স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

অনেকেই হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর জন্য। তাদের অপেক্ষার অবসান শেষ হয়েছে। ইতিমধ্য সার্কুলারটি প্রকাশিত হয়েছে। তাই যারা কিনা এই পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন তারা দেরি না করে দ্রুত অনলাইনে এপ্লিকেশন করে ফেলুন।

সর্বমোট কয়টি ও কি কি পদে নিয়োগ প্রদান করা হবে

প্রথমে আসে সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে। আমরা জানি ১৩ তম গ্রেডের এই পদটিতে বেতন ভাতা হয়ে থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। বর্তমানে সরকারি চাকরির নিয়োগের বিধিমালা অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর বয়স পর্যন্ত একজন প্রার্থী আবেদন করতে পারবেন। তবে যারা ইতিমধ্যে উক্ত ডিপার্টমেন্টে কর্মরত আছেন তাদের জন্য বয়সীমা সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত। তাছাড়াও কম্পিউটারের বেসিক নলেজসহ ওয়ার্ড প্রসেসিং ও বাংলা ইংরেজি টাইপিং এ যথেষ্ট দক্ষতা থাকতে হবে। যারা কিনা এই পোস্টে আবেদন করতে চান তাদেরকে অবশ্যই যে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনার্স বা সমমান ডিগ্রী অর্জন করতে হবে।

পরবর্তী পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পথটির গ্রেড হচ্ছে ১৬ এবং বেতন ভাতা হচ্ছে ৯৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা পর্যন্ত। সর্বপ্রথম ২৭ জনবল নিয়োগ করা হবে এই পদের জন্য। যারা কিনা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারাই শুধুমাত্র এই পদে আবেদন করতে পারবেন।

তিন নম্বর পদ অর্থাৎ অফিস সহায়ক পোস্টে সর্বমোট ৪০ জন লোক নিয়োগ প্রদান করা হবে। ২০ তম গ্রেডের এই পোস্টে বেতন হবে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা পর্যন্ত। আবেদন করার যোগ্যতা হচ্ছে সর্বনিম্ন এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর অন্যান্য শর্তাবলী

সরকারি ইচ্ছা করে নিয়োগের বিধিমালা অনুযায়ী অন্যান্য শর্তাবলী এক্ষেত্রেও একই রকম। যার মধ্যে রয়েছে অনলাইনে এপ্লিকেশন সাবমিট এবং যথাসময়ে আবেদনের ফি পরিশোধ করা।

আবার যারা কোটায় আবেদন করবেন তাদেরকে অবশ্যই যথাযথ সনদপত্র সাথে রাখতে হবে। কারণ নিয়োগের সময়ে এটি যাচাই করা হবে। ক্ষুদ্র নিয়ে নৃ-গোষ্ঠী, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ইত্যাদি আবেদন করবেন তাদেরকে অ্যাপ্লিকেশন করার সময় সেটির জন্য যথাযথ ঘরের টিক মার্ক দিয়ে দিতে হবে অথবা অপশনটি নির্বাচন করে দিতে হবে।

অনলাইনে এপ্লিকেশন সাবমিটের শুরুর সময় ১৬ ফেব্রুয়ারি ২০২৫ এবং আবেদনের শেষ সময় ১৫ই মার্চ ২০২৫

অনলাইনে আবেদনের ফি হিসেবে ১ ও ২ নং পোষ্টের জন্য ১০০ টাকা এবং ৩ নং পোস্টের জন্য ৫০ টাকা প্রদান করতে হবে।

উক্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ অনুযায়ী অনার্স, এইচএসসি এবং এসএসসি উভয় পাশের প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এখানে উল্লেখ্য বিষয় যে অ্যাপ্লিকেশনের ফি প্রদান করার সময় নির্ধারিত টাকা বাদেও টেলিটক চার্জ বাবদ আরো অতিরিক্ত ১২ টাকা কেটে নেওয়া হবে।

Leave a Comment