জুলাই বিপ্লবের গ্রাফিতি দিয়ে ছাপানো হবে নতুন টাকা

খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে নতুন নোট। সেটাতে যুক্ত হবে বাঙালির ঐতিহ্য, ধর্মীয় স্থাপনা এবং জুলাই বিপ্লবের গ্রাফিতি। বিষয়টি ইতিমধ্য বাংলাদেশ ব্যাংক এবং সরকারের পক্ষ থেকে অনুমোদন প্রদান করা হয়েছে। এমনকি নতুন নোট ছাপানোর কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে হয়তো সেটি বাজারে আসতে পারে।

বাংলাদেশ ব্যাংকের এক দায়িত্বশীল সূত্রের মাধ্যমে গত ৩ ডিসেম্বর মঙ্গলবার এই তথ্য গুলি জানা গিয়েছে। সেখানে আরো জানানো হয় প্রাথমিকভাবে বাংলাদেশের ৪টি নোটের ডিজাইন পরিবর্তন করা হচ্ছে। পরবর্তীতে ধাপে ধাপ সকল ধরনের নোটের ডিজাইনই পরিবর্তন করা হবে। তবে নতুন নোটে থাকছে না শেখ মুজিবুর রহমানের ছবি।

এর আগে সেপ্টেম্বর মাসে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগকে ছুটি দেওয়া হয় নতুন নোটের নকশার প্রস্তাব জমা দেওয়ার জন্য।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা সাংবাদিকদের কে জানান, নতুন নোট ছাপানোর বিষয়টি অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে। আশা করা যাচ্ছে আগামী ৬ মাসের মত সেটি মানুষের হাতে পৌঁছে যাবে।

বাংলাদেশের মুদ্রা ছাপানোর কাজ করে টাকশাল বা দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন। টাকশাল প্রতিষ্ঠিত হয় ১৯৭৬ সালে কিন্তু এর কার্যক্রম শুরু হয় ১৯৮৮ সালে। বাংলাদেশের প্রতিটি নোট ছাপানোর কার্যক্রম শুরু করার আগে সেটির ডিজাইনের অনুমোদন প্রয়োজন হয়। এর জন্য প্রথমে চিত্রশিল্পীদের দিয়ে নকশা করা হয় এবং পরবর্তীতে সরকার সেটি অনুমোদন করে দেয়।

জুলাই বিপ্লবের গ্রাফিতি দিয়ে ছাপানো হবে নতুন টাকা

প্রতিবছরের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা ছাপিয়ে বা উৎপাদন করে ব্যাংকের ভল্টে সংরক্ষণ করা হয়। তারপর প্রয়োজন অনুযায়ী সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা বিভিন্ন সময়ে বাজারে ছাড়া হয়। বাজারে ছাড়ার সাথে সাথে এই নোট গুলো বাংলাদেশের মুদ্রায় পরিণত হয়। কিন্তু এগুলো যতদিন বাংলাদেশ ব্যাংকের ভল্টে সংরক্ষণ থাকে তখন ব্যাংকের মানি সার্কুলেশনের প্রতিবেদনে যুক্ত হয় না।

আরে সকল নোট গুলো উৎপাদন করা হয় বিশেষ এক ধরনের কাগজ থেকে। কোন দেশের সরকার ইচ্ছে করলেই এই নোট গুলি ছাপাতে পারেনা। প্রথমে এর জন্য কালি এবং কাগজ কেনার টেন্ডারের জন্য আহ্বান করতে হয়। এ প্রক্রিয়া শেষ করতে সব মিলিয়ে সময় লেগে যায় প্রায় ৪ মাস। এর মাঝেও আরো নানা ধরনের পক্ষে সম্পন্ন করার পরে সেগুলো বাক্সবন্দী করে ব্যাংকের নানা নিয়ম অনুসরণ করে বাজারে ছাড়া হয়।

বর্তমানে দেশে ১০টি কাগজের নোট প্রচলিত রয়েছে। এ সকল নোটসহ ধাতবের মুদ্রায় রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। কিন্তু নতুন মুদ্রায় থাকছে জুলাইয়ের বিপ্লবের গ্রাফিতি।

Leave a Comment