বিগত বেশকিছু বছর ধরে মানুষের ব্যবহার করা বিভিন্ন ডিভাইস গুলোতে ব্যাপক উন্নতি শাধিত হয়েছে। কিন্তু তার সাথে সমস্যাও রয়েছে। যেমন মোবাইল ফোনের চার্জার বিষয়টি। বেশিরভাগ এন্ড্রয়েড স্মার্টফোন গুলোতেই ইন্টারনেট ব্যবহার করে একদিনের বেশি ব্যাকআপ পাওয়া দুষ্কর। আবার অনেকের ডিভাইস চার্জ হতে অনেক সময় নেয়।
চলুন আপনার হাতের মোবাইল ফোন দ্রুত চার্জ করার উপায় গুলো কি কি সে সম্পর্কে জেনে নেই।
সঠিক চার্জার ব্যবহার করুন
আমরা যখন নতুন একটি ফোন কিনি তখন সেটার সাথে অরিজিনাল একটি চার্জার প্রোভাইড করা হয়। যেটির সাথেই সেই মোবাইলটির কনফিগারেশনের মিল থাকে। যদি কোন কারণে আসলে নষ্ট হয়ে যায় তাহলে বাজার থেকে আমরা অন্য চার্জার গুলো কিনে আনি। যেগুলো অনেক সময় মোবাইলের ব্যাটারির স্পেসিফিকেশনের সাথে ম্যাচ করেনা। যার কারনে চার্জ হতে সময় লাগে এবং ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে। তাই মোবাইলের সাথে সব সময় সঠিক চার্জারটি ব্যবহার করুন।
মোবাইল ফোন বন্ধ করে চার্জ দিন
যদি খুবই দ্রুত সময়ে ফোনটিকে চার্জ করার প্রয়োজন পড়ে তাহলে সেটা বন্ধ করে চার্জে দিন। এতে করে ব্যাটারি অনেক দ্রুত চার্জ হয়। এই পদ্ধতিতে আপনার প্রয়োজনীয় কল বা এসএমএস মিস হতে পারে। কারণ ফোন তো বন্ধ রাখতে হবে।
সরাসরি দেয়ালের বৈদ্যুতিক আউটলেটের সাথে সংযোগ করুন
পাওয়ার ব্যাংক কম্পিউটার, ইউপিএস ইত্যাদির সাথে কানেক্ট করলে মোবাইল চার্জ দেরিতে হতে পারে। সরাসরি আমার বাসা কিংবা অফিসের ওয়ালের সাথে যে ইলেকট্রনিক পোর্ট থাকে সেটির সাথে সংযুক্ত করে দিন। এতে করে ফোন অনেক দ্রুত চার্জ হবে।
লো পাওয়ার মুড ব্যবহার করা
পুরোপুরি বন্ধ না করেও আপনি লো পাওয়ার মোড ব্যবহার করে দ্রুত ফোন চার্জ করতে পারবেন। প্রায় সব ধরনের এন্ড্রয়েড এমনকি ফিচার ফোনেও এই সুবিধাটি রয়েছে। পাওয়ার সেভিং মোড ব্যবহারের ফলে আপনার ব্যাটারির উপরে চাপ কম পড়বে এবং সেটিও দ্রুত চার্জ হবে।
এয়ারপ্লেন মোড ব্যবহার করা
ফোন বন্ধ না করে দ্রুত চার্জ করার অন্যতম একটি উপায়। এর মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের কল এবং নোটিফিকেশন গুলো পাবেন না। কারণ এয়ারপ্লেন মোড চালু করলে সমস্ত ধরনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাবে।
ফোন চার্জ দিয়ে ব্যবহার না করা
যাদের গেম বা ভিডিও দেখার অভ্যাস আছে তারা অনেকেই ফোন চার্জে দিয়ে ব্যবহার করে থাকেন। এতে ফোনের ব্যাটারি এবং মাদারবোর্ডের উপর চাপ পড়ে। তাই এই ধরনের অভ্যাস থাকলে তা পরিত্যাগ করে ফেলুন।
ফোনের স্বাভাবিক তাপমাত্রা
যেকোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করার ক্ষেত্রে আদর্শ তাপমাত্রা রয়েছে। মোবাইল ফোন চার্জিং এর সময় সেটা তাপমাত্রা সর্বনিম্ন ১০ থেকে সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা উচিত। সূর্যের আলো কিংবা অন্যান্য তারপরে এই ধরনের জায়গায় স্মার্টফোন রাখা উচিত নয়।
আশা করি মোবাইল দ্রুত চার্জ করার উপায় গুলি আপনাদের দৈনন্দিন জীবনে খুব কাজে লাগবে।। এত সকল উপায় গুলো অনুসরণ করে যদি কোন ধরনের উন্নতি না হয় তাহলে ভালো কোন টেকনিশিয়ান দেখাতে পারেন। ব্যাটারির কিংবা চার্জার ড্যামেজের কারনেও ফুল চার্জ হতে সময় লাগতে পারে।