বিখ্যাত অপশন কম্পানি ইজিল লা এক্সোটিকার সাথে মেটা যৌথ ভাবে বাজারে নিয়ে আসছে স্মার্ট চশমা। এমনকি ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ গুলোতে রে ব্যানের সেলস শোরুম গুলোতে স্মার্ট চশমাটি সর্বোচ্চ বিক্রির তালিকা রয়েছে। এমনকি গত বছরই তারা সবচাইতে বেশি সংখ্যক স্মার্ট চশমা বিক্রি করেছে।
স্মার্ট চশমা কি
আমরা তো চশমার কথা অনেক শুনেছি। যাদের চোখের পাওয়ারের সমস্যা হয় তারা সমস্যা আর ধরন অনুযায়ী চশমা ব্যবহার করে এবং চোখে সুন্দরভাবে স্পষ্ট দেখতে পায়।
আবার বাইরের রোদ, ধুলাবালি ইত্যাদি হতে চোখ সুরক্ষিত রাখতে আমরা রোদ চশমা ব্যবহার করে থাকি। বিজ্ঞানের বিভিন্ন গল্প কাহিনীতে আমরা পড়েছি কিংবা বিভিন্ন হলিউডের সিনেমায় দেখেছি চশমার মধ্যে অনেক ধরনের কম্পিউটার লাগানো থাকে। যার মাধ্যমে একজন ব্যক্তির সাধারণ চশমা বিভিন্ন ধরনের কাজ করতে পারেন।
তাহলে কি সেই কল্পকাহিনী গুলো সত্যি হতে যাচ্ছে?
স্পিকার, অডিও সুবিধা, ক্যামেরা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাও থাকে আধুনিক এই চশমায়। তবে এর চশমার ফ্রেমটি অন্যান্য সাধারণ প্রেমের মতোই। প্রতি চশমার দাম পড়বে ৩০০ ডলার। যদিও এর আগে মেয়েটা ভার্চুয়াল রিয়েলিটির হেডসেট বাজারে এনেছিল কিন্তু সেটি গ্রাহকদের নজর কাটতে ব্যর্থ হয়।
কিন্তু এবার মেযটার স্মার্ট চশমাটি অন্যান্য সাধারণ চশমার বৈশিষ্ট্য অনুসারী তৈরি করা হয়েছে। এমনকি এটার ওজন ৫০ গ্রামেরও কম। আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রয়োজন এর কথা চিন্তা করেই এটিকে সাজানো হয়েছে।
৩০০ ডলারের স্মার্ট চশমাটির মাধ্যমে আপনি খুব দ্রুতগতিতে বিভিন্ন ধরনের অনুবাদ এবং হাতের স্পর্শ ছাড়াই ছবি এবং ভিডিও ধারণ করতে পারবেন। এমনকি এর ভেতরে একটি মেমোরি এবং সেটি প্রসেসিং করার ক্ষমতা রয়েছে।
কি কি ফিচার থাকছে এই স্মার্ট চশমায়
আপনি চাইলে ইয়ার বার্ডসের মত স্মার্টফোনও মোবাইলের সাথে যুক্ত করতে পারবেন। একটি কৃত্রিম বুদ্ধিমত্তার চিপসের ব্যাটারি সুবিধার পাশাপাশি ভালো চার্জিং ব্যাকআপ রয়েছে। মিটার সঙ্গে যদি আপনি একবার ফুল চার্জ করেন তাহলে সেটি ব্যবহার করতে পারবেন চার ঘন্টা। মেয়েটার প্রতিদ্বন্দ্বে ইসলাম স্যার চর্চা গুলো রয়েছে সেগুলো একবার ফুল চার্জের ব্যবহার করা যায় ১ ঘন্টা। যদিও বাংলাদেশ এটি পুরোপুরি ভাবে বিক্রি শুরু হয়নি তবে আপনি বিশ্ব বিখ্যাত বড় বড় ই-কমার্স সাইট হতে এটি অর্ডার করতে পারবেন।
আমরা ছোটবেলা থেকেই যে উন্নত এবং প্রযুক্তি নির্ভর সভ্যতার চিন্তা করে সেটি হয়তো বা আস্তে আস্তে বাস্তব হতে যাচ্ছে। যার আরো একটি অনন্য উদাহরণ হচ্ছে স্মার্ট চশমা।