রাজধানীর ঢাকায় অবস্থিত সাতটি কলেজের নতুন নাম হতে পারে জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়। এমনই এক সংবাদ ইন্টারনেটের মাধ্যমে বেশ চর্চা হচ্ছে। জানা গিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের নেতৃত্ব দেন কমিটির পক্ষ থেকে এই নামটি উল্লেখ করা হয়েছে। যদি শিক্ষার্থীরা চায় তাহলে তাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ইউনিভার্সিটি গুলোর নাম এটি রাখতে পারে।
বিগত ৩০ জানুয়ারি বৃহস্পতিবার একটি বৈঠক করেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এফ এম এ ফয়েজ। সেখানে আরো অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা-কর্মচারীরা উল্লেখ করে। উত্তর বৈঠকে জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়ের নামটি প্রস্তাব করা হয়।
এ ব্যাপারে ইউজিএসের চেয়ারম্যান সাংবাদিকদেরকে জানান বেশ কয়েকটি নামের মধ্যে উত্তর নামটি তাদেরকে বেশ ভালো লাগে। এমনকি বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা এই নামটি সম্পর্কে ভালোই প্রশংসা করেছেন। তবে চূড়ান্ত ভাবে কি নাম নির্ধারণ করা হবে সেটি একমাত্র শিক্ষার্থীরাই বলতে পারবেন।
সাত কলেজের নতুন নাম জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়
এর আগে ন্যাশনাল ইউনিভার্সিটি অধীনে থাকা এই কলেজগুলোকে ঢাকা ইউনিভার্সিটির অধীনে আনা। সব মিলিয়ে এই সাতটি কলেজে শিক্ষার্থী লেখাপড়া করে প্রায় ২ লক্ষ এবং ১ হাজারেরও অধিক শিক্ষক রয়েছে। স্টুডেন্টদের দাবির মুখে এই কলেজগুলোকে ঢাকা ইউনিভার্সিটি হতে আলাদা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যেও ইজিসির পক্ষ থেকে বেশ কয়েকবার বৈঠকেও বসা হয়েছে।
২০১৭ সালে ঢাকা ইউনিভার্সিটি অধীনে আসা রাজধানীর এই স্বনামধন্য ও বৃহৎ কয়েকটি কলেজ কে নিয়ে বর্তমানে বেশ আন্দোলন হচ্ছে। এমনকি এর আগে এসএমএস এবং জিপিএর ভিত্তিতে যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হতো সেটি পরিবর্তনের দাবি জানানো হয়েছে। অর্থাৎ প্রতিটি কলেজ তাদের নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষার্থীদের ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। যার পরি প্রেক্ষিতে বর্তমান অনার্স কোর্সের এডমিশনে জটিলতা তৈরি হয়েছে এবং এটি মধ্য অনলাইনে আবেদন গ্রহণ বন্ধুরা তো হয়েছে। কিছুদিন আগে তিতুমীর কলেজের নাম পরিবর্তন নিয়েও শিক্ষার্থীরা বেশ আলোচনা তৈরি করেছিল।
উক্ত ইউনিভার্সিটির মধ্যে ইডেন মহিলা কলেজ এবং বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ রয়েছে। যে দুটি বিশ্ববিদ্যালয় কলেজ মূলত মেয়ে শিক্ষার্থীদের জন্য। এছাড়াও ঢাকা কলেজ সরকারি তিতুমীর কলেজ সহ রয়েছে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়। ডিইউ এর আন্ডারে পরিচলিত হওয়ার সময় স্টুডেন্টরা সেশন জটের মত নানা ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন বলে অভিযোগ করেন।
তবে বর্তমানে এই কলেজগুলোর নাম জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয় হবে কিনা সে ব্যাপারে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। স্টুডেন্টরা চূড়ান্তভাবে নির্ধারণ করবে যে এর নাম পরিবর্তন হয়ে কি হবে।