বাংলাদেশে অনেক ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা আছেন যারা কিনা সব সময় লেনদেনের ক্ষেত্রে সুদের বিষয় নিয়ে চিন্তিত থাকেন। তাদের জন্য নগদ ইসলামিক একাউন্ট খোলার নিয়ম জানা অত্যন্ত জরুরী। কারণ নগদ ইসলামিক একাউন্ট গুলি শরিয়াভিত্তিক পরিচালিত হয় বলে তাদের দাবি।
নগদ ইসলামিক একাউন্ট মূলত কি
এটি এমন এক ধরনের ব্যাংকিং এবং লেনদেন সেবা যা কিনা মুসলিম ভাই-বোনদের লেনদেনের বিষয় গুলি মাথায় রেখে তৈরি করা হয়েছে। ইসলামের সুদ সম্পূর্ণরূপে হারাম এবং এ সম্পর্কিত কার্যাবলীও। তাই ধর্মপ্রাণ মুসলমান ভাই-বোনেরা যারা কিনা সুদ হতে দূরে থাকতে চান তারা সাধারণ ব্যাংকিং লেনদেনে প্রায়ই অসুবিধার সম্মুখীন হয়ে থাকেন।
যার উপরে প্রেক্ষিতেই নগদ ইসলামিক একাউন্ট চালু করার সিদ্ধান্ত গ্রহণ করে কর্তৃপক্ষ। এই সার্ভিসটি সম্পূর্ণত শরীয়ত সুপারভাইজার কমিটি দ্বারা পরিচালিত করা হয়।
নগদ ইসলামিক একাউন্ট খোলার সুবিধা কি কি | Nagad Islamic Account
আপনি যদি ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলতে চান তাহলে অবশ্যই সুদ পরিহার করতে পারবেন। কিন্তু অসাধারণ ব্যাংকিং লেনদেনে প্রায়ই একাউন্টে নানা ধরনের ইন্টারেস্ট এবং লভ্যাংশ যুক্ত হয়ে থাকে। এক্ষেত্রে নগদ ইসলামিক একাউন্ট সম্পূর্ণ ভিন্ন। চলুন সেই বিষয় গুলি জেনে নেই।
• নগদ ইসলামিক একাউন্ট খোলার মাধ্যমে আপনি যেকোনো ধরনের মোবাইল ব্যাংকিং এবং ফিনান্সিয়াল সার্ভিস গুলো উপভোগ করতে পারবেন সম্পূর্ণ শরীয়া মোতাবেক।
• যেখানে সকল ব্যাংকিং একাউন্টে জমাকৃত টাকার বিপরীতে একটি নির্দিষ্ট পরিমাণ ইন্টারেস্ট প্রদান করা হয় নগদ ইসলামিক গ্রাহকদের কোন ধরনের সুদের প্রদান করা হয় না।
• আমরা জানি যে কোন সাধারণ একাউন্টের ডোনেশনের ক্ষেত্রে কিছুটা লিমিটেশন থাকে কিন্তু ইসলামী একাউন্টের ক্ষেত্রে লিমিটেশন নেই।
• নগদের এই একাউন্ট থেকে আপনি যেকোনো ধরনের ইসলামিক ইন্সুরেন্সের প্রিমিয়াম টাকা পরিশোধ করতে পারবেন।
• তবে নগদ ইসলামিক একাউন্ট থেকে যদি আপনি টাকা ক্যাশ আউট করেন তাহলে প্রতি এক হাজারে ১৫ টাকা চার্জ প্রদান করতে হবে। যেখানে সাধারণ একাউন্টের ক্ষেত্রে চার্জ প্রদান করতে হয় প্রতি ১ হাজারে ১২.৫০ টাকা।
আবার গ্রাহকরা চাইলে যেকোনো ধরনের রেগুলার কিংবা সাধারণ অ্যাকাউন্টটিকে পরবর্তীতে নগদ ইসলামিক একাউন্টে পরিবর্তন করতে পারবেন। আর এই ক্ষেত্রে আপনাকে কোন বাড়তি চার্জ কিংবা ফি প্রদান করতে হবে না।
কিভাবে নগদ ইসলামিক একাউন্ট খুলবেন | Nagad Islamic Account
আপনি যদি ইতিমধ্যে অন্যদের একটি রেগুলার গ্রাহক হয়ে থাকেন তাহলে নতুন করে অন্য কোন একাউন্ট ওপেন করতে হবে না।
আপনার এই একাউন্টটি কে নগদ ইসলামিক একাউন্টে কনভার্ট করার জন্য নিচের নিয়ম গুলি অনুসরণ করুন।
১। প্রথমে আপনার স্মার্টফোনে মাই নগদ (My Nagad) অ্যাপটি ডাউনলোড করুন
২। অ্যাপে প্রবেশ করার পর My Nagad অপশনে প্রবেশ করুন।
৩। সেখান আশা পরিবর্তনের অপশনের নিচে একাউন্ট টাইপ (Account Type) নামে আরও একটি অপশন রয়েছে। সেখানে আপনি রেগুলার লেখা দেখতে পারবেন। নগদ ইসলামিক একাউন্ট খোলার জন্য অ্যাকাউন্ট আইপে অপশনে প্রবেশ করুন।
৪। এই অপশনটিতে প্রবেশ করার জন্য আপনার কাছে পিন নম্বর যাওয়া হবে। চার ডিজিটের গোপন পিন নম্বরটি দেওয়ার পর আপনার কাছে একটি কনফারমেশন যাওয়া হবে যে নগদ ইসলামিক একাউন্টে পরিবর্তন করার জন্য নিশ্চিত কিনা। আপনি কনফার্মেশন দিলেই পেজের কালার পরিবর্তন হয়ে সবুজ রংয়ের হয়ে যাবে এবং একাউন্টও পরিবর্তন হয়ে যাবে।
সাধারণ একাউন্ট থেকে ইসলামিক একাউন্টে কনভার্ট করার পর অন্যান্য স্বাভাবিক সার্ভিসের মতোই একাউন্ট ব্যালেন্স চেক করা টাকা পাঠানো টাকা ক্যাশ আউট করা ইত্যাদি সুবিধা গুলো উপভোগ করতে পারবেন।
নগদ মোবাইল ব্যাংকিং অ্যাপ সম্পর্কে আরো কিছু তথ্য
• মোবাইল থেকে *১৬৭# করে ডায়াল করে আপনি নগদের সমস্ত সেবা উপভোগ করতে পারবেন।
• My Nagad অ্যাপ ব্যবহার করা ছাড়া বর্তমানে মোবাইল থেকে USS কোড ডায়াল করে ইসলামিক একাউন্টে কনভার্ট হওয়ার নিয়ম চালু হয়নি।
• ইসলামিক একটা থাকাকালীন সময়ে আপনি কোন ধরনের ক্যাশ ব্যাক কিংবা মুনাফা ইত্যাদি পাবেন না।
• একবার একাউন্টে পরিবর্তন করলে পরবর্তী ১ মাস সম্পূর্ণ হওয়ার আগে আর অন্য একাউন্টে ফেরত যাওয়া যাবে না। এর জন্য অবশ্যই আপনাকে এক মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ইসলামিক একাউন্ট খোলার নিয়ম জানার পর আপনারা নিজেরাই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সার্ভিস গুলো খুবই জনপ্রিয়। প্রতিনিয়ত এই মানুষ লক্ষ লক্ষ টাকা এই অ্যাপের মাধ্যমে গুলির মাধ্যমে লেনদেন করে থাকে। এমনকি ব্যাংকে যাওয়া ছাড়াই বাসায় আশেপাশের যে কোন দোকান থেকেই ক্যাশ আউট করা যায়।