ঢাকার মোহাম্মদপুরে কম দামে কেনাকাটা করার মার্কেট

আমরা যারা রাজধানীতে বসবাস করি তারা অনেক সময় ঢাকাতে কম দামে কেনাকাটা করার মার্কেট সম্পর্কে খোঁজ খবর নিয়ে থাকে। আজকে আমি আলোচনা করব ঢাকার মোহাম্মদপুরের কৃষি মার্কেট নিয়ে। যেখানে সব মিলিয়ে দোকান রয়েছে প্রায় ২০০ টি। তবে বেশির ভাগ দোকান গুলোই ভ্যানের উপর দাঁড়িয়ে রয়েছে। যেগুলো সকালবেলা বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আসে এবং রাতের বেলা আবার চলে যায় বা বন্ধ হয়ে যায়।

ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত এই দোকানটিই প্রতিষ্ঠিত হয়েছে ১৯৭৮ সালের দিকে। তারপর থেকে দীর্ঘদিন ধরেই নানা শ্রেণীর মানুষের বিভিন্ন পণ্যের সরবরাহ করে যাচ্ছে। সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এমন কিছু নেই যা আপনি এখানে পাবেন না। শাড়ি, গহনা, মশারি, পর্দা, ডিনার সেট সবাই মিলবে এখানে। আপনি যদি দামে কম কিন্তু মানে ভালো এমন কোন খুঁজতে চান তাহলে চলে আসতে পারেন রাজধানীর মোহাম্মদপুরের এই কৃষি মার্কেটে।

কি কি পাওয়া যাবে এই মোহাম্মদপুরের কম দামের মার্কেটে

যারা কিনা বাসার জন্য আকর্ষণীয় এবং সুন্দর সুন্দর ডিজাইনের রঙিন পর্দা খুঁজছেন তারা চলে আসতে পারেন এখানে। সেই সাথে কিনতে পারবেন বিছানার চাদর, বালিশের কভার, কুশন ইত্যাদি। এমনকি প্রিন্টের পর্দাও পাবেন খুবই কম দামে। যেগুলোর দাম পড়বে প্রতি পিস ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত।

তবে কাপড়ের মান ডিজাইন ইত্যাদির উপর ভিত্তি করে ভালো মানের বিছানার চাদর গুলোর দাম পড়তে পারে ৪০০ থেকে ১ হাজার টাকা। এখানে আরো পাওয়া যাবে বিভিন্ন ধরনের কাপড়ের পর্দা গামছা ইত্যাদি।

কিনতে পারবেন রান্নাঘর সাজানোর আসবাবপত্র

এখানে ভ্যানের উপরে দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন ধরনের সিরামিক ও তৈজসপত্রের দোকান। আপনি যে দোকান থেকেই কিনেন না কেন দাম এবং পণ্যের মান মোটামুটি কাছাকাছি। সুন্দর সুন্দর ডিজাইনের মগ পেয়ে যাবেন ১০০ থেকে ২০০ টাকার মধ্যে। এমনকি ডিনার সেট মিলবে বেশ সস্তা দামে। এছাড়াও কিনতে পারবেন টি পট, সুগার পট, হ্যান্ড ওয়াসের কৌটা, কাপ, ফিরনি সেট, গ্লাস, জগ ইত্যাদি।

ছোট ছোট বাচ্চাদের জামা কাপড়

অল্প টাকায় ব্যাগ ভরে বাজার করা এখনকার দিনে প্রায় অসম্ভব ব্যাপার। তবে ঢাকার কম দামের এই মার্কেটে আপনি আসলে সেই স্বপ্ন হয়তোবা করতে পারবেন। বাচ্চাদের যাই কাপড়চোপড় কিনেন না কেন সেগুলো পেয়ে যাবেন ৫০ কিংবা ১০০ টাকা। এমনকি বড় মানুষদেরও টি-শার্ট পেয়ে যাবেন ১০০ টাকার মধ্য।

তবে এই মার্কেটের আরো একটি অংশ রয়েছে যেখানে সেকেন্ড হ্যান্ড কিংবা ব্যবহার করা জিনিসপত্র পাওয়া যায়। সেখান থেকে সুন্দর সুন্দর ফল টপ, ফ্রক গেঞ্জির সেটও কেনা যায়। তবে এমন ধরনের জিনিস গুলো কেনার পর ভালোভাবে ধুয়ে তারপরেই পরিধান করা উচিত।

মোহাম্মদপুরের কৃষি মার্কেটে এত কম দামে পণ্য পাওয়া যায় কিভাবে

যেহেতু এই দোকান গুলি রাস্তার পাশে এবং ভ্যানের উপরেই প্রতিষ্ঠিত তাই বাড়তি অনেক খরচ নেই। যেমন ধরুন বিদ্যুৎ বিল, দোকান ভাড়া, কর্মচারীর খরচ ইত্যাদি। তাইতো প্রতিটি পণ্য বিক্রিতে এদের লাভের পরিমাণও অনেকটাই কমে আসে।

ঢাকার মোহাম্মদপুরের এই মার্কেটে যে সকল পণ্য পাওয়া যায় সেগুলো সাধারণত ক্ষুদ্র এবং মাঝারি ধরনের উদ্যোক্তারা তৈরি এবং বিক্রি করে থাকেন। যার কারণে মাঝখানে কোন তৃতীয় পক্ষ নেই এবং পরিবহন খরচ খুব বেশি। আর এজন্যই কম মূল্য এই ধরনের পণ্য গুলি বিক্রি করা সম্ভব হয়।

যদি এই পণ্য গুলি ভালো কোন শোরুম বা দোকানের বিক্রি করা হয় তাহলে এর সাথে অনেক বাড়তেই খরচ যুক্ত হবে। দোকান ভাড়া কর্মচারী ভাড়া বিদ্যুৎ বিল ইত্যাদি খাতে যে টাকা গুলো ব্যয় হয় সেগুলো পণ্য বিক্রি করেই তুলতে হয়।

মোহাম্মদপুর কৃষি মার্কেট লোকেশন

আপনি রাজধানীর যে কোন এলাকা থেকে সবার আগে আসবেন মোহাম্মদপুরে। তারপর মোহাম্মদপুর থেকে অটোরিক্সা কিংবা লেগুনাতে করেও সরাসরি চলে যেতে পারবেন এই কৃষি মার্কেটে। আপনি যে এলাকা থেকে আসেন না কেন সবার আগে আপনাকে মোহাম্মদপুরে আসতে হবে কিংবা মোহাম্মদপুরের বাসে উঠতে হবে।

ঢাকার মোহাম্মদপুরের কৃষি মার্কেটএ কেনাকাটা শেষ করার পরে আপনি খাবারদাবারের জন্য পাবেন বিশাল সমাহার। এই মার্কেটে রয়েছে ঐতিহ্যবাহী সব খানাপিনা যার মধ্যে আছে চাপ, কাবাব, ফালুদা ইত্যাদি। এমনকি অন্যান্য পণ্যের পাশাপাশি এই সকল খাবারের দামও অনেকটাই হাতে না খেলে।

তবে মার্কেটে করার সময় অবশ্যই নিজের মানিব্যাগ, মুঠোফোন ইত্যাদি খুবই সাবধানে রাখবেন। তা না হলে পকেটমারের খপ্পরে পড়তে পারেন।

Leave a Comment