২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু

নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু করা হবে। এই উপলক্ষে একটি বিশেষ দিকনির্দেশনাও প্রদান করা হয়েছে। গত ১৪ই জনুয়ারি মঙ্গলবার ইসির পক্ষ থেকে এই ঘোষণাপত্র জানানো হয় জানুয়ারির ২০ তারিখ থেকে ফেব্রুয়ারি ৩ তারিখ পর্যন্ত ভোটের যোগ্য ব্যক্তিদের তথ্য গুলি সংগ্রহ এবং যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ভোটার তালিকা হালনাগাদের বিশেষ দিকনির্দেশনা গুলি নিম্নে উল্লেখ করা হলো

২০০৮ সালের পহেলা জানুয়ারি কিংবা তার আগে যাদের জন্ম হয়েছে তাদের এবং বিগত ভোটার তালিকা থেকে যারা বাদ পড়েছেন তাদের তথ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহের সময় লক্ষ্য রাখতে হবে যে সেই ব্যক্তি আগেই ভোটার হয়েছেন কিনা। আর যে সকল ব্যক্তি বিগত তালিকা থেকে বাদ পড়েছেন তাদের বাদ পড়ার কারণ সম্পর্কেও নিশ্চিত হতে হবে।

এবারের ভোটার তালিকা হালনাগাদ করার সময় কোন ব্যক্তির নামের আগের পেশা পদবী কিংবা শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করা যাবে না। ব্যক্তির নাম অবশ্যই বাংলা এবং ইংরেজি ভার্সনে শুদ্ধভাবে লিপিবদ্ধ করতে হবে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের সময় অনেক প্রস্তুত ব্যক্তিদের তথ্যগুলি অবশ্যই একটি রেজিস্টারে সংগ্রহ করতে হবে।

ভোটার তালিকা নিবন্ধন করার জন্য যখন কেন্দ্রে আসবেন তখন নিবন্ধনের স্লিপ অর্থাৎ ফরম-৫ সঙ্গে করে নিয়ে আসতে হবে। সংগৃহীত তথ্য গুলো পরবর্তীতে সুপারভাইজার কর্তৃক যাচাই হতে এবং নমুনা যাচাই করা হবে। তারা দুই বছরের ভিত্তিতে যে কারো বাড়ি গিয়ে সেটা সুস্থতা যাচাই করতে পারবেন। এক্ষেত্রে যদি কোন ভুল পাওয়া যায় তাহলে সেটি পরবর্তীতে অবশ্যই সংশোধন করতে হবে।

ভোটার যোগ্য মহিলারা যাতে কোনভাবেই বাদ না পড়ে সে যে কেউ বিশেষ নজরদারি করার নির্দেশনা দেওয়া হয়েছে। আর যদি কেউ এক এলাকা একা থাকে অন্য এলাকায় তার ভোটার ঠিকানা স্থানান্তর করে তাহলে সেটি যথাযথ অফিসারের নিকট দাখিল করতে হবে। সেই সাথে কোনভাবেই একজন জীবিত ব্যক্তির নাম যেন মৃত হিসেবে তথ্য সংগৃহীত না হয় সে ব্যাপারে সতর্ক থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

যেকোনো ব্যক্তির জন্য ভোটার আইডি কার্ড কিংবা জাতীয় পরিচয় পত্র খুবই গুরুত্বপূর্ণ। যেকোনো ধরনের আর্থিক লেনদেন চাকরি ইত্যাদি কাজে অবশ্যই এটি প্রয়োজন হয়। এমনকি ভোটের নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য এ জাতীয় পরিচয় পত্র টি লাগে। তাই যাদের বয়সের শর্ত পূরণ হয়েছে তারা এবার ২০ জানুয়ারি থেকে এই হালনাগাদে অংশগ্রহণ করে ভোটার হতে পারবেন।

Leave a Comment