরকে অবশ্যই সংশ্লিষ্ট সনদপত্র লাগবে।
বাংলাদেশ জেল পুলিশ কারারক্ষী নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের অন্যান্য শর্তাবলী সাধারণত সরকারি চাকরির মতোই। যেখানে নির্ধারিত সাইজের ছবি, স্বাক্ষর ইত্যাদি আপলোড করতে হবে। এ সকল তথ্যগুলি আপলোড করার শেষে নির্ধারিত ফি প্রদান করে এসএমএসের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে। আমরা জানি গভারমেন্ট জবগুলোর ফি পরিশোধ করতে হয় টেলিটক সিমের মাধ্যমে। Jail Prison Guard Job Circular অনুযায়ী ৫০ টাকার ফি এর সাথে সার্ভিস আরো ৬ টাকা খরচ হবে। অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করার পর ৭২ ঘণ্টার মধ্যেই এই ফি জমা দিতে হবে।