নার্সিং পেশায় ক্যারিয়ার গড়বেন কিভাবে

বর্তমানে দেশে এবং বিদেশে যে সকল পেশা গুলো জনপ্রিয়তা পাচ্ছে তার মধ্যে নার্সিং অন্যতম। নার্সিং এর ডিপ্লোমা কিংবা বিএসসি করার পরেই ভালো চাকরি পাওয়া যায়। বর্তমানে বাংলাদেশে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি সহ বিভিন্ন কোর্সে ভর্তির সুযোগ রয়েছে।

এমন কি সফলভাবে ডিপ্লোমা শেষ করার পরে বিএসসি করা যায়। বিএসসি ইন নার্সিং শেষ করার পরে ৬ মাসের ইন্টার্নশিপ করতে হয়। বাংলাদেশের অনেক মেডিকেল কলেজ হাসপাতাল নার্সদের ইন্টার্ন ও আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ প্রদান করে থাকে। প্রতিষ্ঠান ভেদে একজন নার্সদের বেতন হতে পারে সর্বনিম্ন ২০ থেকে ৫০ হাজার টাকা কিংবা তারা অধিক।

শুধুমাত্র এখানেই শেষ নয় বরং সরকারি এবং প্রাইভেট চাকুরীর পাশাপাশি এমএসসি, এমটিএইচ কিংবা পিএইচডি ডিগ্রি অর্জন করা যায়। সেই সাথে দেশের বাইরে রয়েছে উচ্চতর বেতনে চাকরির সুযোগ।

নার্সি ভর্তি পরীক্ষার নম্বর বন্টন

নার্সিং এ ভর্তির পরীক্ষার সম্পন্ন হয় সাধারণত ১০০ নম্বরে। মোট সময় হচ্ছে ১ ঘন্টা। পাশ করার জন্য সর্বনিম্ন পেতে হবে ৪০ নম্বর।

ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ভর্তি পরীক্ষায় নম্বর বন্টন হচ্ছে

• বাংলা-২০
• ইংরেজি-২০
• গণিত-১০
• সাধারণ বিজ্ঞান-২৫
• সাধারণ জ্ঞান-২৫

বিএসসি নার্সিং এর ভর্তি পরীক্ষার নম্বর বন্টন হচ্ছে

• বাংলা-২০
• ইংরেজি-২০
• গণিত-১০
• বিজ্ঞান-৩০ (পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান)
• সাধারণ জ্ঞান-২০

নার্সিং এর লেখাপড়া শেষ করে চাকুরী পাবেন কিভাবে

সাধারণত বাংলাদেশ সরকারি কর্মকমিশন অথবা পিএসসির মাধ্যমে নার্সদের নিয়োগ প্রদান করা হয়। যেকোনো বৈধ প্রতিষ্ঠান এবং মোটামুটি ভালো ফলাফলের সহিত নার্সিং সম্পন্ন করলে কোথাও না কোথাও ভালো চাকরিতে যোগদান করা যায়। বর্তমান সরকারী স্কেল অনুযায়ী সিনিয়র স্টাফ নার্স দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা।

যারা অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করে থাকে তারা খুব সহজে প্রমোশন পান। নার্স থেকে প্রমোশন পেয়ে সুপারভাইজার, সুপারিনটেনডেন্ট নার্স, ম্যানেজার ইত্যাদি হওয়া যায়। বেসরকারি মেডিকেল কলেজ গুলোতে একইভাবেও বেশ ভালো বেতনে চাকরিতে যোগদান করা যায়। আবার মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে প্রাইভেট হসপিটাল গুলোতেও অনেক বেতনে চাকুরী সুযোগ রয়েছে। বাংলাদেশে বর্তমানে সরকারি তালিকাভুক্ত নার্সের সংখ্যা প্রায় ৭০ হাজা । কিন্তু জনসংখ্যা অনুযায়ী এদেশের প্রয়োজন ২.৫ লক্ষ নার্স।

Leave a Comment