বৈশিষ্ট্যে ও ধরণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান হয়ে থাকে। এমনকি শেয়ারহোল্ডার, মালিকানা, মূলধন ইত্যাদি বিবেচনা করে সরকারের কাছ থেকে নির্ধারিত ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন সার্টিফিকেটও নিতে হয়। প্রাইভেট লিমিটেড কোম্পানির কাকে বলে এবং পাবলিক লিমিটেডের সাথে পার্থক্য কি কি চলুন সেটি জেনে নেই।
পার্থক্য সমূহ জানা এজন্য গুরুত্বপূর্ণ যে প্রতিটি প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা নিয়ম নীতি রয়েছে। বৈধভাবে কোম্পানি পরিচালনা করার জন্য অবশ্যই নিয়মের পাশাপাশি বিভিন্ন ধরনের শর্ত পূরণ করতে হয়। প্রাইভেট লিমিটেড কোম্পানি কাকে বলে সেটিও আপনারা জানতে পারবেন যদি এই পার্থক্য সম্পর্কে ভালোভাবে বুঝতে পারেন।
প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য
শেয়ারহোল্ডারের ভিত্তিতে (Share Holders)
এখানে শেয়ার হোল্ডার বলতে বোঝানো হয়েছে কোম্পানিটির মালিক কতজন। যদি আপনি প্রাইভেট লিমিটেড (Private Limited Company) প্রতিষ্ঠান গড়ে তুলতে চান তাহলে এর শেয়ার হোল্ডার হতে পারবে সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ৫০ জন। যার কারণেই এটাকে প্রাইভেট বলা হয়ে থাকে।
অপরদিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে (Public Limited Company) শেয়ার হোল্ডারের সংখ্যা ন্যূনতম হতে পারবে ৭ জন এবং সর্বোচ্চ কতজন হতে পারবে তার কোন নির্দিষ্ট সংখ্যা নেই। অর্থাৎ শেয়ার বাজারের সহজেই এই শেয়ার বিক্রি করা যায়।
ডিরেক্টরের সংখ্যা
একটি প্রাইভেট প্রতিষ্ঠান ন্যূনতম ২ জন ডিরেক্টর দ্বারা পরিচালিত হয়ে থাকে যেখানে পাবলিক লিমিটেড প্রতিষ্ঠানে ডিরেক্টরের সংখ্যা থাকে ৩ জন।
প্রয়োজনীয় সার্টিফিকেট
সাধারণত ইন কর্পোরেশন সার্টিফিকেট (Incorporation Certificate) থাকলেই একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের যাত্রা শুরু করতে পারে। অপরদিকে পাবলিক লিমিটেড কোম্পানি যাত্রা শুরুর জন্য সার্টিফিকেট অফ কমেন্টসমেন্ট অফ বিজনেস প্রয়োজন হয়।
শেয়ার ক্রয় বিক্রয়ের সুবিধা
প্রাইভেট প্রতিষ্ঠান বা কোম্পানির শেয়ার হস্তান্তর কিংবা একবার বিক্রয়ের ক্ষেত্রে বেশ কিছু বিধি নিষেধ রয়েছে। যার কারণে সহজে শেয়ার কয়েকবার বিক্রয় করা যায় না। অপরদিকে একটি পাবলিক লিমিটেড কোম্পানির মালিক অসংখ্য হতে পারে বিধায় সহজে শেয়ার বিক্রি করা যায়।
এমনকি কোম্পানির লভ্যাংশের ভাগের ক্ষেত্রেও দুই ধরনের প্রতিষ্ঠান দুই ধরনের পলিসি অনুসরণ করে। যেকোনো ধরনের বিজনেস শুরু করার আগে ভবিষ্যতের কথা চিন্তা করে এখনই সিদ্ধান্ত করা উচিত যে কোন ক্যাটাগরিতে আপনার প্রতিষ্ঠানটি রেজিস্ট্রেশন করবেন।
এছাড়াও প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানির পার্থক্য রয়েছে। যেমন বন্ড ও ডিবেঞ্চার বিক্রি শুধুমাত্র পাবলিক লিমিটেড প্রতিষ্ঠানই করতে পারে। এ পার্থক্য সমূহ পড়ে নিশ্চয়ই আপনারা প্রাইভেট লিমিটেড কোম্পানি কাকে বলে সে বিষয় জেনে গিয়েছেন।