এক সময়ের জনপ্রিয় অভিনেতা নায়ক রুবেল। আশির দশকের সময় থেকে বাংলা সিনেমার এক বিশাল জায়গা জুড়ে রাজত্ব ছিল তার। জনপ্রিয়তার অন্যতম কারণ হচ্ছে প্রফেশনাল জীবনে তিনি একজন মার্শাল আর্টিস্ট। যে কারণে তখনকার সময়ে অন্যান্য নায়কদের তুলনায় তার আলাদা কদর ছিল। তারপর আস্তে আস্তে সিনেমা জগত থেকে নিজেকে সরিয়ে নেন। সাম্প্রতিক সময়ে জানা গিয়েছে নতুন একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন মাসুম পারভেজ রুবেল।
এর আগে ২০১৯ সালের গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ নামের একটি সিনেমাতে বড় পর্দায় দেখা গিয়েছিল নায়ক রুবেলকে। ছবিটির পরিচালক ছিলেন মুস্তাফিজুর রহমান বাবু। তারপর থেকে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছিলেন। পরবর্তীতে আবার অনিয়মিত হয়ে পড়েন। বেশ কিছু সিনেমা মুক্তি পাওয়ার কথা থাকলেও এখনো দর্শকে ওদের কাছে পৌঁছায়নি। বড় পর্দার জনপ্রিয় এই নায়ক হঠাৎ করে কেন ওয়েব সিরিজে কাজ শুরু করছেন তা নিয়ে অনেকেই জানতে আগ্রহ প্রকাশ করেছেন।
এসময়ের জনপ্রিয় পরিচালক রায়হান রাফির “ব্ল্যাক মানি” ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন নায়ক রুবেল। শাকিব খানের জনপ্রিয় সিনেমা তুফানের পরিচালক ছিলেন রায়হান রাফি।
নায়ক রুবেল এবার ওয়েব সিরিজে অভিনয় করছেন
গত ৫ অক্টোবর শনিবার বিকেলে ঢাকার একটি হোটেলে ব্ল্যাকমানি ওয়েব সিরিজ নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে নায়ক রুবেল উপস্থিত ছিলেন। এছাড়াও পরিচালক এবং বিভিন্ন কলা কৌশলীরাও সেখানে ছিলেন। উক্ত অনুষ্ঠানে রুবেল পরিচালক রাযহান রাফীর ব্যাপারে বলেন, রাফি মানাই এখন অন্য কোন কিছু। ব্ল্যাকমানি ওয়েবসিরিজে আমাকে যুক্ত হওয়ার ব্যাপারে যখন তিনি বলেন তার কথা আমি ফেরাতে পারিনি।
ওয়েব সিরিজের জগতে অভিষেক হতে যাচ্ছে নায়ক রুবেলের। সেই সাথে আরো রয়েছেন ১ ডজন তারকা। যাদের মধ্যে আছেন জনপ্রিয় অভিনেতা সালাউদ্দিন লাভলু, নায়িকা পূজা চেরী, সুমন আনোয়ার সহ আরো অনেকেই। এ ব্যাপারে তিনি প্রত্যাশা করছেন যে তার উপরে রাফীর যে ভরসা রয়েছে তার সবটুকুই তিনি দিতে পারবেন।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের চলচ্চিত্র জগতে বেশ পরিবর্তন এসেছে। শাকিব খানের তুফান, আরফান নিশোর সুরঙ্গ, চঞ্চল চৌধুরীর হাওয়া ইত্যাদি তার উদাহরণ।
সিনেমার পাশাপাশি জনপ্রিয়তা পাচ্ছে বাংলাদেশী ওয়েব সিরিজ। মহানগর, মাই নেম ইজ অ্যালেন স্বপন যার উদাহরণ। সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে রায়হান রাফি পরিচালিত এবং নায়ক রুবেল অভিনীত ওয়েব সিরিজ ব্ল্যাকমানি।