অনেক তরুণীরা আছেন যারা কিনা ঘরে বসে চাকরি করার উপায় জানতে চান। তাইতো মেয়েদের অনলাইন জব সম্পর্কে আমি আজকে আলোচনা করব। বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির উন্নতি হওয়ার ফলে বড় বড় অনেক চাকুরী রয়েছে যেগুলো ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন করা যায়। ঘরের সকল কাজকর্ম করার পাশাপাশি একটি চাকরি করার সুযোগ থাকলে সেটি খুব একটা মন্দ হয় না।
পরিবারের নানা সমস্যা কিংবা পরিস্থিতির কারণে অনেক মেয়েদের সম্ভব হয় না ঘরের বাইরে গিয়ে চাকরি করা। কিন্তু লেখাপড়া এবং যথেষ্ট দক্ষতা যোগ্যতা থাকা কারণে তারা আগ্রহী হয়ে ওঠে কিছু একটা করার জন্য। এই ক্ষেত্রে সবচাইতে ভালো একটি উপায় হচ্ছে ঘরে বসে অনলাইনে জব করা। যদিও বর্তমানে অনেক উদ্যোক্তারা বাসায় বসেই ফেসবুক পেইজ, ইউটিউব ইত্যাদি প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি কন্টেন্ট ক্রিয়েট করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। তবু আজকে আমি শুধুমাত্র জব গুলি সম্পর্কে আলোচনা করব।
সোশ্যাল মিডিয়া ম্যানেজার
অনেক বড় বড় সেলিব্রেটি কিংবা জনপ্রিয় ব্যক্তি রয়েছেন যাদের বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া একাউন্ট থাকে। ব্যস্ততার কারণে এ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম গুলি নিয়মিত দেখাশোনা করার সুযোগ হয় না। তাই তারা একজন ম্যানেজার নিয়োগ করেন সকল কিছু দেখাশোনা করার জন্য। যাদের দায়িত্ব থাকে নিয়মিত পোস্ট করা, কমেন্টসের রিপ্লাই দেওয়া, গুরুত্বপূর্ণ মেসেজ গুলোর উত্তর দেওয়া ইত্যাদি।
যেহেতু পুরোটাই ইন্টারনেটের কাজ, তাই মেয়েদের অনলাইন জব হিসেবে এটি খুবই জনপ্রিয়। এমনকি অনেক বড় বড় পণ্য বিক্রয়ের পেজ রয়েছে যেগুলোর মাধ্যমে অর্ডার সংগ্রহ করা এবং কাস্টমারের কে যথাযথ তথ্য সরবরাহ করার কাজও পাওয়া যায়।
আবার কোন কোন প্রতিষ্ঠানের ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের একাউন্ট গুলি ব্যবস্থাপনা করার জন্য সাধারনত মেয়েদের নিয়োগ প্রদান করে থাকে।
এ ধরনের মেয়েদের অনলাইন জবগুলোতে সাধারণত ১৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত বেতন পাওয়া যায়।। তবে যোগ্যতা দক্ষতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে এই বেতনের পরিমাণ আরও বেশি হতে পারে।
মেয়েদের অনলাইনে জব – গ্রাফিক্স ডিজাইনার
বর্তমান সময় পৃথিবীর অন্যতম জনপ্রিয় পেশা এটি। যেহেতু এই কাজটির সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে করতে হয় তাই বেশিরভাগ প্রতিষ্ঠানে অনলাইনে লোক হাড় করে থাকে। এর মাধ্যমে প্রতিষ্ঠানের ও বেশ কিছু অর্থ সাধ্য হয়। কারণ এই ধরনের অনলাইন জব গুলোতে সাধারণত কিছু কম টাকা হলেও অনেক মানুষ করতে আগ্রহী হয়।
কারণ নিয়মিত অফিসে যাতায়াত করে চাকুরির ক্ষেত্রে বেশ কিছু বাড়তি খরচ থাকে। তবে গ্রাফিক্স ডিজাইন এর জব করতে আপনাকে অবশ্যই যথাযথ অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে।
আপনি চাইলে শুধু ঘরেই না বরং পৃথিবীর বিভিন্ন জায়গায়ও বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করতে পারেন।
মেয়েদের অনলাইনে জব করার অন্যান্য কিছু উপায়
উপরোক্ত উল্লেখিত দুটি সেক্টর ছাড়া আরো অনেক কাজ রয়েছে যেগুলো মেয়েরা ঘরে বসেই করতে পারে। সেগুলোর একটি তালিকা নিম্নে উল্লেখ করা হলো।
প্রোগ্রামার: আপনি যদি যেকোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে থাকেন তাহলে অনেক আইটি ফার্ম এবং ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ঘরে বসে কাজ করতে পারবেন।
ডিজিটাল মার্কেটিং: বর্তমানে মেয়েদের ঘরে বসে চাকরি করার অন্যতম জনপ্রিয় একটি সেক্টর। এমনকি বাংলাদেশের অনেক তরুন তরুণীরা এর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে আয়কর।
কনটেন্ট রাইটিং: বিভিন্ন ধরনের ব্লগ ওয়েবসাইট, পত্র-পত্রিকা, ম্যাগাজিন ইত্যাদিতে প্রচুর পরিমাণে কন্টেন্টের প্রয়োজন হয়। আপনার যদি লেখালেখির অভ্যাস থাকে তাহলে মেয়েদের অনলাইনে জব হিসেবে এটি বেশ ভালো সুযোগ।
ট্রান্সলেটর: আপনি যদি বাংলা ইংরেজি ছাড়া অন্য কোন ভাষায় দক্ষ হয়ে থাকেন তাহলে মার্কেটপ্লেস হতে ট্রান্সলেটরের কাজ করতে পারেন। এক্ষেত্রে আপওয়ার্ক, ফাইবার ইত্যাদি বড় বড় মার্কেটপ্লেস রয়েছে যেখানে এই ধরনের কাজ গুলো পাওয়া যায়।
অনলাইনে শিক্ষকতা: বর্তমানে অনেক অ্যাপ রয়েছে যারা অনলাইনে টিউশন দিয়ে থাকে। আপনি এই পদ্ধতিতে ঘরে বসেই স্টুডেন্ট পড়িয়েও বেশ ভালো টাকা আয় করতে পারেন।
ভয়েস ওভার সার্ভিস: এটি হচ্ছে যে কোন বিজ্ঞাপন কিংবা ভিডিওর জন্য ভয়েস প্রদান করা। বিভিন্ন ইউটিউব আর কন্টেন্ট ক্রিয়েটররা মিনিট অথবা সেকেন্ড হিসেবে চার্জ প্রদান করে থাকে।
মেয়েদের অনলাইনে জব খোঁজার উপায় কি
এক্ষেত্রে Linkedin, বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপ, চাকুরীর ওয়েবসাইট, বিভিন্ন প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে খুঁজে নিতে পারেন। এখান থেকে আপনি জব সার্কুলার পেয়ে যাবেন।
আর যদি আপনার বিশেষ কোন বিষয়ে দক্ষতা যেমন ডিজাইন ডিজিটাল মার্কেটিং প্রোগ্রামিং ইত্যাদি থেকে থাকে তাহলে অনলাইন মার্কেটপ্লেসগুলোতে কাজ করতে পারেন। এক্ষেত্রে Upwork বা ফাইবারের মতো প্ল্যাটফর্ম গুলোতে প্রথমে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তারপর অনেকটা সিভির মত করেও একাউন্টে নানা ধরনের তথ্য ও যুক্ত করার পর কাজের জন্য আবেদন করতে পারবেন। এভাবেই মেয়েদের অনলাইনে জব খুঁজে পাওয়া যায়। তবে যেকোনো ধরনের আকর্ষণীয় অফার গ্রহণ করার আগে ভালোভাবে যাচাই-বাছাই করে দেখবেন। অনেক সময় প্রতার নানা ধরনের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিতে পারে।