পাশে থাকার ঘোষনা পরিমনি শেখ সাদীর

বাংলাদেশের চলচ্চিত্র জগতের আলোচিত নায়িকা পরীমনির শেখ সাদী ইস্যুতে কিছুদিন ধরে বেশ আলোচনা হচ্ছে। মূলত সিনেমা কিংবা অভিনয় জগতের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে খবরের শিরোনামে বেশি থাকেন এই নায়িকা। সাম্প্রতিক সময়ের গৃহকর্মী নির্যাতনের অভিযোগে আবারো তিনি খবরের উঠে এসেছেন।

নায়িকা পরিমনির বিরুদ্ধে সেই গৃহকর্মীর থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন। উনার অভিযোগ পরীমনির ১ বছরের দত্তক নেয়া মেয়েকে খাওয়ানোর বিষয়টি নিয়ে তাকে মারধর করা হয়েছে। এই অভিযোগের পাশাপাশি তিনি পরীমনি শেখ সাদী এ বিষয় নিয়ে বেশ গুরুতর এবং স্পর্শকাতর মন্তব্য করেছেন। শেখ সাদীর নাম জড়িয়েও তিনি নানা ধরনের কথা বলেছেন।

বিষয়টি নিয়ে শেখ সাদী ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে একটি লিখা প্রকাশ করেছেন। এই পোস্টের মাধ্যমে তিনি সাংবাদিকদের উপর বিরক্তি মনোভাবের লেখেন যে তাদের দায়িত্ব জ্ঞানহীন রিপোর্টের কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হচ্ছে। সেই সাথে যে কোন ধরনের সিচুয়েশনে পরিমাণের পাশে থাকা ঘোষণাও দিয়েছেন তিনি।

পরিমনি শেখ সাদী নিয়ে আবারো আলোচনা

উদাহরণ দিয়ে শেখ সাদীর ফেসবুকে পোস্ট করেন ধরুন আপনার একটি ছবি নিয়ে অনলাইনে পোস্ট করে কেউ প্রতারক আখ্যা দিল। যে ঘটনার কোনো অপমান নেই। এই ধরনের খবর দেখার পর নিশ্চয়ই আপনার মাথা চক্কর দিয়ে উঠবে। আর বিষয়টি আরো ভয়াবহ হয় যখন কোনভাবে সেই পোস্ট সারানোর অপশন থাকে না। এমনকি পরিচিত জন মা-বাবা আত্মীয়-স্বজনকে ট্যাগ করা হয়েছে। প্রতিবেশী আপনাকে ছি ছি করছেন। এ ধরনের সিচুয়েশন আপনি কয়জনকে গিয়ে বোঝাবেন।

পরীমনি শেখ সাদীর ইস্যুতে ইতিমধ্যে ফেসবুকেও বেশ লেখালেখি হচ্ছে। জানিয়েছেন এই ভিউ ব্যবসার ফাঁদে বন্দী হয়ে যদি সম্মানহানি হয় তাহলে আসলে কিছুই করার থাকে না। সাদী আরও প্রকাশ করেন যে একজন ব্যক্তি যাকে কেউ চিনে না তার কথার উপর ভিত্তি করে কিভাবে মিডিয়ার সামনে সংবাদ উপস্থাপন করা হলো। পরিমনির পাশাপাশি শেখ সাদীর পরিবারেও এ নিয়ে বেশ প্রভাব পড়েছে বলে তিনি জানিয়েছেন। জানিয়েছেন তারা মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে।

উল্লেখ্য চলতি সময় বেশ কয়েকবার আলোচিত পরিমনির সাথে শেখ সাদীর নাম জড়িয়ে বেশ কিছু খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। শোবিজ অঙ্গন এমনকি ফেসবুকেও তাদের প্রেমের গুঞ্জন বেশ জোরে সরে ছড়িয়েছে। তবে পরিমনি শেখ সাদী স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন তাদের মধ্যে কোন ভালোবাসার সম্পর্ক নেই।

এদিকে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ সাংবাদিকদের কে জানিয়েছেন যে গৃহকর্মী চিত্রনায়িকা পরিমাণে বিরুদ্ধে যে অভিযোগ নিয়েছে তার সততা পাওয়া গিয়েছে। সাধারণ ডায়েরি করার পরে এ বিষয়ে ঘটনার তদন্ত চলমান রয়েছে। উল্লেখ্য পরিমনির এর আগেও বেশ কয়েকটি বিতর্কিত কর্মকাণ্ডের জন্য মামলায় জড়িয়েছেন। যেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ২০২১ সালের জুলাই মাসে করা রাজীব হাসানের মামলা।

Leave a Comment