না ধুয়েও কিভাবে জিনস প্যান্ট পড়বেন

কথাটি শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন যে না ধুয়ে কিভাবে জিস প্যান্ট পরা যায়। অনেকটা আশ্চর্যজনক ব্যাপার হলেও একটি সম্ভব। উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে যে কাপড় যত বেশি ধোয়া হয় সেটি তত দ্রুত নষ্ট হয়ে যেতে থাকে। কারণ ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করার পর রৌদ্রের আলোতে আসৱ কালার এবং ফেব্রিক কোয়ালিটি দুটোই কমে যায়।

আবার বারবার একটি জিনস প্যান্ট ধূয়ে দিল সেটার মধ্যে একটি রংচটা ভাব আছে যদি এটাকে অনেকেই পছন্দ করে। বিভিন্ন ডেনিম কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান বলছে যে যতদিন সম্ভব জিনস প্যান্ট না ধুয়ে পরিধান করুন। এতে করে অনেকদিন পর্যন্ত এটি টিকবে এবং দেখতে ভালো দেখাবে। এমনকি কিছু কিছু প্রতিষ্ঠান তো ঘোষণা দিয়েছে যে প্রথমবার জিনস প্যান্ট ধোয়ার আগে অন্ততপক্ষে ৬ মাস সেটাকে পরিধান করুন।

এর কারণ হচ্ছে আজ জিনস প্যান্ট ডিটারজেন্ট এবং পানিতে পরিষ্কার করলে সেটির স্টাইলিশ ভাব কমে আসে।

না ধুয়ে জিনস প্যান্ট কতবার পড়া যায়

আমরা সাধারণভাবে যে প্যান্টগুলো পরিধান করে থাকে সেগুলো আপনি ১০ থেকে ১০ বার ব্যবহারের পর হতে পারেন। জীবন যাপনের অভ্যাস, শরীরের গন্ধ, বাইরে যাওয়ার অভ্যাস ইত্যাদির উপর বিবেচনা করে এটি কমতে অথবা বাড়তে পারে।

উদাহরণস্বরূপ বলা যায় যারা নিয়মিত বাইরে যান, অফিসে যান, তাদের প্যান্টের খুব সহজে ধীলা বালি লেগে যায়। এক্ষেত্রে দুই থেকে তিনবার পড়ার পরে পরে ধুয়ে ফেলা উচিত। আবার যারা ডেস্ক জব করেন অর্থাৎ অফিসের বাইরে যেতে হয় না তারা অন্ততপক্ষে ১০ বার করতে পারেন।

নিজের শরীরে গন্ধ হয় তারা আরো দ্রুত সময়ে ধূয়ে দিতে পারেন।

এর সবচাইতে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে রাতের বেলা এটিকে ভাঁজ করে ডিপ ফ্রিজে রেখে দেওয়া। এরফলে শরীরের গন্ধ দূর হয়ে খুবই ফ্রেশ একটা ভাব আসে প্যান্টে।

এছাড়া ওষুধে একটি নরম কাপড় ভিজিয়ে সেটি দিয়ে প্যান্টের বিভিন্ন ধুলা বালির অংশগুলোতে পরিষ্কার করুন। এতে করে প্যান্ট পুরোপুরি ভাবে ভিজবে না এবং পরবর্তীতে রৌদ্রের শুকাতে দিন। সব শেষ হলে ভালোভাবে সেরে ফেলুন।

আর ড্রাই ওয়াশ সম্পর্কে তো জানিনা। কোন ধরনের ঠান্ডা পানি কিংবা কাপড় কাচার ডিটারজেন্ট ছাড়াই না ধুয়ে জিনস প্যান্ট এভাবে দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যায়। যেমনটা আমরা ব্লেজারের চামড়ার জ্যাকেট ইত্যাদির ক্ষেত্রে ক্ষেত্রে করে থাকি।

Leave a Comment