মোবাইল ইন্টারনেট ব্যবহারের গতি বাড়াবেন কিভাবে

মোবাইলে ইন্টারনেটের গতি কম থাকলে সেটাই বেশ বড় অসুবিধার কারণ হতে পারে। আপনি যখন ভিডিও দেখবেন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো ব্যবহার করবেন তখন বেশ বিরক্তিকর পরিস্থিতি তৈরি করে কম স্পিডের ইন্টারনেট। ব্যাকগ্রাউন্ডে চলমান থাকা বিভিন্ন অ্যাপ ইত্যাদি কারণে এটি হতে পারে। তবে কিছু কৌশল অনুসরণ করে আপনি আবার সহজেই এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

বিভিন্ন প্রযুক্তি গবেষকদের মাধ্যমে জানা গিয়েছে যে মোবাইল ফোনে ইন্টারনেটের গতি বাড়ানোর বেশ কিছু উপায় রয়েছে। চলুন সে সম্পর্কে আজকে জেনে নেই।

মোবাইল ফোনের সফটওয়্যার আপডেট করুন

পুরনো অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার গুলি আপনার ফোনের ধীরগতির ইন্টারনেটের জন্য দায়ী হতে পারে। তাই সবসময় সকল আপডেটের দিকে নজর দিন এবং সময়মতো সেগুলো ইন্সটল করুন।

ব্যাকগ্রাউন্ডে চলমান আ্যপ

ধরুন আপনি একটি অ্যাপ ব্যবহার করছেন, কিন্তু সেটা পুরোপুরি ক্লোজ না করে শুধুমাত্র মিনিমাইজ করে আরেকটি অ্যাপ ব্যবহার শুরু করলেন। এতে করে পুরনো অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে চলমান অবস্থায় থাকে। আবার মোবাইলের ডিফল্টভাবেও এমন কিছু অ্যাপ থাকে যেগুলো ওপেন না করলেও ডাটা কনজিউম করতে থাকে। আপনি সেটিং থেকে চাইলে এই ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাপ চালু থাকার বিষয়টি বন্ধ করে দিতে পারেন। এতে করে মোবাইলের ইন্টারনেটের গতি বৃদ্ধি পাবে অনেক।

অন্য নেটওয়ার্ক ব্যবহার করা

আপনি যেই মোবাইল ইন্টারনেট কিংবা ব্রডব্যান্ড কানেকশনটি ব্যবহার করছেন সেটি পরিবর্তন করে অন্য কোন ইন্টারনেট কানেকশন দিয়ে পরীক্ষা করতে পারেন। এতে করে আপনি আসল সমস্যাটি ধরতে পারবেন।

ক্যাশ এবং কুকিজ ক্লিয়ার করা

মোবাইলের পারফরমেন্স কমাতে এবং ইন্টারনেটে ধীর গতির জন্য দায়ী ক্যাশ এবং কুকিজ। আপনি মোবাইলে অ্যাপ সেটিং থেকে প্রতিটি অ্যাপে থাকা ক্যাশ এবং কুকিজ গুলো ক্লিয়ার করে দিন। এতে করে পারফরমেন্সের যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনিভাবে মোবাইলের স্টোরেজও খালি হবে।

মোবাইলের ইন্টারনেট গতি বৃদ্ধির অন্যান্য উপায়

উপরের কোন উপায়ে ঠিকঠাকভাবে কাজ না করলে নেটওয়ার্ক সেটিং রিসেট করুন। অনেক সময় সেটিংসে গোলযোগের কারণে মোবাইলের ইন্টারনেট ঠিকঠাকভাবে চলতে পারে না।

আবার আপনার মোবাইল অপারেটরে ডাটা যদি থ্রি-জি থাকে কিংবা সিম যদি ফোর-জি করা না থাকে তাহলেও ইন্টারনেটের গতি অনেক কম থাকতে পারে। এটিও যাচাই করে নিন। কারণ বর্তমানে ফোর-জি ইন্টারনেট সেবা প্রোভাইড করা হয়ে থাকে।

উপরের একটা কারণ গুলো ছাড়া মোবাইলের দুর্বল পারফরম্যান্সের কারণেও এই সমস্যাটি হয়ে থাকে। সে ক্ষেত্রে ভালো কোন সার্ভিসিং সেন্টারে গিয়ে মোবাইলটি চেক করাতে পারেন। আশা করি ইন্টারনেটের প্রতি বৃদ্ধির উপায় গুলি আপনাদের জীবনে বেশ কাজে লাগবে।

Leave a Comment