আমরা যখন দেশের অভ্যন্তরে লেনদেন করি তখন ব্যাংক, বিকাশ, রকেট, নগদ ইত্যাদি ব্যবহার করি। কিন্তু বিপত্তি বাঁধে যখন বাইরের দেশ থেকে টাকা দেশে আনতে চাই। ফ্রিল্যান্সিং কিংবা অনলাইনে কাজ করে থাকেন তারা অনেকেই পেওনিয়ার থেকে বিকাশে টাকা লেনদেন করে থাকেন। অর্থাৎ Payoneer যেহেতু আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি লেনদেন প্লাটফর্ম তাই অনেক ক্লায়েন্ট কিংবা প্রতিষ্ঠানই আছে যারা এটির মাধ্যমে অর্থ পরিশোধ করতে পারেন।
কারণ বাইরের দেশ গুলো হতে সরাসরি বিকাশ (Bkash) কিংবা ব্যাংকে টাকা ট্রান্সফারের সুযোগ খুবই সীমিত। এর জন্য বেশ নিয়ম-কানুন এবং শর্তও রয়েছে। তাই একটি payoneer একাউন্ট ওপেন করে সেখান আপনি যেকোনো দেশের টাকা আনতে পারবেন। তারপর সেই পেওনিয়ার থেকে বিকাশে টাকা এনে সহজেই ক্যাশ করতে পারবেন। যদিও এই সুবিধাটি খুব বেশিদিন আগেও ছিল না তবে বর্তমানে এটি ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে। আপনি চাইলে শুধুমাত্র ১ হাজার টাকায় এর মাধ্যমে ক্যাশ করতে পারবেন।
পেওনিওয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম | payoneer to bkash money send
সকল পদ্ধতির এ বেশ কিছু সুবিধা অসুবিধা রয়েছে। আপনাকে তাই সব process সম্পর্কে জানতে হবে। না হলে পরবর্তীতে বিভিন্ন ধরনের শর্তাবলি কিংবা ধাপে বিড়ম্বনায় পড়তে পারেন। পেনিয়ার থেকে বিকাশে টাকা আনার ক্ষেত্রেও অনেক গুলো সুবিধা কিংবা ভালো দিক রয়েছে।
• আপনি যদি payoneer এর মাধ্যমে বিকাশে টাকা আনে তাহলে ২ পার্সেন্ট পর্যন্ত ক্যাশ ব্যাক (Cash Back) বা রিওয়ার্ড বোনাস পাবেন। যেটি আবার এ প্লাটফর্মকে চার্জ হিসেবে কেটে নেবে। অর্থাৎ আপনাকে বাড়তি কোন চার্জ প্রদান করা হবে না।
• আপনি সর্বনিম্ন ১০০০ টাকা থেকে শুরু অনেক অর্থ লেনদেন করতে পারবেন।
• এই পদ্ধতির সবচাইতে বড় সুবিধা হচ্ছে মুহূর্তের মধ্যেই টাকা বিকাশ একাউন্টে যুক্ত হয়ে যায় যেখানে ব্যাংকে আনতে বেশ কিছুদিন সময় লাগতে পারে।
• এই পদ্ধতির ফলে যাদের পেওনিয়ার কার্ড নেই তারাও সহজে টাকা উঠাতে পারবেন এবং প্রিয় অনেক কম।
পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার ক্ষেত্রে কোন লিমিট আছে কিনা
এই পদ্ধতিতে অর্থ আনাকে বলা ক্ষয় রেমিটেন্স। আপনি প্রতিদিন সর্বোচ্চ ১০ বার এবং ১ লক্ষ ২৫ হাজার টাকা পর্যন্ত আনতে পারবেন। আর প্রতিমাসের সর্বোচ্চ ৫০ বার ও ৪ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন এই পদ্ধতিতে।
কিভাবে পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনবেন | payoneer to bkash money send
আমি ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি বর্ণনা করছে।
• এর জন্য অবশ্যই আপনাকে একটি payoneer একাউন্ট থাকতে হবে। আপনি উক্ত প্ল্যাটফর্মের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ব্যাংকিং ইনফরমেশন, ব্যক্তিগত তথ্য, জাতীয় পরিচয়পেত্রর তথ্য ইত্যাদি দিয়ে সহজেই একটি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন।
• বিকাশে টাকা আনার জন্য আপনাকে প্রথমে পেওনিয়ার রেজিস্ট্রেশন (Registration) পেইজে যেতে হব। রেজিস্ট্রেশন পেইজে যাওয়ার পর আপনার পেওনিয়ার একাউন্ট থেকে রেমিটেন্স অপশনে প্রবেশ করুন সেখান থেকে পেওনিয়ার বিকাশ অপশনটিতে প্রবেশ করুন।
• মোবাইল ব্যাংকিং বিকাশ এ প্রবেশ করার পর সেখানে কিছু তথ্য দিতে হবে। সকল তথ্য গুলো দিয়ে সাবমিট করলে আপনাকে সর্বোচ্চ ৭২ ঘন্টার মধ্যেও একাউন্ট রেজিস্ট্রেশন কনফার্ম করা হবে।
• অ্যাকাউন্ট কনফার্ম হয়ে গেলে আপনার বিকাশ অ্যাপ এ প্রবেশ করুন। তারপর সেখান থেকে রিমিটেন্স অপশনে গিয়ে পেওনিয়ার নির্বাচন করে একাউন্টে যুক্ত করে দিন।
• এখানেও আপনাকে কিছু প্রয়োজনীয় তথ্য দিতে বলা হবে যেমন একাউন্টের নাম, বিকাশ একাউন্টের নাম ইত্যাদি। এমনকি অটিপি OTP (one time password) Verification করা হবে। সকল প্রক্রিয়া শেষ হয়ে গেলে যখন দুই অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে তখন আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে।
বিকাশ অ্যাপের মাধ্যমে পেওনিয়ার থেকে টাকা আনবেন কিভাবে
এটি খুবই সহজ একটি প্রক্রিয়া। আপনি আপনার বিকাশ অ্যাপের (Bkash App) রেমিটেন্স সেকশনে প্রবেশ করে যেকোনো ধরনের কারেন্সি বিকাশে যুক্ত করুন। তারপর সেখানে টাকার পরিমাণ নির্বাচন করুন যেটি আপনি উইথড্র করতে চান। সকল প্রক্রিয়া শেষ হলে Tab to continue অপশনে প্রবেশ করুন। পুরো প্রসেসটি শেষ হওয়ার পর নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানানো হবে
এভাবেই আপনি পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনতে পারবেন।