বাংলাদেশের ছোট পর্দার একজন জনপ্রিয় অভিনেতা হচ্ছে তামিম মৃধা। সম্প্রতি একটি খবর ভাইরাল হয়েছে যে অভিনয় জগতকে তিনি বিদায় জানাচ্ছেন। ইসলামিক একটি পোস্টকার্ডের অনুষ্ঠানে তাকে সঞ্চালক হিসেবেও দেখা গিয়েছে। দর্শকের ধারণা করছেন তার বর্তমান জীবনযাপন দেখে যে তিনি আর হয়তোবা বিনোদন জগতে থাকছেন না বা আর অভিনয় করবেন না।
বিষয়টিকে ঘিরে ইতিমধ্যে সবার মাঝে বেশ কত হল তৈরি হয়েছে। জানা গিয়েছে যে ধর্মে মন দিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা। এমনকি তামিমের বড় ভাই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের মাধ্যমে পোস্টটি দিয়েও এই বিষয়টি সম্পর্কে অবহিত করেছেন। তিনি ওই পোষ্টের মাধ্যমে লিখেছেন আমার বড় ভাই তামিম মৃধা মিডিয়াতে আপাতত আর সেভাবে কাজ করছেন না।
তামিম মৃধা ক্যারিয়ারের শুরু থেকে মিউজিক বা গান করতেন। বাংলাদেশ আইডল প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করেছিলেন এবং তার অবস্থান ছিল ১৪ নম্বরে। করার পাশাপাশি বিভিন্ন সময় তিনি বিনোদনমূলক ভিডিও তৈরি করতেন। পরবর্তীতে জনপ্রিয় ভিডিও প্লাটফর্ম ইউটিউবে কাজ করা শুরু করেন। যে ভিডিওগুলো দর্শকরা বেশ পছন্দ করে এবং তামিম মৃধাও আস্তে আস্তে বিনোদন জগতে প্রবেশ করেন।
অভিনয়কে বিদায় জানালেন তামিম মৃধা
ভালোবাসা দিবসের নাটকে তিনি অভিনয় করেন ২০১৫ সালে এবং সুযোগটা তার জন্য বেশ বড়ই ছিল। মাংকি বিজনেস নামে একটি টেলি ছবিতেও ছবিতেও তিনি অভিনয় করেছিলেন শুরুর দিকে। জনপ্রিয়তার কারণে তিনি পরবর্তীতে নিয়মিত নাটকে কাজ করা শুরু করেন এবং অল্প দিনের মধ্যেই লক্ষ লক্ষ দর্শকের মন জয় করে নেন।
অভিনয় ছাড়ছেন তামিম মৃধা খবরটি নানা দিকে প্রকাশিত হওয়ার পর তিনিও মন্তব্য প্রকাশ করেছেন। তিনি জানান প্রত্যেক মানুষের তার নিজের ধর্মের প্রতি আলাদা একটা অনুভূতি বা বিষয় থাকে। সে যে কোন ধর্মেরই হতে পারে। তিনি বলেছেন আমার সাথে ইসলামের ছায়াতল কিংবা কিছু শব্দ জড়িয়ে যে খবরগুলো প্রকাশিত হচ্ছে বিষয়টি পুরোপুরিভাবে সেরকম নয়। এই কথা সত্য যে আমি বিগত অনেক সময় ধরে অভিনন্দন থেকে দূরে রয়েছি কিন্তু তার মানে এই না যে আমি পুরোপুরি অভিনয়ের বিপক্ষে চলে গিয়েছে। তামিমের ভেরিফাইড ফেসবুক পেইজে প্রায় ৫ লক্ষের অধিক ফলোয়ার রয়েছে। এমনকি অসংখ্য ভক্ত তাকে ইউটিউব প্লাটফর্মে অনুসরণ করে থাকেন। নাটকের পাশাপাশি তিনিও অন্যান্য ইউটিউব এদের সাথে ভিডিও তৈরি করেন।
তাই তামিম মৃধা ধর্ম এবং অভিনয় নিয়ে কোন ধরনের বিভ্রান্তিমূলক খবর না ছড়ানোর জন্য দর্শকদের কাছে অনুরোধ করেছেন। এটা যেহেতু তার ব্যক্তিগত বিষয় তাই মানুষ এত বিভ্রান্ত না হয় সেই আহবানে তিনি করেছেন।